দুই জেলায় মাধ্যমিকে মেয়েরাই সংখ্যাগরিষ্ঠ
০১২ সালের মাধ্যমিক পরীক্ষায় সংখ্যার বিচারে ছেলেদের পিছনে ফেলে দিল নদিয়া মুর্শিদাবাদের ছাত্রীরা। এ বছর নদিয়ায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী ৬৮ হাজার ১০৫ জন। তার মধ্যে ছাত্রী ৩৪ হাজার ৬৫৫ জন। ছেলেদের সংখ্যা ৩৩ হাজার ৪৫০ জন। মুর্শিদাবাদে ৭৩ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৩৩ হাজার ৭৮৩ এবং ‘এক্সটার্নাল’ ২১ জন মিলে মোট সংখ্যা ৩৩ হাজার ৮০৪ জন। আর ছাত্রীর সংখ্যা ৩৯ হাজার ৭৭১ জন। ওই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যে জেলার জনসংখ্যার শতকরা ৬৭ ভাগ, সেই পিছিয়ে থাকা মুর্শিদাবাদ জেলাতেও ছেলেদের থেকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার বেশি। মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার দু’দিন আগে গত বুধবার থেকে শুরু হয়েছে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। এ বছর মুর্শিদাবাদে মোট ২৩টি পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে বসেছে মোট ১২ হাজার ৭১৪ জন। অর্থাৎ মধ্যশিক্ষা পর্যদ ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে মুর্শিদাবাদ জেলা থেকে এ বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ২৮৯ জন।
করিমপুরের স্কুলে মাধ্যমিকের প্রস্তুতি। ছবি: কল্লোল প্রামাণিক।
পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য এবারই প্রথম প্রতি জেলায় একটি করে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই সঙ্গে প্রতি মহকুমায় এক জন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যায় পরীক্ষার্থী ও অভিভাবকরা তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। নদিয়া জেলার ক্ষেত্রে ১৫৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। তার মধ্যে ৩৯টি প্রধান পরীক্ষা কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। এক-একটি প্রধান পরীক্ষা কেন্দ্রের অধীনে থাকবে সংশ্লিষ্ট এলাকার সাধারণ পরীক্ষা কেন্দ্রগুলি। পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যা প্রাথমিক ভাবে মোকাবিলা করবে প্রধান পরীক্ষা কেন্দ্রগুলি।
গত বছর পর্যন্ত প্রতিটি প্রধান পরীক্ষাকেন্দ্রে পর্ষদের তরফে দুজন করে প্রতিনিধি নিয়োগ করা হত। এ বছর প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই এক জন করে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। নদিয়া জেলা মাধ্যমিক কন্ট্রোল রুমের ফোন নম্বর০৩৪৭২-২৫২৮৫২। ওই কন্ট্রোল রুমের দায়িত্ব রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অসীমকুমার বালা। এছাড়া মহকুমা ভিত্তিক চার মহকুমার দায়িত্ব রয়েছেন ৪ জন পর্যবেক্ষকপ্রশান্তকুমার দে (কৃষ্ণনগর সদর মহকুমা): ৯৪৩৪৮৯৯৬১৬। দিলীপকুমার মণ্ডল (রানাঘাট মহকুমা): ৯৪৭৬১৮২১৭১। সনজন রায় (তেহট্ট মহকুমা): ৯৭৩৩৭৮৭০৯৬। হরিশ মণ্ডল (কল্যাণী মহকুমা): ৮০০১৩১৭৫৪৫।
মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শুভেন্দুবিকাশ দত্ত বলেন, “পরীক্ষা কেন্দ্র থেকে চার পাশে ২৫০ মিটার এলাক জুড়ে ১৪৪ ধারা জারি থাকছে। অভিভাবকরা কেবল পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। তবে পরীক্ষা শুরু হওয়ার আগেই তাঁদের পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ও পেন ছাড়া অন্য কিছুই পরীক্ষার্থীর সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না। পরীক্ষা কেন্দ্র লাগোয়া এলাকার জেরক্সের দোকান পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশি ব্যবস্থা রয়েছে।”
মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যায় মুর্শিদাবাদ বিদ্যালয় পরিদর্শক শুভেন্দু দত্তকে সরাসরি ফোন করে ৯৪৩৪৬৫৭২৫০ নম্বরে অভিযোগ জানানো যাবে। এছাড়াও অফিস নম্বর: ০৩৪৮২-২৫২৪৪৯/২৫২১৮২। মুর্শিদাবাদ জেলা কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন মহম্মদ মোয়াজ্জেম হোসেন: ৯৭৩৪০৮৪৮৭০। মহকুমা ভিত্তিক পাঁচ মহকুমার দায়িত্ব রয়েছেন ৫ জন পর্যবেক্ষক। মহম্মদ মোয়াজ্জেম হোসেন (বহরমপুর): ৯৭৩৪০৮৪৮৭০। মোকিজুল ইসলাম (লালবাগ): ৯৭৩৫৭৭৩২৬৯। প্রণব সাহা (কান্দি): ৯৭৩৩৭৭৭১৭০। আবদুল আজিজ (জঙ্গিপুর): ৯৪৩৪৮৫৮২০৭। আবদুস সাত্তার (ডোমকল): ৯৭৩৩৭৩৭২২৭।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.