টুকরো খবর
এনবিএসটিসি-র ডিপো তোলার সিদ্ধান্তে বিক্ষোভ
নিজস্ব চিত্র।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কৃষ্ণনগর ডিপো তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার ওই ডিপোর সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। এ দিন ডিপোয় কাগজপত্র খতিয়ে দেখতে আসেন বহরমপুরের কয়েকজন কর্তা। তাঁদের ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই কর্মীরা। কৃষ্ণনগর ডিপোর ইনচার্জ অমিত চক্রবর্তী বলেন, “ব্যায় সংকোচনের কারণ দেখিয়ে ডিপোটি রানাঘাটের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগেই আমি নির্দেশিকা পেয়েছি।” তবে কর্মীদের দাবি, ডিপো থেকে যে আয় হয় তাতে কর্মীদের বেতন মিটিয়ে অন্য খরচাও উঠে আসে। তার পরেও ডিপো তুলে নেওয়ার সিদ্ধান্তে হতাশ তাঁরা। বহুদিন ধরে ডিপোর রক্ষণাবেক্ষনের কর্মী নিতাই দত্তকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “কাজ চলে গেল। এই বয়সে আর কোথায় যাব জানি না। আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় রইল না।” কৃষ্ণনগরের পুরপ্রধান অসীম সাহা বলেন, “এতে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়বেন। তবে আরও একটি বিষয় হল হল সদর থেকে প্রতিদিন বহু মানুষ শিলিগুড়ি যাতায়াত করেন। ডিপো তুলে নিয়ে গেলে চরম সমস্যায় পড়বেন তাঁরা।” ডিপো করার জন্য পুরসভার পক্ষ থেকে কৃষ্ণনগর ব্যসস্ট্যান্ডে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে জায়গা দেওয়ার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান অসীমবাবু।

গলার নলি কেটে খুন
গলার নলি কেটে এক যুবককে খুন করার অভিযোগ উঠেছে। মৃতের নাম আসের আলি মণ্ডল (২৩)। বাড়ি চাকদহের সরাটি গ্রাম পঞ্চায়েতের গহিনপাড়া গ্রামে। বৃহস্পতিবার সকালে কল্যাণীর বাদামতলায় একটি খালের ধার থেকে ওই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “খুনের কারণ পরিষ্কার নয়। তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসার কাঁচড়াপাড়ার উত্তর চাঁদমারি গ্রামে মামারবাড়িতে থাকত। এলাকার একটি ধানকলে কাজও করত। বুধবার রাতে এক ধর্মীয় সভা থেকে ফিরে জরুরি কাজ আছে বলে আবারও বেরিয়ে যায়। তারপর থেকেই আর বাড়ি ফেরেনি। এ দিন সকালে বাড়ির কাছে বাদামতলার খালপাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশ এসে হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠায়। আসারের বাবা আসাবুল মণ্ডল বলেন, “ছেলের কোনও শত্রু ছিল বলে জানিনা। কারোও ক্ষতিও করত না। তাও ওকে কেন খুন করা হল বুঝতে পারছি না।”


রামকৃষ্ণের জন্মতিথিতে সারগাছি রামকৃষ্ণ মিশনে পূজাচর্না। নিজস্ব চিত্র।

পুর-বৈঠক বানচাল বেলডাঙায়
ষোল দিন কেটে গেলেও বেলডাঙার পুরপ্রধান ও ছয় কাউন্সিলারকে নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটেনি। ৮ ফেব্রুয়ারি তাঁরা কংগ্রেস ত্যাগ করার ঘোষণা করার পর জেলা সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক করার কথা হয়। বারবার দিন পিছিয়ে যাওয়ার পর ২১ ফেব্রুয়ারি বৈঠকের চূড়ান্ত তারিখ স্থির হয়। এ দিন বেলডাঙা-১ ব্লক নেতৃত্ব ও ছাত্র পরিষদের প্রতিনিধিরাও অধীরবাবুর সঙ্গে আলাদা বৈঠক করতে যান। কিন্তু বেলডাঙার পুরপ্রধান অনুপমা দেবী ও ছাত্র পরিষদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ায় তিনি কাউন্সিলারদের নিয়ে বৈঠক না করেই ফিরে আসেন। অনুপমা দেবী বলেন, “বৈঠক করতেই গিয়েছিলাম। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয় যে বৈঠক না করেই ফিরতে বাধ্য হই।” তিনি জানান, তাঁরা নির্দলেই আছেন। ব্লক ছাত্র পরিষদ সভাপতি হাসিবুর চৌধুরী বলেন, “এমন কোনও আচরণ করা হয়নি যাতে পুরপ্রধানদের চলে আসতে হয়। তারা কেন চলে এলেন আমরা জানি না।” অধীর চৌধুরী বলেন, “এ নিয়ে আমার কিছু বলার নেই। ওঁরাই ঠিক করুন কী করবেন।” বেলডাঙা-১ ব্লক তৃণমূল যুব সভাপতি গণেশ দাস বলেন, “আমরা নিয়মিত যোগাযোগ রাখছি পুরপ্রধান-সহ ছয় কাউন্সিলারদের সঙ্গে।”

মোবাইল কানে মোটরবাইকে, দুর্ঘটনায় মৃত্যু
মোবাইল কানে ধরা অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে এক শিক্ষকের। নাম আসিক ইকবাল (৩২)। বাড়ি ডোমকল থানার দক্ষিণনগরে। বৃহস্পতিবার দুপুরে ডোমকলের মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক ডোমকল থেকে বহরমপুরে মোটরবাইক চালিয়ে আসছিলেন। সেই সময়ে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের উপরে বানজেটিয়া এলাকায় মোটরবাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরেই আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তির আধ ঘন্টার মধ্যেই তিনি মারা যান। পুলিশ জানায়, ওই শিক্ষকের মাথায় হেলমেট ছিল না। সেই সঙ্গে তিনি মোটরবাইক চালানোর সময়ে কানে মোবাইল ধরা অবস্থায় ছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের উপরে একটি লরিকে পাশ দিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে রাস্তার উপরেই ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

প্রধানশিক্ষক ঘেরাও, রাস্তা অবরোধ
বুধবারের পরেও ফের উত্তেজনা ছড়াল রানিনগর স্কুলে। এই দিনও মিড ডে মিলের চাল চুরিকে কেন্দ্র করে শিক্ষকদের ঘেরাও করে ছাত্রছাত্রীরা। স্কুলের সামনের রানিনগর-বহরমপুর সড়ক অবরোধ করে তারা। প্রায় তিন ঘণ্টা অবরোধের পরে যুগ্ম বিডিও সৌমেন মণ্ডল এসে অবস্থা সামাল দেন। তিনি বলেন, “আমরা দফায় দফায় আলোচনা করেছি, কিন্তু কোনও ফল হয়নি। শুক্রবার ডেপুটি ম্যাজিস্ট্রেট এসে সকলকে নিয়ে আলোচনায় বসবেন।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার স্কুলের বাইরে একটি বাড়ি থেকে মিড ডে মিলের চাল বিক্রি হচ্ছে বলে অভিযোগ। প্রধানশিক্ষক না থাকায় সেই দিন শিক্ষকেরা সেই অভিযোগের কোনও সদুত্তর দিতে পারেননি। এই দিন প্রধানশিক্ষক এলে ছাত্রছাত্রীরা ফের তাঁকে ঘিরে ধরে। প্রধানশিক্ষক এমদাদুল হক বলেন, “আমার কাছে স্কুলের ঘরের চাবি থাকে না। কী ভাবে ওই চাল বাইরে গেল বুঝতে পারছি না। শুক্রবার ওই নিয়ে আমরা আলোচনায় বসছি।”


প্রদীপ তা হত্যার প্রতিবাদে কৃষ্ণনগরে মিছিল। নিজস্ব চিত্র।

 
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধানশিক্ষক
স্কুলের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বড়ঞা থানার মালিয়ান্দি জুনিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক তপন পোদ্দার ওই অভিযোগে গ্রেফতার হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার চোদ্দ বছরের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলেরই ফাঁকা একটি ঘরে ডেকে নিয়ে যান ওই শিক্ষক। সেখানেই তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। স্কুল ছুটি হয়ে গেলেও ওই ছাত্রীকে ছাড়েননি শিক্ষক। অনেক পরে মেয়েটি বাড়ি যায়। ভয়ে ও লজ্জায় চিৎকার করতে পারেনি সে। শিক্ষকের দেওয়া হুমকির ভয়ে বাড়িতেও কাউকে কিছুই বলতে পারেনি। মেয়েটির হাবভাব দেখে অভিভাবকদের সন্দেহ হলে জিজ্ঞাসা করার পর সব খুলে বলে ওই ছাত্রী। তারপর বড়ঞা থনায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন প্রধান শিক্ষক। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

বাসের ধাক্কায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হল এক বালকের। নাম সাকিল শেখ (৮), বাড়ি করিমপুরের নতিডাঙ্গা গ্রামে। বৃহস্পতিবার সকালে করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কে বাথানপাড়া এলাকায় রাস্তা পেরোবার সময় করিমপুরগামী একটি বেসরকারী বাস তাকে ধাক্কা মারে। করিমপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পলাতক। স্থানীয় মানুষ উত্তেজনায় অন্য দুটি বাসে ভাঙচুর চালায়।

অনুপ্রবেশকারী ধৃত
দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল নদিয়া জেলা পুলিশের একটি বিশেষ দল। ধৃতরা হলেন বাংলাদেশের দামুরহুদার কলাবেরিয়া-রামনগর গ্রামের বাসিন্দা মাহাবুল বিশ্বাস ও আলহিম বিশ্বাস। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে সীমান্ত পার হয়ে কোতোয়ালির নেলুয়ায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তারা।

গ্রেফতার দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার খড়গ্রামের রতনপুর এলাকা থেকে বদর শেখ নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক বদরকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ভস্মীভূত পাঁচটি বাড়ি
রান্নাঘর থেকে আগুন লেগে পুড়ে গেল ৫টি বাড়ি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডোমকল থানার কাটাকোপরা গ্রামে। পুলিশ জানিয়েছে, রান্নার সময় অসাবধান হওয়াতেই আগুন লেগে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। দমকল আসার আগেই গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলেন।

বোমা ফেটে মৃত্যু
বাঁধার সময় বোমা ফেটে মৃত্যু হয়েছে বদিরুজ্জামান শেখের (৪৫)। বাড়ি দিয়াড় ফতেপুর গ্রামে। বুধবার রাতে লালগোলার দিয়াড় ফতেপুর গ্রামের ওই ঘটনায় আহত হয়েছেন টেবলু শেখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.