আজ থেকে শুরু মাধ্যমিক |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এ বার পূর্ব মেদিনীপুরে মোট পরীক্ষার্থী ৫৪ হাজার ৪০৩ জন। ছাত্রী ২৭ হাজার ৮৭০ জন, ছাত্র ২৬ হাজার ৫৩৩ জন। জেলায় পরীক্ষাকেন্দ্র হয়েছে ৮৪টি। গত বার মোট পরীক্ষার্থী ছিল ৫৬ হাজার ৮১২ জন। পশ্চিম মেদিনীপুরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৭ হাজার ৮৬৪ জন। তার মধ্যে ছাত্রী ৩৩ হাজার ৪৪৫ এবং ছাত্র ৩৪ হাজার ৪১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১২৯। গত বার এই জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ৭০১ জন। অর্থাৎ দুই মেদিনীপুরেই পরীক্ষার্থীর সংখ্যা গত বারের তুলনায় কমেছে। পরীক্ষা শুরু বেলা ১২টায়। |
মাধ্যমিকের প্রস্তুতি |
|
বৃহস্পতিবার কৌশিক মিশ্র ও পার্থপ্রতিম দাসের ছবি। |
এ দিন থেকে পরীক্ষা দেবে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ১৭ জন বন্দিও। তাদের মধ্যে ৯ জন সাজাপ্রাপ্ত। ৮ জন বিচারাধীন বন্দি। তাঁদের ৭ জনই আবার জ্ঞানেশ্বরী-কাণ্ডে অভিযুক্ত--সমীর মাহাতো, মহন্ত মাহাতো, জলধর মাহাতো, হীরালাল মাহাতো, মন্টু মাহাতো, তপন মাহাতো ও লক্ষ্মণ মাহাতো। পরীক্ষার্থী অন্য বিচারাধীন বন্দি অসীম মাহাতো আবার শিলদা-মামলায় অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন। |
|
মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি মেদিনীপুরের স্কুলে। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
পূর্ব মেদিনীপুরে এ বারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। ইতিমধ্যে বুধবার থেকে শুরু হওয়া মাদ্রাসা পরীক্ষাতেও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি এই জেলায়। জেলার তিনটি পরীক্ষাগ্রহণ কেন্দ্রে (হলদিয়ার ঢেকুয়া, কাঁথির রহমানিয়া ও গিমাগেড়িয়া হাইমাদ্রাসায়) মোট ৭৩৯ জন মাদ্রাসা পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ছাত্রী ৪২৩ জন, ছাত্র ৩১৬ জন। |
|