কানাডার বিরুদ্ধে ভারতের কষ্টার্জিত জয়ের পর ‘গেল গেল’ রব উঠে যাওয়াকে একেবারেই পাত্তা দিতে নারাজ ভারতীয় হকি দলের অধিনায়ক ভরত ছেত্রী ও কোচ মাইকেল নবস। তবে দু’জনই চিন্তিত যুবরাজ বাল্মীকি চোট পেয়ে তিন মাস বাইরে চলে যাওয়ায়। দলের এই তারকাকে আর টুর্নামেন্টে পাবে না ভারত।
ভরত আনন্দবাজারকে এক একান্ত সাক্ষাৎকারে বললেন, “বুঝতে পারছি না লোকজন এত অধৈর্য কেন? লিগে পরপর তিন ম্যাচ বড় ব্যবধানে জেতার পর একটা ম্যাচ খারাপ খেলেছি। বাজে ফিনিশিংয়ের মাশুল দিয়ে আমরা বেশি গোল করতে পারিনি। তার জন্য দর্শকদের এত হতাশ হওয়ার কোনও কারণ দেখছি না।” তিনি আরও বলেন, “মনে রাখবেন, এক-আধটা ম্যাচে এমন হতেই পারে। তার জন্য গেল গেল রব ওঠা ঠিক নয়। আমাদের লক্ষ্য কিন্তু স্থির--ফাইনাল জিতে লন্ডন অলিম্পিকের ছাড়পত্র জোগাড় করা।”
সে জন্য বুধবারের ম্যাচের কথা মনে রাখতে চান না ভরত। বলছিলেন, “আমাদের কোচ নবস চাইছেন রবিবারের ফাইনালের আগে শুক্রবার পোল্যান্ডের ম্যাচে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দলটাকে গুছিয়ে নিতে। তাতে জয়ের ব্যবধান আবার কমে গেলে ভেঙে পড়ার কিছু নেই।” ভারতের প্রস্তুতির সার্টিফিকেট তিনি পেয়েছেন কানাডার অধিনায়কের কাছেও। ভরতের কথায়, “আমরা যে লক্ষ্যে স্থির সেটা গতকাল ম্যাচের পর আমায় বলে গেছে কানাডার অধিনায়ক কেন পেরেরা নিজে। বলেছে, ‘ভারতের এই দলটা এত ফিট এবং এত ভাল খেলছে যে তোমরা ফাইনাল না জিতলে আমরা অবাকই হব।”
|
আশ্বস্ত করছেন
অধিনায়ক ভরত ছেত্রী। |
পোল্যান্ড নয়, ভারতীয় অধিনায়ক আবার ফ্রান্সকেই রবিবার ফাইনালে ভারতে বিরুদ্ধে দেখছেন। ভরতের ব্যাখ্যা, “পোল্যান্ড ও কানাডার থেকেও শক্তিশালী ফ্রান্স। গ্রুপ লিগে ওদের বড় ব্যবধানে হারালেও ফ্রান্স ভাল দল। শুক্রবার ওরা কানাডাকে হারালেই ফাইনালে আমাদের মুখোমুখি হবে।”
অন্য দিকে কোচ মাইকেল নবসও কানাডার বিরুদ্ধে কঠিন জয়কে ততটা গুরুত্ব দিতে চান না। বললেন “কানাডা নিজের সেরা ম্যাচটা গতকাল খেলেছে আমাদের বিরুদ্ধে। ওরা যথেষ্ট ভাল দল। তবুও আমরা এত গোল মিস করেছি যে বর্ণনা করাই মুশকিল। আমরা প্রায় ৩৫-৩৭ বার কানাডার গোলে হানা দিয়ে দুটি পেনাল্টি কর্নার ও একটি ফিল্ড গোল ছাড়া কিছু করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। ওরা কিন্তু দু’-তিন বারের বেশি আমাদের গোলে হানা দিতে পারেনি। মনে রাখবেন, আমাদের আসল লক্ষ্য লন্ডনের ছাড়পত্র। আমার বিশ্বাস, ঠিক পথেই এগোচ্ছি।” এ সব নিয়ে না ভেবে তাঁর চিন্তায় যুবরাজ বাল্মীকির চোট। “ভাবছি যুবরাজকে নিয়ে। ফ্রান্সের বিরুদ্ধে খেলায় ওর হ্যামস্ট্রিং ছিঁড়েছে। আগামী তিন মাস ও মাঠের বাইরে থাকবে। লন্ডন অলিম্পিক আর দুই ম্যাচ দূরে। তাই আমরা নিজেদের ‘ফোকাস’ নষ্ট হতে দিতে চাই না।” |