বেআইনি কাঠকল বন্ধ করতে বৃহস্পতিবারও অভিযান চালাল বনদফতর। এ দিন অভিযান চালিয়ে আরও কয়েকটি কাঠকল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর বেআইনি কাঠ আটক করেছে। দক্ষিণ বাঁকুড়ার আরও ১৯টি কাঠকলকে বন্ধ করে দেওয়া হয়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার দিনভর দুই ডিএফও-র নেতৃত্বে বন দফতরের কর্মীরা জেলার বেশ কয়েকটি কাঠকলে হানা দিয়েছিল। বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি ‘বেআইনি’ কাঠকলও। ওই দিন উত্তর বাঁকুড়ার ৩৪টি, দক্ষিণ বাঁকুড়ার ৩০টি ও বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের চারটি কাঠকল বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে কাঠগুলিতে বেআইনি ভাবে মজুত করে রাখার অভিযোগে প্রচুর পরিমাণে কাঠও আটক করে বনদফতর। বুধবারের মতো বৃহস্পতিবার সকাল থেকে কাঠকলগুলিতে হানা দেন বাঁকুড়ার বনাধিকারিক, রেঞ্জ অফিসার ও কনকর্মীরা। বাঁকুড়া উত্তর বন বিভাগের পাত্রসায়র, সোনামুখী, মেজিয়া, ছাতনা, শালতোড়া ও গঙ্গাজলঘাটি থানা এলাকায় এ দিন অভিযান চলে। সেই সঙ্গে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের সিমলাপাল, তালড্যাংরা, রাইপুর ও বাঁকুড়া ১ ব্লক এলাকার বিভিন্ন কাঠকলে, বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের কোতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর থানা এলাকায়ও অভিযান চালানো হয়। |
দক্ষিণ বাঁকুড়ার ডিএফও সুধীরচন্দ্র দাস বলেন, “এ দিন অভিযান চালিয়ে আরও ১৯টি কাঠকলকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে ৫২৫ ঘনফুট কাঠ আটক করা হয়েছে।” উত্তর বাঁকুড়ার ডিএফও এস কুলন ডেইভাল বলেন, “এ দিনও বিভিন্ন বেআইনি কাঠকলে হানা দেওয়া হয়েছিল। আরও ৪৫টি কাঠকল বন্ধ করা হয়েছে। ২৫ ট্রাক্টর কাঠ আটক করা হয়েছে।” বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, এ দিন আরও ৫টি কাঠকলকে বন্ধ করে দেওয়া হয়। বেআইনি ভাবে কাঠকলগুলিতে মজুত থাকা ১০৪টি আকাশমণি গাছের পোল মাপের কাঠ আটক করা হয়েছে। এ দিকে, অভিযানে নেমে লাইসেন্স থাকা ইঁদপুর থানা এলাকার দু’টি কাঠকল বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ বাঁকুড়া জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতির।
সংগঠনের সম্পাদক শিবদাস মুখোপাধ্যায়ের অভিযোগ, “ইঁদপুরের বাংলা ও বগা এলাকার দু’টি লাইসেন্সপ্রাপ্ত কাঠকলকে বন্ধ করে দিয়েছেন দক্ষিণ বাঁকুড়ার ডিএফও।” তাঁর দাবি, “এতগুলি কাঠকল বেআইনি ভাবে চলেনি। বনদফতর কাঠকলগুলি বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিকেরাও কর্মহীন হয়ে পড়লেন। সরকারের এ দিকটা দেখা উচিত।” ডিএফও অবশ্য বলেন, “ইঁদপুরের ওই দু’টি কাঠকলের লাইসেন্স থাকলেও সেখান থেকে বেআইনি ভাবে মজুত করা কাঠ পাওয়া গিয়েছে। তাই বন্ধ করে দেওয়া হয়েছে।” |