টুকরো খবর
খোঁজ মিলল প্রাণীদের সাঙ্কেতিক ভাষার
নির্দিষ্ট কিছু প্রাণীর বিশেষ সাঙ্কেতিক ভাষার রহস্যভেদ তাঁরা করে ফেলেছেন বলে দাবি করলেন এক দল ব্রিটিশ ও অস্ট্রেলীয় বিজ্ঞানী। ‘কারেন্ট বায়োলজি’ পত্রিকায় এক গবেষণাপত্রে ওই বিজ্ঞানীরা বলেছেন, কিছু বিশেষ গোত্রের প্রাণী কী ভাবে ‘পোলারাইজেশন’ নামে মানুষের চোখে অদৃশ্য এক বিশেষ ধরনের আলোকে নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যম, এমনকী আত্মরক্ষার জন্যও ব্যবহার করে, তার হদিস তাঁরা পেয়েছেন। অক্টোপাস ও স্কুইড গোত্রীয় এক ধরনের প্রাণীর (কাটলফিশ) ওপর এই আলোটির প্রভাব নিয়ে গবেষণা করেছিলেন বিজ্ঞানীরা। ব্রিস্টল ও কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকদের দাবি, আগে যা ভাবা হত, এই গোত্রের প্রাণীরা বাস্তবে তার চেয়ে অনেক বেশি এই আলো দেখতে সক্ষম। এমনকী এই আলোকে ব্যবহার করে রং বদলে নিজেদের লুকিয়ে ফেলতেও তারা পটু। স্তন্যপায়ী ও অন্য কয়েকটি গোত্রের প্রাণীর অবশ্য এই আলো দেখার ক্ষমতা নেই। গবেষক দলের অন্যতম সদস্য জাস্টিন মার্শাল জানিয়েছেন, মানুষ যে ভাবে কোনও বিশেষ রং চিনতে পারে, ওই বিশেষ গোত্রের প্রাণীরা আদতে বর্ণান্ধ হলেও ‘পোলারাইজেশন’কে তারা ওই রং চেনার মতো করেই নিজেদের কাজে লাগায়। জলজ প্রাণীরা অভিযোজনের ফলেই এই বৈশিষ্ট্য রপ্ত করেছে বলে তাঁদের দাবি।

গুঁতোয় জখম ৩
পথ ভুলে লোকালয়ে ঢুকে ৩ জনকে জখম করল বাইসন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ডুয়ার্সে আলিপুরদুয়ার ১ ব্লকের পোরোরপাড় ও পাকুড়ি তলা এলাকায়। চিলাপাতার জঙ্গল থেকে বার হওয়া বাইসনটি ভোর ৫টা নাগাদ লোকালয়ে ঢুকে প্রথমে একটি মহিলাকে গুঁতো দেয়। পরে সেটি আরও এক বৃদ্ধ ও বৃদ্ধাকে জখম করে। জখমদের মধ্যে রুমা সূত্রধর নামে বধূকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও শেখর মজুমদার জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পরে ঘুমপাড়ানি গুলিতে বাইসনকে কাবু করা সম্ভব হয়। পরে ২২ মাইল টাওয়ারের কাছে ছেড়ে দেওয়া হয়।

মধুর খোঁজে। জলপাইগুড়িতে ছবিটি তুলেছেন সন্দীপ পাল।


জঙ্গলে গতিরোধক
ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক।
বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে গরুমারা জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়কের ৫ কিমি রাস্তায় গতিরোধক বসাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এরজন্য ১৩ টি জায়গা বনবিভাগ এবং পূর্ত দফতরের জাতীয় সড়ক বিভাগের যৌথ পর্যবেক্ষণ দল চিহ্নিত করেছে। জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও কল্যাণ দাস জানান, ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণের মৃত্যুর মতই গরুমারার সড়ক পথে দুর্ঘটনার বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রচুর কাঠ উদ্ধার
৫ ট্রাক বেআইনি কাঠ উদ্ধার করল বনকর্মীরা। বুধবার বন দফতরের দলগাঁ রেঞ্জের বনকর্মীরা আচমকা ফালাকাটা ব্লকের জটেশ্বর গ্রামে হানা দিয়ে কাঠ উদ্ধার করেন। আটক করা কাঠের মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে বন দফতর এ বার লাগাতার অভিযান চালাবে বলে জানানো হয়েছে।

ফিনল্যান্ডের একটি চিড়িয়াখানায় মায়ের সঙ্গে শিশু মেরু ভল্লুক। ছবি: এএফপি

আতঙ্ক
ডুয়ার্সের ওদলাবাড়ি লাগোয়া মানাবাড়ি চা বাগানে একটি চিতাবাঘকে ঘোরাফেরা করতে দেখে শ্রমিক মহলে আতঙ্ক ছড়িয়েছে। কিছু দিন ধরে বাগানের ৫ নম্বর সেকশন এলাকায় দুটি শাবক-সহ চিতাবাঘ ঘুরছে বলে শ্রমিকেরা জানিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.