|
|
|
|
|
ত্রুটি স্কুল ও পর্ষদের |
অ্যাডমিট কার্ড না-থাকলেও
আজ পরীক্ষা দুই ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
বিধি মেনে ফর্ম পূরণ করা সত্ত্বেও কেন অ্যাডমিট কার্ড আসেনি, তা স্পষ্ট নয়। আদৌ পরীক্ষা দেওয়া হবে কি না, মাধ্যমিক শুরুর ২৪ ঘণ্টা আগে সেই দুর্ভাবনা নিয়ে কলকাতা হাইকোর্টে বসে ছিল দুই পরীক্ষার্থী। বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দেয়, অ্যাডমিট কার্ডের ব্যবস্থা হলে ভাল। যদি সেই ব্যবস্থা না-হয়, তা হলে অ্যাডমিট কার্ড ছাড়াই আজ, শুক্রবার থেকে ওই দু’জনকে পরীক্ষায় বসতে দিতে হবে। নিশ্চিন্ত হয়ে বেলা ৩টে নাগাদ বাড়ির দিকে রওনা হয়ে যায় হাওড়া জেলার খালনা রাজ রাধাগোবিন্দ বিদ্যালয়ের দুই ছাত্র গোপাল সর্দার ও এমদাদুল মোল্লা।
শুক্রবার মাধ্যমিক পরীক্ষা শুরু। আর সোমবার স্কুল থেকে ওই ছাত্রদের বলা হয়, তাদের অ্যাডমিট কার্ড আসেনি। নিয়ম মেনে ফর্ম পূরণ করা সত্ত্বেও গোপাল ও এমদাদুলের অ্যাডমিট কার্ড না-আসায় তাদের অভিভাবকেরা হাইকোর্টের দ্বারস্থ হন।
আবেদনকারীদের আইনজীবী এক্রামুল বারি আদালতে বলেন, ওই দুই ছাত্র নিয়মিত দশম শ্রেণির ক্লাস করেছে। টেস্ট দিয়ে সফল হয়েছে। পরীক্ষার ফর্ম পূরণ করেছে। তার পরেও অ্যাডমিট কার্ড পায়নি। তাদের অভিভাবকেরা স্কুলে খোঁজ নিতে গেলে প্রধান শিক্ষক জানান, করণিকের ভুলের জন্য ওই দুই ছাত্র নবম শ্রেণিতে পাশ করতে পারেনি বলে লেখা হয়েছে। সেই কারণেই ফর্ম বাতিল হয়ে যায়। বিষয়টি জানার পরেই প্রধান শিক্ষক সব কাগজপত্র নিয়ে পর্ষদের সঙ্গে যোগাযোগ করেন। পর্ষদ সব শুনে জানায়, কোনও সমস্যা হবে না। অ্যাডমিট কার্ড দেওয়া হবে।
কিন্তু বুধবার পর্ষদের পক্ষ থেকে প্রধান শিক্ষককে জানিয়ে দেওয়া হয়, কোনও মতেই ওই ছাত্রদের অ্যাডমিট কার্ড দেওয়া যাচ্ছে না। এক্রামুল বারি আদালতে প্রশ্ন তোলেন, এ ক্ষেত্রে দুই ছাত্রের দোষ কোথায়? এটাই তাদের জীবনের প্রথম পরীক্ষা। পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগেও তারা জানে না, তাদের ভবিষ্যৎ কী।
বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য নথিপত্র খতিয়ে দেখে বলেন, বিদ্যালয়-কর্তৃপক্ষ ও মধ্যশিক্ষা পর্ষদের গাফিলতির কারণেই ওই ছাত্রেরা অ্যাডমিট কার্ড পায়নি। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেন, এ দিনই পর্ষদের কাছ থেকে অ্যাডমিট কার্ড এনে ওই দু’জনকে দিতে হবে। যদি কোনও কারণে অ্যাডমিট কার্ড পাওয়া না-যায়, তা হলে ওই ছাত্রেরা অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা দিতে পারবে। বিচারপতি পর্ষদ এবং সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ইনচার্জকে নির্দেশ দেন, ওই দু’জন যাতে পরীক্ষায় বসতে পারে, তার ব্যবস্থা করতে হবে। |
|
|
|
|
|