রাজ্যের সবক’টি বিমানবন্দরের আধুনিকীকরণ শুরু হচ্ছে। এই কাজে প্রয়োজনীয় জমি রাজ্য সরকার এয়ারপোর্ট অথরিটির হাতে তুলে দেবে। অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এই কথা জানিয়েছেন।
গত মঙ্গলবার বিষয়টি নিয়ে এয়ারপোর্ট অথরিটির চেয়ারম্যান ভি পি অগ্রবালের সঙ্গে গগৈয়ের এই বিষয়ে একটি বৈঠক হয়। সেখানেই লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর-সহ রাজ্যের লীলাবাড়ি, শিলচর, যোরহাট বিমানবন্দরগুলির আধুনিকীকরণ নিয়ে অগ্রবাল গগৈকে বিশদে জানান। অসমে মোট ১১টি বিমানবন্দর রয়েছে। এর মধ্যে দিনজান ও লিডো এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ। বাকিগুলি হল গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর, শিলচর, ডিব্রুগড়ের মোহনবাড়ি, তেজপুর, চাবুয়া, রূপসী, সুকারাটিং, উত্তর লখিমপুরের লীলাবাড়ি, যোরহাটের রৌরিয়া। গগৈ বলেন, “গুয়াহাটি বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন ও ট্যাক্সি ট্র্যাক গড়া হবে। বিমানবন্দর সম্প্রসারণের জন্য এয়ারপোর্ট অথরিটি অতিরিক্ত ৩২.৫ একর জমি রাজ্য সরকারের কাছে চেয়েছে। আগামী সাত দিনের মধ্যেই তা দেওয়ার ব্যবস্থা হচ্ছে।’’
সম্প্রসারণের প্রথম পর্যায়ের কাজ ১৮ মাসের মধ্যে শেষ হবে। জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থের কতটা অংশ উত্তর-পূর্ব বিকাশ মন্ত্রক ও নর্থ ইস্টার্ন কাউন্সিল বহন করবে তা নিয়ে এএআইকে নিশ্চিত করে জানাতে বলা হয়। গগৈ আরও জানান, শীঘ্রই লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে অবতরণ ব্যবস্থা চালু হতে চলেছে। পাশাপাশি রৌরিয়া, মোহনবাড়ি বিমানবন্দর ও রাজ্যের বন্ধ থাকা বিমানবন্দর ও রানওয়েগুলির সংস্কারের ব্যাপারেও গগৈ-অগ্রবালের মধ্যে আলোচনা হয়েছে। |