টুকরো খবর
পাকা স্কুলঘর পেল খুদে পড়ুয়ারা
ছবি: দয়াল সেনগুপ্ত।
দীর্ঘ প্রতীক্ষার পরে পাকা ভবন পেল ১০৩ জন পড়ুয়া। দুবরাজপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার শিশুশিক্ষা কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন পুরপ্রধান পীযূষ পাণ্ডে। ২০০২ সাল থেকে চালু হওয়া শিশুশিক্ষা কেন্দ্রটি এত দিন পর্যন্ত চলত একটি চালা ঘরে। ওয়ার্ডের মধ্যে কোন প্রাথমিক স্কুল না থাকায় ওই কেন্দ্রটির উপর নিভর্রশীল ছিল ওয়ার্ডের খুদে পড়ুয়ারা। ভবনটি তৈরি হওয়ায় দৃশ্যতই খুশি এলাকাবাসী। তবে শুধু শিশুশিক্ষা কেন্দ্রটিই নয়, পুরসভার অর্থানুকূল্যে ওই ওয়ার্ডে একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ঘরও তৈরি হচ্ছে। এই কাজের জন্য দুবরাজপুর ব্লকের সাহাপুরের বাসিন্দা গুরুসদন মণ্ডল জমি দান করেছিলেন। সিপিএম কাউন্সিলর দিপালী বাগদি বলেন, “স্কুল করার জন্য দেড় বছর আগে প্রস্তাব দিয়েছিলাম। তৎপরতার সঙ্গে কাজ হওয়ায় খুশি।” স্থানীয় বাসিন্দা জনার্দন বাগদি, বন্দনা বাগদিরা বলেন, “এত দিনে বাচ্চারা মাথার উপরে ছাদ পেল।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কবি সুকান্ত ভট্টাচার্যের নামাঙ্কিত ওই শিশুশিক্ষা কেন্দ্রটিতে মোট ১০৩ জন ছাত্র-ছাত্রীর পাশাপাশি রয়েছেন তিন জন সহায়িকা। প্রধান শিক্ষিকা রত্না সেনগুপ্ত বলেন, “এ বার আরও ভালভাবে আমরা কাজ করতে পারব। সুবিধা হল ছাত্র-ছাত্রীদের।” পুরপ্রধান বলেন, “বছর দু’য়েক আগে গ্রামীণ এলাকার পাশাপাশি পুর এলাকাতেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়েছে। এই শিশুশিক্ষা কেন্দ্রটি তৈরির পাশাপাশি ২ লক্ষ টাকা ব্যয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রর ঘরটিও পুরসভার উন্নয়ন খাতের বরাদ্দ টাকায় তৈরি হয়েছে।” পুরপ্রধান আরও বলেন, “২০০২ সালে সাহাপুরের বাসিন্দা গুরুসদন মণ্ডল নামে এক ব্যক্তি ২০ শতক জমি এই কাজের জন্য পুরসভাকে দান করেছিলেন। এত দিনে সেই দানের উপযুক্ত মর্যাদা দিতে পারলাম।”

বাস থেকে নামিয়ে ‘মার’, গ্রেফতার ২
বাস থেকে নামিয়ে এক যুবককে মারধরের অভিযোগ উঠল নলহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে নলহাটি থানার চামটিবাগান মোড়ের কাছে। কাউন্সিলর একরামুল হকের ছেলে হুমায়ুন কবীর-সহ চার জনের নামে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ জানায়, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত পলাতক। নলহাটির ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ার বাসিন্দা মহিমা মালের অভিযোগ, “বিকেলে রামপুরহাট হাসপাতালে ভর্তি থাকা এক বন্ধুকে দেখে বাড়ি ফিরছিলাম। বাসের মধ্যে আমাকে একা পেয়ে হুমায়ুন ও তার সঙ্গীরা মারধর করে। চামটিবাগান মোড়ের কাছে আরও কয়েক জন হাজির হয়। তখন ওরা বাস থেকে নামিয়ে মারধর করে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাগানপাড়ার সঙ্গে ১২ নম্বর ওয়ার্ডের কিছু যুবকের ঝামেলা চলছে। সরস্বতী পুজোর কয়েক দিন পরে নলহাটি মৌচাক মিষ্টি দোকান মোড়ে মোটরবাইক রাখা নিয়ে ঝামেলা হয় হুমায়ুনের সঙ্গে। তারই জেরে বুধবার বিকেলে ওই ঘটনা ঘটেছে বলে দাবি বাসিন্দাদের। ফোনে একরামুল হক বলেন, “ঘটনাটি শুনেছি। আইন আইনের পথে চলবে।” নলহাটির পুরপ্রধান বিপ্লব ওঝা বলেন, “নিন্দনীয় ঘটনা। কী কারণে মারধর করা হয়েছে জানা নেই। এ ক্ষেত্রে আইন মতো যা হবে, তাতে আমার কিছু বলার নেই।”

অশালীন আচরণ, ধৃত ১
লজের ভিতরে মহিলার সঙ্গে অশালীন আচরণ করার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জাকির ওরফে খোকন শেখ। সিউড়ি থানার কুখুডিহি গ্রামে তার বাড়ি। বুধবার রাতে তাকে সিউড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে সিউড়ি আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজত হয়। ১৭ ফেব্রুয়ারি রাতে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি লজে মহম্মদবাজার থানার বিরাজপুরের বাসিন্দা বৃদ্ধ কাজি আনোয়ার আহমেদ ও তাঁর মাঝ বয়েসি স্ত্রী ছিলেন। আনোয়ার সাহেব মঙ্গলবার সিউড়ি থানায় অভিযোগ করেন, সেই রাতে জাকির-সহ কয়েক জন যুবক জোর করে লজের ঘরে ঢুকে তাঁর স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।

বাড়িতে আগুন
শর্ট-সার্কিটে বৃহস্পতিবার আগুন লাগল রামপুরহাটের বিদ্যাসাগর পল্লির একটি বাড়িতে। প্রথমে বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.