আজ শুরু মাধ্যমিক

বাঁকুড়া
• মোট পরীক্ষার্থী ৪৫,৪৬০।
• বিষ্ণুপুর মহকুমায় মোট পরীক্ষার্থী ১৩,৮৬৬।
• বাঁকুড়া মহকুমায় মোট পরীক্ষার্থী ১৬,২৩৭।
• খাতড়া মহকুমায় মোট পরীক্ষার্থী ১৫,৩৫৭।
তিন মহকুমায় পরীক্ষার মূলকেন্দ্র ৭০টি। উপকেন্দ্রগুলি নিয়ে মোট ৪২০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বলেন, “সুস্থ ভাবে পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের আশেপাশে পরীক্ষা চলাকালীন জেরক্সের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকেই মাইক বাজানো নিষিদ্ধি রয়েছে। এ ছাড়া খাতড়া মহকুমার ২৬টি কেন্দ্রে বিশেষ পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।”
পুরুলিয়া
• মোট পরীক্ষার্থী ৩৭,৪১৯
• তার মধ্যে ছাত্র ২০,৮৯৭ এবং ছাত্রী ১৬,৫২২ জন।
• জেলায় মোট মূল কেন্দ্র রয়েছে ৮৪টি।
জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাধারানি মুখোপাধ্যায় বলেন, “সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য জঙ্গলমহলের ৮টি ব্লকে বিশেষ পুলিশি ব্যবস্থা থাকবে। জেলার প্রতিটি ব্লকে পরিদর্শক দল যাবেন। পর্ষদের নির্দেশ অনুযায়ী, প্রথম দিনে পরীক্ষা শুরু হওয়ার আধঘণ্টা আগে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরা পরীক্ষা হলে ঢুকতে পারবেন। বাকি পরীক্ষার দিনে এই সুযোগ দেওয়া হবে না। প্রশ্নপত্র সরাসরি সমস্ত পরীক্ষা কেন্দ্রে যাবে” জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “কেন্দ্র গুলির অবস্থা সম্পর্কে তথ্য রাখার জন্য পরিদর্শক দলের সঙ্গে থাকবে ভিডিও ক্যামেরাও।”

স্কুলে স্কুলে চলছে প্রস্তুতি
সিউড়িতে ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়। সাঁইথিয়ায় অনির্বাণ সেনের তোলা ছবি।

বীরভূম
• জেলায় মোট পরীক্ষার্থী ৪১,৮২৯ জন।
• সিউড়ি মহকুমায় মোট পরীক্ষার্থী ১৪,৪৪০ জন।
• রামপুরহাট মহকুমায় মোট পরীক্ষার্থী ১৭,৬৯২ জন।
• বোলপুর মহকুমায় মোট পরীক্ষার্থী ৯,৬৯৭ জন।
• পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২১,৪২৩ এবং ছাত্রী ২০,৪০৬
• নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৮,৪৫৫ এবং ছাত্রী ১৭,০৭৬
জেলায় মোট ২৭টি মূলকেন্দ্র এবং ৬৪টি উপকেন্দ্র মিলিয়ে মোট ৯১টি কেন্দ্রে পরীক্ষাগ্রহণ রয়েছে। তার মধ্যে সিউড়ি মহকুমায় মোট পরীক্ষাগ্রহণ কেন্দ্র ৩৫, রামপুরহাট মহকুমায় মোট পরীক্ষাগ্রহণ কেন্দ্র ৩৩ এবং বোলপুর মহকুমায় মোট পরীক্ষাগ্রহণ কেন্দ্র ২৩টি।
জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “পরীক্ষা চলাকালীন কোথাও কোনও রাস্তা অবরোধ করা চলবে না। পরীক্ষাকেন্দ্রের আশেপাশে সমস্ত জেরক্স কেন্দ্র বন্ধ রাখতে বলা হয়েছে। অযথা ভিড় বা জটলা করা যাবে না। প্রত্যেকটা কেন্দ্রই পুলিশ মোতায়েন থাকবে। স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.