ছাত্র সংসদ নির্বাচনে এসএফআইকে মনোনয়ন পত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল টিএমসিপি-র বিরুদ্ধে। দুর্গাপুর সরকারি কলেজের মোট ৮৩টি আসনের মধ্যে ৬৮টিতে মনোনয়ন তুলেছে টিএমসিপি। এসএফআই কোনও আসনে মনোনয়নপত্র না তোলায় কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র সংসদ দখল করেছে টিএমসিপি। মহকুমাশাসকের কাছে মনোনয়ন তুলতে বাধা দেওয়ার ব্যাপারে তাঁরা অভিযোগ করেছেন বলে জানান এসএফআইয়ের জেলা সভাপতি সিদ্ধার্থ বসু। তৃণমূলের জেলা সভাপতি অশোক রুদ্র বলেন, “নিজেরা প্রার্থী দিতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে এসএফআই।”
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী দুর্গাপুরের এই কলেজে আগামী ৭ মার্চ নির্বাচন হওয়ার কথা। বৃহস্পতিবার ছিল মনোনয়ন তোলার দিন। দেওয়ানদিঘিতে দলীয় দুই নেতা খুনের প্রতিবাদে এ দিন সিপিএম বন্ধ ডাকায় মনোনয়ন তোলার দিন পরিবর্তনের দাবি জানায় এসএফআই। কিন্তু প্রশাসন তা মানেনি। এ দিন নির্ধারিত সময়ে শুরু হয় মনোনয়ন তোলার প্রক্রিয়া। টিএমসিপি প্রার্থীরা একে একে মনোনয়ন তুলতে থাকেন। এসএফআই কর্মীদের অভিযোগ, তাঁরা কলেজে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয় তাঁদের। পুলিশ পৌঁছলেও অশান্তি এড়াতে তাঁরা মনোনয়ন তোলা থেকে বিরত থাকেন বলে দাবি এসএফআই নেতা-কর্মীদের। এসএফআইয়ের জেলা সভাপতি, এই কলেজেরই প্রাক্তন ছাত্র সিদ্ধার্থবাবু বলেন, “রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়। প্রতিবাদ করলে সংঘর্ষের পরিস্থিতি হতে পারে ভেবে আমরা সরে দাঁড়াই।” তিনি জানান, মনোনয়ন তোলার দিনে বন্ধ পড়ে যাওয়ায় অনেকেই কলেজে আসতে পারেননি। ফের যাতে মনোনয়ন তোলার ব্যবস্থা করা হয় সে ব্যাপারে মহকুমাশাসকের কাছে আর্জি জানানো হয়েছে। মহকুমাশাসক আয়েষা রানি এ বলেন, “অভিযোগপত্র এখনও আমার হাতে আসেনি। তা দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ দিকে, টিএমসিপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন এই কলেজে আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছিল এসএফআই। টিএমসিপি-র জেলা সভাপতি অশোকবাবু বলেন, “রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে পরিস্থিতি বদলেছে। এসএফআই এখন প্রার্থী খুঁজে না পেয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।” তিনি জানান, বন্ধের জন্য তাঁদের সংগঠনের সমর্থকেরা অনেকেই কলেজে আসতে পারেননি। তাই তাঁরা সব আসনে মনোনয়ন তুলতে পারেননি। অশোকবাবু বলেন, “একমাত্র রানিগঞ্জ গার্লস কলেজ ছাড়া জেলার সব কলেজের ছাত্র সংসদ নির্বাচনেই আমাদের প্রার্থীরা জয়ী হয়েছেন।” |