আসানসোলের প্রোমোটার রামলক্ষ্মণ যাদব ও তাঁর দুই সঙ্গী খুনের ঘটনায় জড়িত আরও তিন জনকে বারাণসি থেকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান চন্দ্রশেখর বর্ধন বলেন, “ধৃতদের আমরা টিআই প্যারেডে আনার জন্য বিচারকের কাছে আবেদন করেছি।” পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইরফান আনসারি ওরফে বাবলু, উত্তর প্রদেশের জোনপুর জেলার আনসারি মহল্লার বাসিন্দা সে। পুলিশ জেনেছে, এই ব্যক্তি গুজরাটের সুরাটে একটি অপরাধের সঙ্গে জড়িত ছিল। দ্বিতীয় জন রাজেশকুমার শ্রীবাস্তব মহারাষ্ট্রের নাগপুরের গিট্টিখাদান এলাকার বাসিন্দা। তৃতীয় জন মহম্মদ আলি উত্তর প্রদেশের প্রতাপগড় অঞ্চলের কুন্ডার বাসিন্দা। চন্দ্রশেখরবাবু দাবি করেছেন, জেরার মুখে ধৃতেরা ওই খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় পুলিশ মোট ৬ জনকে ধরতে পেরেছে। আগেই তিন জনের জামিন মঞ্জুর হয়ে গিয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল একাদশ শ্রেণীর এক ছাত্রের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার কেন্দা ফাঁড়ির অদূরে ঘটনাটি ঘটে। মৃতের নাম উপেন্দ্র কুমার মাহাতো (১৭)। বাড়ি ইস্ট কেন্দা দুর্গামন্দিরের কাছে। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ সে ও তার এক বন্ধু মোটরবাইকে করে বাড়ি ফিরছিল। কেন্দা ফাঁড়ির কাছেই রাস্তা সম্প্রসারণের কাজ চলছিল। সেখানে প্রায় ১২ ফুট গভীর গর্তে পড়ে যায় বাইকটি। ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়। তার বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশে ওই গর্তটি খোলা থাকাতেই দুর্ঘটনাটি ঘটেছে।
|
মধুসূদনপুরের ৭ নম্বর কোলিয়ারি এলাকায় ধসের জেরে বেশ কিছুটা গর্তের সৃষ্টি হয়েছে। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, ভূগর্ভের ২০-র ২১ চ্যানেলের উপরিভাগে এই ধসের ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ইসিএল। কেন এই ঘটনা ঘটেছে, তাও খতিয়ে দেখছে তারা। শ্রমিক সংগঠনগুলি দাবি, ভূগর্ভে ভুল পদ্ধতিতে কয়লা কাটায় এমন ঘটনা।
|
ট্রেনের ধাক্কায় পানাগড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম তারাদেবী (৪০)। অসাবধানে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠায়।
|
জামুড়িয়া বাজার এলাকায় একটি বাড়িতে লুঠপাট চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গৃহকর্তা হরিকর রবিদাস পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, আট দিন তাঁরা বাড়ির বাইরে ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁরা জানতে পারেন, দরজা ভেঙে সর্বস্ব নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
দুর্গাপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল রঘুনাথপুর সম্মিলনী। তারা রঘুনাথপুর মাঠের খেলায় এ দিন ৪ নম্বর ওয়ার্ডকে ৬ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে সম্মিলনী ১৩৫ রান তোলে। জবাবে ৪ নম্বর ওয়ার্ড ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। |