রাজ্য সরকারের শিক্ষা দফতরের পরিচালনায় বুধবার ইন্টার কলেজ অ্যাথলেট মিট ও ফুটবল প্রতিযোগিতা শুরু হল ময়নাগুড়ি কলেজে। এ দিন ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনারায়ণ ভট্টাচার্য। প্রতিযোগিতা চলবে শুক্রবার পর্যন্ত। ময়নাগুড়ি কলেজের অধ্যক্ষ দেবকুমার মুখোপাধ্যায় বলেন, “উত্তরবঙ্গের ১৪টি কলেজের ১১৩ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।” শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, “উত্তরবঙ্গে ময়নাগুড়ি কলেজ বিভিন্ন দিক থেকে অনেকটাই এগিয়ে। যেখানে যাই ওই কলেজের পড়ুয়া ও শিক্ষকদের ভাবনার কথা তুলে ধরি।”
|
ধারাল অস্ত্র নিয়ে ২ দুষ্কৃতী হামলা চালাল একটি বাড়িতে। বুধবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার খালপাড়া এলাকায়। ওই ঘটনায় বাড়ির পরিচারিকা মালতী রায় সামান্য জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পবন অগ্রবালের বাড়িতে ওই ঘটনা ঘটে। ঘটনার সময় পবনবাবু বাড়িতে ছিলেন না। পরিবারের অন্য সদস্যরা বাড়িতেই ছিলেন। ওই ২ দুষ্কৃতী বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দেখিয়ে টাকার দাবি করে। ভয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়। ২ দুষ্কৃতী পালিয়ে যায়। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, ‘‘২ মদ্যপ ওই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”
|
স্কুল পড়ুয়াদের পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য স্টেট ব্যাঙ্কের জলপাইগুড়ি প্রধান শাখার তরফে বুধবার জলপাইগুড়ির শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে জল পরিশ্রুত করার যন্ত্র দেওয়া হয়েছে। এদিন সকালে ব্যাঙ্কের তরফে সদর বালিকা বিদ্যালয়ের প্রাথমিক শাখার কর্তৃপক্ষের হাতে যন্ত্রটি তুলে দেওয়া হয়। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে জলবাহিত রোগে কমবয়সীরা বেশি আক্রান্ত হয়। সেই কারনেই এই উদ্যোগ। ব্যাঙ্কের চিফ ম্যানেজার মানসী জেনা জানিয়েছেন, এতে স্কুলের প্রায় সাড়ে ৪৫০ ছাত্রী পরিশ্রুত পানীয় জল খেতে পারবে।
|
আগুনে পুড়ে ছাই হল ছয়টি দোকান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে। দমকলের চারটি ইঞ্জিন ওই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে। |