টুকরো খবর |
মিড-ডে’র চাল বিক্রির নালিশ
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
মিড-ডে মিলের চাল গোপনে বিক্রি করার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার এই অভিযোগ তুলে অভিভাবকেরা ডোমকলের রানিনগর হাইস্কুলে তালা ঝুলিয়ে শিক্ষকদের আটকে রাখেন প্রায় ঘণ্টা তিনেক। পরে ঘটনাস্থলে পুলিশ ও যুগ্ম বিডিও সৌমেন মণ্ডল গিয়ে অবস্থা সামাল দেন। প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার আলোচনায় বসা হবে বলে জানান যুগ্ম বিডিও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্কুলের কাছে একটি বাড়িতে প্রায় ২২ বস্তা চাল ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। বিষয়টি এলাকার মানুষ জানতে পেরে ওই বাড়িতে চড়াও হয়ে পুলিশে খবর দেয়। স্থানীয় বাসিন্দা আক্তারুল ইসলাম বলেন, “মন্টু সেখের বাড়িতে ৫ টাকা দরে স্কুলের চাল বিক্রি হচ্ছে শুনে সেখানে যাই। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ওই চাল আটক করে।” পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে চাল আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। যুগ্ম বিডিও সৌমেন মণ্ডল বলেন, “চাল বিক্রির অভিযোগে স্কুলে শিক্ষকদের আটকে রেখে ছিল স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’ |
জমে উঠছে নবাব কাপ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
|
নবগ্রামে বাংলাদেশ বনাম বিএসএফের ভলিবল। নিজস্ব চিত্র। |
লালবাগে অনুষ্ঠিত নবাব কাপ ফুটবল প্রতিযোগিতায় বুধবার বিএস পার্ক বৈদ্যবাটি ৫-০ গোলে মেমারি ফুটবল একাডেমিকে পরাজিত করে। এদিন মেমারি ফুটবল একাডেমি ভাল ফুটবল খেলতে শুরু করেছিল। কিন্তু গোল করতে ব্যর্থ হয়। বরং পরিকল্পনা করে খেলে বিএস পার্ক বৈদ্যবাটি ৫টি গোল করেছে। মুর্শিদাবাদের নবাব বাহাদুর ওয়াসিফ আলি মির্জার স্মৃতি বিজড়িত ওই প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে লালবাগে। লালবাগ বান্ধব সমিতির পরিচালনায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে ওই ফুটবল প্রতিযোগিতা চলছে। ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের ৮টি ফুটবল দল। |
মাকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মাথায় বাঁশের বাড়ি মেরে মাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শাম্তিপুরের বোয়ালিয়া গ্রামের এই ঘটনায় নিহতের নাম রমণী মণ্ডল (৬০)। ছেলে অভিযুক্ত দীপক মণ্ডল পলাতক। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে দীপক মণ্ডলের মেয়ে স্কুলে না যেতে চাওয়ায় তাকে বকাবকি করেন ঠাকুমা রমণী দেবী। ছেলেকেও বকেন তিনি। তখনই কথা কাটাকাটি শুরু হলে বাড়ির উঠোনে পড়ে থাকা বাঁশ নিয়ে মায়ের মাথায় আঘাত করেন দীপক। বাড়িতেই মারা যান রমণী দেবী। |
ছাত্রীকে হুমকি, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলেজের এসএফআই সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ের। অভিযোগকারী অর্পিতা পালের অভিযোগ, “আমি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম বলেই আমাকে হুমকি দেওয়া হল।” তবে এসএফআই এর জেলা সম্পাদক কৌশিক দত্ত জানিয়েছেন, পুরোটাই বানানো অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
বাংলাদেশি ধৃত হাঁসখালিতে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত পার হওয়ার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ধৃতের নাম বিমল বিশ্বাস। বাড়ি বাংলাদেশের চাঁদপুর গ্রামে। বুধবার সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য হাঁসখালি-ফতেপুর সীমান্ত পার হওয়ার সময় জওয়ানরা তাঁকে ধরে ফেলে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। |
প্রাথমিক শিক্ষা সমিতির সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির উদ্যোগে রবিবার নদিয়ার পায়রাডাঙায় রানাঘাট-২ চক্রের সম্মেলন ছিল। উপস্থিত ছিলেন বিধায়ক আবীররঞ্জন বিশ্বাস, পার্থসারথি চট্টোপাধ্যায়, পায়রাডাঙা পঞ্চায়েত প্রধান দীপক বসু, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল, স্বপন বন্দোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিমাইবাবু বলেন, “শিক্ষার অধিকার আইনের বেশ কিছু বিষয় নিয়ে আমাদের আপত্তি রয়েছে। সেগুলির প্রতিবাদ জানাতে আগামী ১৬ মার্চ দিল্লি যাওয়া হবে।” |
সাহসিকতার পুরস্কার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রাজ্য সরকারের যুব কল্যাণ দফতর ও রানাঘাট-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিবেক মেলার শেষ দিনে দীপা দাসের হাতে দশ হাজার টাকার পুরস্কার তুলে দিলেন রানাঘাট-১ এর বিডিও দিব্যেন্দুশেখর দাস এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ। তাহেরপুরের কৃষ্ণপুর চক গ্রামের নবম শ্রেণীর দীপা বাড়ির লোকেদের দেখা পাত্রকে বিয়ে না করে পড়াশোনা করতে চেয়ে শিক্ষকের সাহায্য নিয়েছিল।” |
ভাষা দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার চাকদহের শিমুরালিতে মাতৃভাষা দিবস উদযাপন মঞ্চের উদ্যোগে একটি অনুষ্ঠান হয়। শিক্ষাবিদ, পড়ুয়া -সহ বিভিন্ন স্তরের মানুষ যোগ দেন। প্রভাতফেরি ছাড়াও, শ্রুতিনাটক, মূকাভিনয় ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। |
অস্ত্র-সহ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
একটি বন্দুক ও দু’রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে লাল্টু শেখ নামে এক ব্যক্তিকে। ডোমকলের কুতিয়ামোড়া গ্রাম থেকে উদ্ধার হয় ওই অস্ত্র। ধৃতের বাড়িও সেখানে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান চালিয়েছে তারা। |
|