‘স্বচ্ছ ভাবমূর্তি’র উপরে জোর তৃণমূল নেতৃত্বের |
আগামী পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে মহকুমা-ভিত্তিক কর্মী সম্মেলন শুরু করেছে শাসক তৃণমূল। বুধবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের ধনেশ্বরপুর মৌজায় অনুষ্ঠিত হল তৃণমূলের খড়্গপুর মহকুমা সম্মেলন। সম্মেলনে দলীয় কর্মীদের ‘স্বচ্ছ ভাবমূর্তি’র উপরেই সবচেয়ে বেশি জোর দিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী। তিনিই দলের তরফে এই জেলায় পঞ্চায়েত ভোটের প্রস্তুতির ভারপ্রাপ্ত। ‘অস্বচ্ছ ভাবমূর্তি’ এবং ‘অভিযুক্ত’ কর্মীদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে বলে এ দিন হুঁশিয়ারি দেন সুব্রতবাবু। স্থানীয়স্তরে দলের দ্বন্দ্ব এবং দলের একাংশের কাজকর্ম নিয়ে ওঠা অভিযোগের প্রতি রাজ্য নেতৃত্ব নজর রাখছেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, বিভিন্ন এলাকায় তৃণমূলের পুরনো কর্মীদের সঙ্গে সদ্য দলে যোগ দেওয়া লোকজনের বিরোধ চলছে। একাংশ কর্মী (‘নব্য’) তলে তলে সিপিএমের সঙ্গে যোগাযোগ রেখে চলছে বলেও দলের ভিতরে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে এই মহকুমায় সাধারণের উপরে নানা ভাবে জুলুম, জরিমানা আদায়েরও অভিযোগও রয়েছে শাসকদলের কর্মীদের একাংশের বিরুদ্ধে। এই প্রেক্ষিতেই সুব্রতবাবুর মন্তব্য বলে মনে করা হচ্ছে। সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় ছাড়াও মৃগেন মাইতি, অজিত ভুঁইয়ার মতো নেতারা। সুব্রতবাবু দলীয় কর্মী, জনপ্রতিনিধিদের জনসংযোগ বাড়ানোর উপরেও জোর দেন। কারও ‘স্তাবকতা’ নয়, দলের প্রতি একনিষ্ঠতাই কর্মীদের প্রধান গুণ হিসাবে বিবেচিত হবে বলেও স্পষ্ট করে দেন তিনি।
|
বিদ্যুৎ পরিষেবা সচল রাখার দাবি |
বুধবার থেকে মাদ্রাসা পরীক্ষা শুরু হয়েছে। কাল, শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই সময় যাতে বিদ্যুৎ পরিষেবা সচল থাকে, সেই দাবি জানাল এসএফআই। মঙ্গলবার সংগঠনের কর্মীরা বিদ্যুৎ দফতরের মেদিনীপুর জোনাল ম্যানেজারের কাছে গিয়ে এই দাবিতে এক স্মারকলিপিও দেন। এসএফআইয়ের মেদিনীপুর শহর জোনাল কমিটির সম্পাদক অসিত লৌহ বলেন, “এই সময় লোডশেডিং হলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়বে। সে জন্যই বিদ্যুৎ পরিষেবা সচল রাখার দাবি জানিয়েছি।”
|
খড়্গপুরের প্রেমবাজার দুর্গামণ্ডপে ‘পাঁচিল পাঁচালি’ সাহিত্যগোষ্ঠীর আয়োজনে মঙ্গলবার বিকেলে একুশে ফেব্রুয়ারির ভাষা শহিদদের স্মরণে এক অনুষ্ঠান হল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দেওয়াল পত্রিকা ‘পাঁচিল পাঁচালি’ও প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন তপন তরফদার, তুষার কাঞ্জিলাল প্রমুখ।
|
যুবকল্যাণ বিভাগের উদ্যোগে ও আর্থিক সহায়তায় বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষে জেলার অন্যান্য ব্লক ও পুর-এলাকার মতোই চন্দ্রকোনার রামজীবনপুর ও চন্দ্রকোনাতেও অনুষ্ঠিত হল বিবেক মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও সেমিনার এবং বিবেকানন্দের ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
|
বুধবার থেকে মাদ্রাসা পরীক্ষা শুরু হয়েছে। কাল, শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই সময় যাতে বিদ্যুৎ পরিষেবা সচল থাকে, সেই দাবি জানাল এসএফআই। মঙ্গলবার সংগঠনের কর্মীরা বিদ্যুৎ দফতরের মেদিনীপুর জোনাল ম্যানেজারের কাছে গিয়ে এই দাবিতে স্মারকলিপিও দেন। এসএফআইয়ের মেদিনীপুর শহর জোনাল কমিটির সম্পাদক অসিত লৌহ বলেন, “এই সময় লোডশেডিং হলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়বে। তাই বিদ্যুৎ পরিষেবা সচল রাখার দাবি জানিয়েছি।” |