অবরোধ, বিক্ষোভে আবার ভোগান্তি |
দফায় দফায় অবরোধ, বিক্ষোভ। যার জেরে বুধবার তীব্র যানজটে অবরুদ্ধ হল হাওড়া শহর। সঙ্গে ভুগল কলকাতাও। নাজেহাল হলেন অসংখ্য সাধারণ মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে কৃষকদের ‘আত্মহত্যা’র প্রতিবাদে কয়েকশো বিজেপি সমর্থক বেলা দেড়টা নাগাদ হাওড়া সেতু অবরোধ করেন। সেতুর মুখে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এ দিন ওই একই কারণে দুপুর ১টা নাগাদ কেষ্টপুর মোড়ে ভিআইপি রোডও অবরোধ করে বিজেপি। হাওড়া সেতুতে আধ ঘণ্টা অবরোধের জেরে কলকাতা ও হাওড়ার দিকে তীব্র যানজট হয়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়। এই যানজটের রেশ না কাটতেই ফের আধ ঘণ্টার অবরোধে মধ্য হাওড়ায় তীব্র যানজট তৈরি হয়। পিটিটিআই-ছাত্রেরা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের প্যানেল প্রকাশের দাবিতে হাওড়া ময়দানের কাছে বঙ্গবাসী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ অবরোধকারীদের হটানোর ঘণ্টা দুই পরে রাস্তায় যান চলাচল ফের স্বাভাবিক হয়। হাওড়া সেতুতে অবরোধের পরে এ দিন ভিআইপি রোড অবরোধ করেন বিজেপি-সমর্থকেরা। কৃষকদের ‘আত্মহত্যা’র প্রতিবাদের সঙ্গেই তাঁদের দাবি, কেষ্টপুরের বেহাল রাস্তা সারাতে হবে অবিলম্বে। প্রায় আধ ঘণ্টা ভিআইপি রোড অবরোধ করে রাখেন তাঁরা। ফলে যানজটে আটকে পড়েন বহু মানুষ। রোগী নিয়ে থেমে যায় অ্যাম্বুল্যান্সও। বিমানবন্দরগামী যাত্রীরাও প্রবল অসুবিধায় পড়েন।
|
পুলিশ পরিচয়ে এক বৃদ্ধার গয়না নিয়ে পালাল তিন যুবক। বুধবার রাতে, বিধাননগরের এ ই ব্লকে। দীপ্তি সান্যাল নামে ওই বৃদ্ধা জানান, ব্যাঙ্কে গিয়েছিলেন তিনি। বাড়ির কাছেই দুই অপরিচিত যুবক ঘিরে ধরে তাঁকে। পরে আসে আরও এক জন। দীপ্তিদেবী বলেন, “আমাকে বলল, মাসিমা, আজ ছিনতাই হয়েছে। আপনি গয়না খুলে নিন। আমি বললাম, সামনেই আমার বাড়ি। তখন ওরা পুলিশ বলে পরিচয় দিল। আমার হাতে ছিল সাড়ে তিন ভরির দু’টি চুড়ি। খুলতে গেলে হাতে লাগবে। ওঁরা তেল বার করে আমার হাতে মাখিয়ে চুড়ি বার করে। চুড়ি দু’টি আমার আঁচলে ভরে গিট বেঁধে দেয়। তার পরে আমাকে প্রণাম করে চলে যায়। বাড়ি ফিরে আঁচল খুলে দেখি, দু’টি প্লাস্টিকের চুড়ি।” বৃদ্ধার পরিবারের তরফে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই পদ্ধতিতে সম্প্রতি কেপমারির অভিযোগ এসেছে শ্যামপুকুর, লেকটাউন ও বিধাননগর দক্ষিণ থানা এলাকায়। কোনও ঘটনারই কিনারা হয়নি।
|
রাজাবাজারে সিটিসি-র বাস ডিপোয় গোলমাল, চুরি ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অপরাধে মঙ্গলবার ও বুধবার মিলিয়ে আরও ২১ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার, ঘটনার রাতেই ছ’জন গ্রেফতার হয়েছিল। রাজাবাজার ডিপোয় গোলমালের খবর পেয়ে কয়েক জন চালক সংস্থার অন্য ডিপোতে গাড়ি রেখেছিলেন। তাই বেশ কিছু বাস রক্ষা পেয়েছে। সিটিসি কর্তৃপক্ষ জানান, সেই বাসগুলিই এ দিন চলেছে।
|
সিপিএমের এক সমর্থককে মারধর করেছে তৃণমূল, এই অভিযোগে বুধবার পাটুলি থানা ঘেরাও করে স্মারকলিপি দিল সিপিএম। মঙ্গলবার পাটুলিতে রাণা চৌধুরী নামে এক দলীয় কর্মীকে মারা হয় বলে পুলিশে অভিযোগ করেছে সিপিএম। রাণাবাবু হাসপাতালে। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “রবিবার ব্রিগেডে গিয়েছিলেন রাণা। তাই তাঁকে মারা হয়েছে।” যাদবপুরের বিধায়ক তথা বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত বলেন, “ঘটনাটি শুনেছি। ওই ঘটনায় দু’জন তৃণমূল সমর্থকও আক্রান্ত হয়েছেন বলে শোনা গিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”
|