বিমান জ্বালানি আমদানিতে আনুষ্ঠানিক সায় |
অবশেষে ভারতীয় বিমান সংস্থাগুলিকে সরাসরি জ্বালানি আমদানির আনুষ্ঠানিক অনুমতি দিল কেন্দ্র। বুধবার এক বিজ্ঞপ্তিতে তারা এ কথা জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে দাবি, এর জেরে বিমান সংস্থাগুলির সাশ্রয় হবে। ভারতে অন্যান্য রাষ্ট্রের তুলনায় এই জ্বালানির দাম ৫০% বেশি।
|
ভারতে বন্ধ হচ্ছে এটিসালাত মোবাইল |
পাততাড়ি গোটাচ্ছে মোবাইল পরিষেবা সংস্থা এটিসালাত ইন্ডিয়া। টু-জি কেলেঙ্কারির জেরে সংযুক্ত আরব আমিরশাহির সংস্থাটির এই ভারতীয় শাখার ১৫টি লাইসেন্স সম্প্রতি বাতিল করে সুপ্রিম কোর্ট।
|
সপ্তাহের প্রথম দু’দিনের লেনদেনে ২৭৫ পয়েন্ট বাড়লেও বুধবার পড়ল সেনসেক্স। দিনের শেষে মুম্বই বাজারের এই সূচক ২৮৩ পয়েন্ট পড়ে বন্ধ হয় ১৮,১৪৫ অঙ্কে। বাজার সূত্রের খবর, সাবধানী লগ্নিকারীরা বাজার বাড়ার সঙ্গে সঙ্গেই মুনাফা ঘরে তুলে নেওয়ার লক্ষ্যে শেয়ার বিক্রি করতে শুরু করেন।
|
শ্রমিক বিক্ষোভে চেন্নাইয়ের অম্বাত্তুর কারখানায় বুধবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দিয়েছে ডানলপ। এই সময়ে বেতন বন্ধ থাকছে। |