ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির দাবি |
শ্রমদফতরে অসংগঠিত শ্রমিকদের হয়রানি হচ্ছে-এই অভিযোগ-সহ কয়েক দফা দাবি জানিয়ে রামপুরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি মঙ্গলবার রামপুরহাট মহকুমা সহকারী শ্রম মহাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিল। সংগঠনের সভাপতি অভিজিৎ মনির অভিযোগ, “সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করলেও শ্রমিকরা সেই বিষয়ে ওয়াকিবহাল নয়। এ জন্য সংশ্লিষ্ট দফতরই দায়ী।” তাঁর দাবি, সরকারি প্রকল্পগুলি নিয়ে গ্রামে গ্রামে প্রচার করা উচিত। এই দাবি ছাড়াও, অসংগঠিত শ্রমিকদের প্রাপ্য টাকা যথাসময়ে মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। মহকুমা সহকারী শ্রম মহাধ্যক্ষ কালীদাস দত্ত বলেন, “অসংগঠিত শ্রমিকদের হয়রানির অভিযোগ ভিত্তিহীন। তবে এলাকায় এলাকায় ক্যাম্প করার চিন্তা-ভাবনা করা হয়েছে।”
|
মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু |
মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার হেতমপুর পেট্রোল পাম্পের কাছে, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। মৃতের নাম নরেন্দ্রনাথ ঘোষ (৪৬)। বাড়ি খয়রাশোলের পলাশবুনি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় তিনি আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে পাম্পে তেল নিতে ঢুকছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা মিনি ট্রাকটি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান নরেন্দ্রবাবু। এই দুর্ঘটনার জন্য ওই রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ ট্রাকটিকে আটক করছে।
|
এক বধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাতে খয়রাশোলের রসিদপুর বাউরিপাড়া এলাকা থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম দীপালি বাউড়ি (৩০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বধূর মৃত্যুর খবর পুলিশকে না জানিয়ে দেহটি দাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন মৃতার শ্বশুরবাড়ির লোকজনেরা। কিন্তু স্থানীয় সূত্রে খবর পাওয়ার পর পুলিশ দেহটি প্রথমে খয়রাশোল থানায় নিয়ে আসে। তারপর দেহটি সিউড়ি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
|
৫০টি পরিবারের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ২টি নলকূপ। একটি বিকল হয়ে পড়ে রয়েছে। অন্যটি থেকে যে জল বের হয় তা খাওয়ারও অযোগ্য। এমনটাই অভিযোগ ময়ূরেশ্বরের রসিদপুর বাগানপাড়ার বাসিন্দাদের। এই অবস্থায় পাশের পাড়া থেকে অনেক কাঠখড় পেরিয়ে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে তাঁদের। পানীয় জলের সঙ্কট তাঁদের চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। স্থানীয় বাসিন্দা সামসুদ্দিন সেখ, সুখচাঁদ সেখদের দাবি, “প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি।” এ দিকে ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও বাবুলাল মাহাতো বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
|
আত্মঘাতী চাষিদের পরিবারকে ও প্রান্তিক চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বুধবার বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় বিজেপি পথ অবরোধ করে। বিজেপি-র জেলা সহ সভাপতি জীবন চক্রবর্তী বলেন, “আত্মঘাতী চাষিদের পরিবারকে ও প্রান্তিক চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে।”
|
পঞ্চায়েত অফিসের নথিপত্র নষ্ট করার অভিযোগ উঠল সিপিএমের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই মর্মে বুধবার পুরুলিয়ার কেন্দা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইন্দ্র নারায়ণ বাউরি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। |