ঢাকুরিয়ার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডের মামলায় ঘনঘন শুনানির তারিখ দেওয়ায় চার্জশিট তৈরিতে সমস্যা হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছে। সরকার পক্ষ আবেদন জানায়, আর যেন এত ঘনঘন শুনানির দিন ফেলা না-হয়। দু’টি শুনানির দিনের মধ্যে ব্যবধান বাড়ানো হোক।
সোমবার আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে ওই মামলা চলাকালীন সরকারি আইনজীবী শক্তি ভট্টাচার্য বলেন, এই ঘটনায় চার্জশিট জমা দেওয়ার সময় এগিয়ে এসেছে। শুনানির জন্য ঘনঘন আদালতে কেস ডায়েরি নিয়ে আসতে হয়। তাতে চার্জশিট লেখার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। সেই কারণে দু’টি শুনানির তারিখের মধ্যে ব্যবধান বাড়ানোর জন্য বিচারক চৌধুরী হেফাজত করিমের কাছে আবেদন জানান শক্তিবাবু। ওই হাসপাতালের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি হয়েছে। সেখানে তদন্ত শেষ করে ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করার কথা। আমরি হাসপাতালে আগুন লাগে ৮ ডিসেম্বর গভীর রাতে। তার পরে ইতিমধ্যেই ৭৪ দিন কেটে গিয়েছে।
এ দিন আমরি হাসপাতালের তিন কর্তা চিকিৎসক প্রণব দাশগুপ্ত, হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিনিস্ট্রেশন) পৃথা বন্দ্যোপাধ্যায় এবং নাইট অ্যাডমিনিস্ট্রেটর সাজিদ হোসেনকে জেল-হাজত থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। আলিপুরের জেলা ও দায়রা আদালতে আগেই প্রণববাবুর জামিনের আবেদন করা হয়েছে। তাই এ দিন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর আইনজীবী আর ওই আর্জি জানাননি। তবে পৃথা বন্দ্যোপাধ্যায় এবং সাজিদ হোসেনের তরফে জামিনের আবেদন জানানো হয়। তাঁদের আইনজীবী জানান, পুলিশি হাজতে থাকাকালীন তাঁর মক্কেলদের জেরা করে অনেক নথিপত্র উদ্ধার হয়েছে বলে তদন্তকারীরা দাবি করেছেন। তা হলে তাঁদের বিনা কারণে এখনও আটকে রাখার আর্জি জানানো হচ্ছে কেন?
জামিনের আবেদনের বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারক তিন আমরি-কর্তাকে ৫ মার্চ পর্যন্ত জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে প্রণববাবুর আইনজীবীর আর্জি মেনে ২৭ ফেব্রুয়ারি ওই চিকিৎসকের জামিনের আবেদনের শুনানির জন্য একটি তারিখ দেওয়া হয়।
জেল হাসপাতালে চিকিৎসাধীন আমরির অন্যতম ডিরেক্টর দয়ানন্দ অগ্রবালের শারীরিক পরিস্থিতি নিয়ে এ দিনই আদালতে একটি মেডিক্যাল রিপোর্ট পেশ করা হয়েছে। তাঁর আইনজীবী বিচারককে জানান, চিকিৎসকদের ওই রিপোর্ট অনুযায়ী অসুস্থতার জেরে যে-কোনও সময়েই দয়ানন্দের মৃত্যুর আশঙ্কা আছে। তাই অবিলম্বে তাঁর মক্কেলের যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। দয়ানন্দের ঠিকঠাক চিকিৎসার ব্যাপারে জেল-কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান তাঁর আইনজীবী। |