রেল কথা রাখেনি |
ফের আসছে রেল বাজেট। গত কয়েক বছরে এ রাজ্যের জন্য ঘোষিত
রেল প্রকল্পগুলো এখন কী অবস্থায় আছে খোঁজ নিচ্ছে আনন্দবাজার।
|
প্রকল্প: বাঁকুড়া দামোদর রিভার প্রকল্পে ছাতনা-মুকুটমণিপুর রেলপথ। |
দৈর্ঘ্য: ৫৬ কিলোমিটার। |
ঘোষণা: ২০০৭। করেছিলেন লালুপ্রসাদ যাদব। |
বরাদ্দ ধরা হয়েছিল: ১৪৫ কোটি। |
|
হয়েছে: ২০০৮-এ বিডিআর প্রকল্পে ৪০ কোটি বরাদ্দ। তার একাংশ ছিল এই প্রকল্পে। |
শেষ হওয়ার কথা: ২০১৪। |
নির্ধারিত সময়ে হবে কি: না। |
রেল বলছে: জমি অধিগ্রহণের কাজই শেষ হয়নি। ছাতনা থেকে কেঞ্জাকুড়ার পাশ দিয়ে তালপাথর পর্যন্ত এবং ভেদুয়াশোল থেকে হাতিরামপুর পর্যন্ত জমি অধিগ্রহণ হয়েছে। বাকি জমির জরিপ হয়েছে। |
তথ্য: দেবব্রত দাস |
|