টুকরো খবর |
নজরদারির টাকা না মেলায় ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মুক্ত ও দূরশিক্ষার পরীক্ষায় পরীক্ষার্থীদের নজর রাখার দায়িত্ব ছিল তাঁদের। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্নও হয়েছে। কিন্তু বকেয়া টাকা পাননি সেই নজরদারেরা। এ কারণেই ক্ষোভের সঞ্চার হয়েছে রানাঘাট কলেজের অশিক্ষক কর্মীদের মধ্যে। এমনকি তাঁরা কলেজ কর্তৃপক্ষকে ডেপুটেশন দিয়ে জানিয়েছেন, অবিলম্বে টাকা না পেলে আর তাঁরা কোন পরীক্ষায় টহল দেবেন না। রানাঘাট কলেজের টিচার ইনচার্জ ধৃতিকণা বিশ্বাস বলেন, “এখানকার কর্মচারীরা দীর্ঘদিন চেষ্টা করেও টাকাটা পাচ্ছেন না। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা করতে পারিনি। কর্মচারীরা আর পরীক্ষার সময় টহল দেবে না বলে জানিয়ে দেওয়ায় সমস্যা আরও জটিল হয়েছে।” কর্মচারীদের সংগঠন কলেজ কর্মচারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রতি শনি ও রবিবার কলেজে মুক্ত ও দূরশিক্ষার এমএ পরীক্ষা হয়েছিল। ছুটির দিন হওয়া সত্ত্বেও ৬২ জন কর্মচারী পরীক্ষাকেন্দ্রে টহল দিয়েছেন। কিন্তু প্রাপ্য টাকা আজও তাঁরা পাননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোক কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই বিলগুলো কলেজের অধ্যক্ষ বা টিচার ইনচার্জকে পাঠানো হয়। টাকাটা মুক্ত ও দূরশিক্ষা অধিকরণ দেবে।” মুক্ত ও দূরশিক্ষা অধিকর্তা জুরানকৃষ্ণ সরখেল বলেন, “টাকাটা আমরাই দেব। তবে সেটা পরীক্ষা সমূহ নিয়ামকের মাধ্যমে। পরীক্ষা সমূহের নিয়ামক বিমলেন্দু বিশ্বাস বলেন, “মুর্শিদাবাদের একটি কলেজ বিল পাঠাতে দেরি করায় একটা সমস্যা হয়েছে। খুব শীঘ্রই চেক পাঠানো হবে।”
|
দেহ শনাক্ত
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
কল্যাণী ও কাঁচড়াপাড়া রেল স্টেশনের মাঝখান থেকে রবিবার উদ্ধার হয়েছিল এক যুবক ও এক তরুণীর দেহ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম আরজ শেখ (২৫), বাড়ি বীরভূমের নানুরের চণ্ডীপুর গ্রামে। সোমবার তাঁর বাড়ির লোকেরা এসে দেহ শনাক্ত করেন। রবিবার সকালে রেল পুলিশ ওই দেহ দু’টি উদ্ধার করেছিল। রানাঘাট জিআরপির আইসি সুভাষ রায় বলেন, “ছেলেটির বাড়ির লোকেরা এসে দেহ শনাক্ত করেছে। কিন্তু মেয়েটির বিষয়ে কিছু বলতে পারেননি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরজ মোজাইকের কাজ করত। আরজের বাবা হেমাবত শেখ জানান, কয়েকদিন আগে হালিশহরে কাজ করতে এসেছিল সে। তারপর আর বাড়ি ফেরেনি। তবে মেয়েটির বিষয়ে কিছু বলতে পারেননি তাঁরা। এমনকী আরজের সঙ্গে কোনও মেয়ের সম্পর্ক ছিল কি না তাও জানেন না তাঁরা। মেয়েটির দেহ রানাঘাট হাসপাতালের মর্গে রয়েছে।
|
যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এক যুবকের ক্ষতবিক্ষত দেহ মিলল সুতি থানার বাহাগলপুরে ফিডার ক্যানেলের বাঁধের উপর। মৃতের নাম রবিকুল সেখ (৩৫)। সুতি থানার উমরাপুরে তাঁর বাড়ি হলেও ইদানীং তিনি তাঁর প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে থাকতেন সামশেরগঞ্জ থানার লস্করপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, দুই স্ত্রীর সঙ্গেই সম্পর্ক ছিল তার। রবিবার রাতে রবিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তার দ্বিতীয় স্ত্রী হামিদা বিবির ভাই। তারপর থেকেই বাড়ি ফেরেনি রবিকুল। সোমবার সকালে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় হামিদা বিবির বাড়ি থেকে কিছু দূরে ফিডার ক্যানেলের বাঁধের কাছে। ঘটনার পর থেকেই হামিদা বিবি ও তার ভাই-সহ গোটা পরিবার পলাতক। পুলিশ জানিয়েছে, মৃতদেহের শরীরে একাধিকবার কুপিয়ে মারার ক্ষত রয়েছে। রয়েছে বোমায় পুড়ে যাওয়ার দাগও। সোমবার ময়না তদন্ত হয়েছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেবে পুলিশ।”
|
তছরুপের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে অর্থ তছরুপ করার অভিযোগ উঠেছে সালার গ্রাম পঞ্চায়েতে। সোমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, মকবুল হাসান নামে ওই ব্যক্তি ২০১১ সালের মার্চ মাস পর্যন্ত সালার গ্রাম পঞ্চায়েতে সচিবের কাজ করতেন। সেই সময় ওই পঞ্চায়েতের গৃহনির্মাণ কর এর প্রায় ৮১ হাজার টাকা তছরুপ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি অডিট করতে গিয়ে ওই টাকার হিসেব না পেয়ে পঞ্চায়েত প্রধান রুনা লায়লাকে প্রশ্ন করে ব্লক প্রশাসন। তখনই জানা যায় মকবুল হাসান নকল রসিদ ছাপিয়ে ওই টাকা আত্মসাৎ করেছেন। প্রশাসন তদন্ত শুরু করলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়। কান্দিক মহকুমা শাসক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “প্রাথমিক তদন্তে প্রাক্তন ওই সচিব ৮১ হাজার টাকা তছরুপ করেছেন বলে জানা গিয়েছে। থানায় অভিযোগ করা হয়েছে।”
|
ইটভাটা মালিক নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন ইটভাটার এক মালিক। তাঁকে উদ্ধারের দাবিতে মহিষবাথানে প্রায় ঘন্টা তিনেক করিমপুর-কৃষ্ণনগর রাজ্যসড়ক অবরোধ করেন। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে ১৬ ফেব্রুয়ারি দুপুরে মুরুটিয়ার গন্ধরাজপুর এলাকার সুনীল ঘোষ নামে ওই ইটভাটার মালিক করিমপুরে আসেন। তারপর থেকে তিনি নিখোঁজ। করিমপুরের সিআই বিমল কুমার বিশ্বাস বলেন, ‘‘সুনীলবাবুর স্ত্রী ভারতীদেবী স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে ওই ব্যক্তির তিনটে ইটভাটা আছে। সম্প্রতি বাজারে বেশকিছু দেনাও হয়েছিল সুনীলবাবুর।’’
|
অস্ত্র-সহ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
অস্ত্রসহ সন্তু পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে চাকদহের ঝাউতলা এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে আগেও অসামাজিক কাজের অভিযোগ ছিল।
|
ধর্ষণের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ওই মহিলা বাধা দিলে তাঁকে মারধরের পাশাপাশি খুনের চেষ্টাও করা হয় বলেও শান্তিপুর থানায় অভিযোগ করা হয়েছে। আহত ওই মহিলাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বাড়ি শান্তিপুরের বেড় পাড়া। রবিবার সন্ধ্যায় প্রতিবেশী এক যুবকের সাইকেলে চেপে তিনি বাপের বাড়ি যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময়ে ওই যুবকই তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে।
|
বৃষ্টির জল পুনর্ব্যবহার প্রকল্প
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
বৃষ্টির জল ধরে রেখে পুনর্ব্যবহারের জন্য একটি প্রকল্প করছে কল্যাণী পুরসভা। সোমবার রাজ্য সরকারের পরিবেশ দফতর এবং কল্যাণী পুরসভার যৌথ উদ্যোগে চার লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পের উদ্বোধন করেন পুরপ্রধান প্রদীপকুমার সূর। তিনি বলেন, “বৃষ্টির সময় পুরসভার ছাদে যে জল পড়বে তা ধরে রাখা হবে। এতে দশ হাজার গ্যালন জল ধরবে। নানা কাজে ব্যবহার করা যাবে ওই জল। এটি একটি পাইলট প্রকল্প। এর মাধ্যমে স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী দিনে শহরে ফ্ল্যাট বাড়ি তৈরির ক্ষেত্রে এই ব্যবস্থা না থাকলে বাড়ি তৈরির অনুমতি দেওয়া হবে না।”
|
বিবেক মেলা শেষ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
রাজ্য যুব কল্যাণ দফতর ও রানাঘাট পুরসভার উদ্যোগে তিন দিনের বিবেক মেলা শেষ হল। বিবেকানন্দের জীবনী নিয়ে চিত্র প্রদর্শনী ও ক্যুইজ, ফুটবল প্রতিযোগিতা এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সাহসিকতার জন্য বিউটি সিংহ রায়, এবং যোগাসনের জন্য মূক ও বধির প্রতিযোগী মাধবী শেঠের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন পুরপ্রধান ও বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।
|
পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফরাক্কার লক গেট মেরামত-সহ এক দফা দাবিতে সোমবার সকালে রঘুনাথগঞ্জের ফুলতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস। ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ সিংহ বলেন, “ফরাক্কা ব্যারেজের এক শ্রেণির আমলার উদাসীনতার ফলেই লকগেট ভেঙেছে। ব্যারেজের লক গেটগুলির রক্ষণাবেক্ষণেও সে ভাবে উদ্যোগী হচ্ছে না ব্যারাজ কর্তৃপক্ষ।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
ট্রাকটরের ট্রলি থেকে পড়ে মৃত্যু হল নওসাদ শেখ (১৭) নামে এক খালাসির। বাড়ি জলঙ্গির সাহেবনগর গ্রামে। সোমবার সকালে জলঙ্গির সাগরপাড়ার রক্সি মোড়ে এই দুর্ঘটনা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইট বোঝাই করে ওই ট্রাকটরটি দ্রুত গতিতে সাহেবনগরের দিকে যাওয়ার সময় রাস্তার এক উঁচু জায়গায় পড়ে লাফিয়ে ওঠে। তখনই কালু পড়ে যায় চাকার তলায়। সাদিখারদেয়াড় গ্রামীণ হাসপাতাল থেকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করার সময় পথেই তাঁর মৃত্যু হয়।
|
অস্ত্র-সহ আটক
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ডোমকলের চক অম্বরপুর গ্রামে জমি নিয়ে দু’পক্ষের গণ্ডগোলের সময় কয়েকজনকে আটক পুলিশ। তাদেরই একজন আব্দুস সাত্তারের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। ডোমকলের এসডিপিও দেবর্ষী দত্ত বলেন, “গণ্ডগোলের খবরে পুলিশ কয়েকজনকে আটক করার সময় ওই ব্যক্তির কাছ থেকে গুলি পিস্তল মেলে। তাঁকে গ্রেফতার করা হয়েছে।”
|
বাস দুর্ঘটনায় আহত ৩০ |
কন্যাযাত্রী বোঝাই বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দিলে ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চাপড়া থানার গলায়দড়ি এলাকায় করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কের উপরে। পুলিশ জানিয়েছে, ধুবুলিয়ার চুয়াখালির বাসিন্দা অসিত ঘোষের সঙ্গে বিয়ে হয়েছে চাপড়ার চাঁদপুরের বাসিন্দা রবীন ঘোষের মেয়ের সঙ্গে। রবিবার রাতে বৌভাতের অনুষ্ঠান সেরে বাসে করে বাড়ি ফিরছিলেন কন্যাযাত্রীর লোকজন।
|
পঞ্চায়েতে চুরি |
শান্তিপুরের নবলা গ্রামপঞ্চায়েত ভবনে চুরি হয়ে গেল রবিবার রাতে। দরজার তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। ৯টি আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে। একটি কম্পিউটারের মনিটর নিয়ে গিয়েছে তারা। পঞ্চায়েত সচিব পরেশ দে বলেন, “কোনও কাগজপত্র খোয়া গিয়েছে কি না, তা দেখা হচ্ছে।”
|
অস্বাভাবিক মৃত্যু |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে গোপা ঘোষ (৩১) নামে এক মহিলার। বাড়ি বড়ঞার পুলিয়া গ্রামে। রবিবার সন্ধ্যায় তাঁর দেহ পাওয়া যায়। পুলিশের অনুমান কীটনাশক খেয়ে তাঁর মৃত্যু হয়েছে।
|
নকল মদ উদ্ধার |
নকল মদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার নওদার সব্দরনগর থেকে প্রায় ১২০ বোতল ওই ভেজাল মদ উদ্ধার করা হয়। ওই মদ মজুত রাখার অভিযোগে জগন্নাথ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। |
|