টুকরো খবর

ফ্রান্সের বিরুদ্ধে নবসকে ভাবাচ্ছে রক্ষণ
সিঙ্গাপুর এবং ইতালির বিরুদ্ধে তাঁর দল ২৩ গোল করেছে। তবু চিন্তামুক্ত নন ভারতের হকি কোচ মাইকেল নবস। তিনি বরং বলছেন, আসল পরীক্ষা এ বারই শুরু হচ্ছে। তুলনায় শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামার ২৪ ঘণ্টা আগে আজ বিকালে দলের জরুরি বৈঠকে ছেলেদের তিনি বললেন “আণরা এখনও তেমন শক্তিশালী প্রতিপক্ষের সামনে পড়িনি। তাই কেউ যেন আত্মসন্তুষ্টিতে না ভোগে। আমাদের আসল পরীক্ষা শুরু হবে মঙ্গলবার থেকে। ফ্রান্সও কিন্তু দুটো ম্যাচ জিতে আমাদের মতোই ৬ পয়েন্টে রয়েছে।” নবসের বড় দুশ্চিন্তা দলের রক্ষণ এবং পেনাল্টি কর্নার থেকে গোলের হার। এ দিন তিনি আলাদা ভাবে বসেন গোলকিপার ও ডিফেন্ডারদের সঙ্গে। রক্ষণভাগের কোচ দিলীপ তির্কির সঙ্গেও আলোচনা করেন। নবস বলেছেন, “দু’ম্যাচে ১১টি পেনাল্টি কর্নার থেকে গোল হয়েছে মাত্র ৫টি। দু’গোল হজমও করতে হয়েছে। ডিফেন্স নিয়ে সন্তুষ্ট নই।” সামনের ম্যাচগুলিতে দলের রক্ষণকে মজবুত করতে এক জন ডিফেন্সিভ মিড-ফিল্ডার খেলাতে চান নবস। অধিনায়ক ভরত ছেত্রীকে বললেন “সিঙ্গাপুর-ইতালিকে আমরা গুরুত্ব দিইনি। আমাদের ডিফেন্সকে নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু সারা ম্যাচে ডিফেন্সে বল না এলে ডিফেন্ডারদের একাগ্রতা কমে যাবেই। তাতেই দুটো গোল খেয়েছি। ভুলটা আমাদের। পরের ম্যাচগুলোয় এই ভুল আর হবে না।”

ব্রাজিলের বোতাফোগো খেলতে আসছে শিল্ডে
গ্যারিঞ্চা, জর্জিনহো, গার্সন, দিদি-র মতো বিশ্বখ্যাত ফুটবলাররা যেখানে খেলেছেন, ব্রাজিলের সেই বিখ্যাত ক্লাব বোতাফোগো এফ সি খেলতে আসছে কলকাতায়। এ বারের আই এফ এ শিল্ডে, অনূর্ধ্ব ২৩ দল নিয়ে। শিল্ডে ব্রাজিলের শেষ দল হিসাবে খেলতে এসেছিল পামেইরাস। ২০০১ সালে। তাদের নিয়ে বিস্তর নাটক হয়। শেষ পর্যন্ত তারা ট্রফি না নিয়েই ফিরে যায়। এ নিয়ে ডামাডোল চলে দীর্ঘ দিন। রিও দি জেনিইরোর বোতাফোগো ’৯৫-তে চ্যাম্পিয়ন হলেও গত বছর সিরি-এ লিগে নবম হয়েছিল। ৪ মার্চ শুরু হতে যাওয়া শিল্ডে বোতাফোগো পুরো শক্তি নিয়ে অবশ্য আসছে না। বোতাফোগোতে খেলা ব্রাজিলের তারকা রেনেতো, কোচ অলিভেরা আসবেন কি না তা এখনও জানা যায়নি। আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় সোমবার বললেন, “ওদের অনূর্ধ্ব ২৩ দল আসছে। সঙ্গে চার-পাঁচ জন সিনিয়র টিমের ফুটবলার। আমরা এখনও ওদের পুরো টিম পাইনি। তবে ওদের যুব দল ব্রাজিলের প্রথম চারটে দলের মধ্যে।” শিল্ড ক’টি দলকে নিয়ে হবে তা এখনও ঠিক হয়নি। তবে সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্স এবং প্রদ্যুম রেড্ডির লাজং এফ সি আসতে পারে। আই লিগের অবনমনে চলে যাওয়া চিরাগ কেরল ইউনাইটেডকে নেওয়া হতে পারে। যার দায়িত্ব আজ থেকে নিচ্ছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। সঙ্গে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও প্রয়াগ ইউনাইটেড খেলবে। আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূলপর্বের খেলা থাকায় মহমেডানকে নেওয়া হচ্ছে না। শিল্ডের ফাইনাল হতে পারে ১৭ মার্চ। শিল্ড শুরু হয়ে গেলেও নির্ধারিত সময়ে অবশ্য লিগ শেষ করতে পারছে না আই এফ এ। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ব্যবধান যেহেতু এক পয়েন্ট, সে জন্যই ইস্টবেঙ্গল-মহমেডান এবং মোহনবাগান-প্রয়াগ ইউনাইটেড ম্যাচ একই দিনে দেওয়া হবে। উৎপলবাবু বললেন, “সবাই যাতে পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারে সে জন্যই আই লিগের মাঝে কোনও একটা সময় ম্যাচ দুটি করে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।” মোহনবাগান দুটি ম্যাচ এক দিনে করার দাবি আগেই তুলেছিল। ফলে যা দাঁড়াচ্ছে, তাতে শিল্ডের আগে একটি করে ম্যাচ খেলবে দুই প্রধান।

মহমেডানের ৩ গোল
ভাইচুংদের ইউনাইটেড সিকিমকে ৩-০ হারিয়ে দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে চলে গেল আইজল এফ সি। দিল্লি থেকে গেল ভাস্কো, কটক থেকে রয়্যাল ওয়াহিংদো। যে ছটি দল পরের পর্বে খেলবে, তাদের মধ্যে আগেই যোগ্যতা অর্জন করেছে মহমেডান, ইউনাইটেড সিকিম। ষষ্ঠ দলটির জন্য লড়াই কালীঘাট মিলন সঙ্ঘের সঙ্গে গোয়ার সেসা গোয়ার। কালীঘাট মিলন সঙ্ঘ সমলেশ্বরীকে হারাল ৪-২ গোলে। তাদের অপেক্ষা করতে হবে সেসার ম্যাচের জন্য। সেসা আজ ড্র করলে মূল পর্বে চলে যাবে। নয়াদিল্লিতে মহমেডান এ দিন সফর সর্দার, আলফ্রেড, ফুলচাঁদ হেমব্রমের গোলে ৩-০ হারাল মুম্বইয়ের পিআইএফএ কোলাবাকে। এ দিকে, সোমবার গোয়ায় চার্চিল ব্রাদার্সের ট্রেনিং শুরু করে দিলেন সুভাষ ভৌমিক। সাংবাদিকদের তিনি বলেন, “আমার প্রথম কাজ হবে ফুটবলারদের মন জয় করা।” বেটো বলেন, “উনি আসায় আমরা সবাই খুশি।”

বিশ্বরেকর্ডের মালিক লিভাইয়ের দিকে চোখ পুণের
আইপিএল ফাইভে পুণে ওয়ারিয়র্সের পছন্দের তালিকায় শীর্ষবাছাই হিসেবে উঠে এলেন রিচার্ড লিভাই। গত রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৪৫ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়া দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান রিচার্ড লিভাই। সবচেয়ে কম বলে সেঞ্চুরি ছাড়াও এক ইনিংসে ১৩টি ছয় মেরে এই ফর্ম্যাটে ক্রিস গেইলের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও ভেঙেছেন। লিভাই আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ নন। স্বভাবতই তাঁকে পেতে আগ্রহী পুণে ওয়ারিয়র্স। হাতে সময় আর আট দিন। বোর্ডের নির্দেশ, ২৯ ফেব্রুয়ারির মধ্যে ঠিক করে ফেলতে হবে আইপিএল ফাইভের পাঁচ বিদেশির নাম। দেশি ক্রিকেটারদেরও নিতে হবে। এক কথায় পুরো টিমটা গড়তে হবে। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলার ফাঁকে এই নিয়ে সময় দিতে হচ্ছে পুণে ওয়ারিয়র্স নেতা সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সঙ্গী পুণে টিমের ক্রিকেট অপারেশনস-এর দায়িত্বে থাকা দীপ দাশগুপ্ত। লিভাই ছাড়া যে সব বিদেশির কথা ভাবা হয়েছে, তাঁদের মধ্যে আছেন জেসি রাইডার, টিম পেইন, ক্যালাম ফার্গুসন, নাথন ম্যাকালাম, অ্যাঞ্জেলো ম্যাথেউজ, মিচেল মার্শ, ওয়েন পার্নেল ও অ্যালফান্সো টমাস। দলীপ ট্রফি এবং এ দিনই শুরু হওয়া বিজয় হাজার ট্রফিতে সেঞ্চুরি করা অনুষ্টুপ মজুমদারকে সই করানো হবে প্রায় ঠিক হয়ে গিয়েছে।

আজ রিয়াল, চেলসির কঠিন ম্যাচ
মাইনাস ১০ ডিগ্রির মধ্যে খেলতে নেমে রিয়াল মাদ্রিদ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পাচ্ছে না দি’মারিয়াকে। প্রতিপক্ষ সিএসকেএ মস্কো। শেষ আটে যাওয়ার অন্য ম্যাচে চেলসি কোচ আন্দ্রে ভিয়াস বোয়াস বিশ্রাম দিতে চান ফের্নান্দো তোরেসকে। ইতালিতে ল্যাম্পার্ডদের বিপক্ষে নাপোলি। শনিবার রেসিং সান্তান্দোর ম্যাচে চোট পান দি’মারিয়া। মোরিনহো তাঁর বদলি ভাবছেন মেসুট ওজিলকে। লক্ষ্য, মস্কোর ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচ জেতা। ভিয়াস বোয়াসের চিন্তা আবার চেলসির ফর্ম। যার বলি হতে চলেছেন তোরেস। তাঁর জায়গায় শুরু করবেন দ্রোগবা। নাপোলির আর্জেন্তিনীয় এজেকিয়েল লাভেজ্জির অল্প চোট থাকলেও দুরন্ত ফর্মে উরুগুয়ান স্ট্রাইকার এডিসন কাভানি এবং স্লোভাকিয়ার মারেক হামসিক।

কানেরিয়াকে ছাড়পত্র নয়
স্পট ফিক্সিং বিতর্কে জড়িত দানিশ কানেরিয়া প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার অনুমতি পাননি, জানাল আইসিসি। আইসিসি বলেছে, “কানেরিয়ার দাবি, ও খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে। কিন্তু আইসিসি, পাক বোর্ড বা ইংল্যান্ড বোর্ড এ রকম কোনও ছাড়পত্র কানেরিয়াকে দেয়নি।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.