প্রশ্নের মুখে কিংবদন্তির ওয়ান ডে-ভবিষ্যৎ
সচিন এখনই অবসর নিক, চান কপিল
ভারতের অস্ট্রেলিয়া সফর যেন ক্রমে অভিশপ্ত হয়ে উঠছে। এত দিন প্রশ্ন ছিল পারফরম্যান্স নিয়ে। এখন বিতর্কও তাড়া করছে দলটাকে। ক্রিকেটারদের নিজেদের মধ্যে ঝামেলা, রোটেশন-নীতি এ সব ছাপিয়ে উঠে এসেছে এক নতুন বিতর্ক। আর সেই বিতর্কের কেন্দ্রে অভাবনীয় ভাবে জড়িয়ে গিয়েছে সচিন তেন্ডুলকরের নাম।
গতকাল তেন্ডুলকরদের ফিল্ডিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ধোনি। আর আজ সেই বিতর্ক অন্য মাত্রা পেয়ে গেল প্রাক্তন দুই মহাতারকার বক্তব্যে। এক জন কপিল দেব, অন্য জন গ্রেগ চ্যাপেল। কপিল দেব পরিষ্কার বলছেন, এক দিনের ক্রিকেট থেকে সচিনের এখনই অবসর নেওয়া উচিত। আর চ্যাপেলের বক্তব্য হল, আধুনিক ক্রিকেটে টিকে থাকতে হলে ফিল্ডিং ভাল করতেই হবে।
চলতি ত্রিদেশীয় সিরিজে মোটেই ফর্মে নেই সচিন। চার ম্যাচে করেছেন ৬৮ রান। তার উপর গতকালের ম্যাচে ব্রেট লি-র বাউন্সারে হেলমেটে চোট পান। তাঁর এমআরআই স্ক্যান হওয়ার কথা। বাইশ গজের বাউন্সার সামলে উঠতে না উঠতেই মাঠের বাইরের বাউন্সারের মুখে এখন পড়তে হচ্ছে ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে।
কোনও রকম রাখঢাক না করে একটি টিভি চ্যানেলকে কপিল এ দিন বলেছেন, “সব প্লেয়ারকেই এক দিন না এক দিন অবসর নিতে হয়। সচিনেরও সময় এসে গিয়েছে। সচিনের বয়স এখন ৩৯-৪০। বয়সটাও ওর পক্ষে নেই।”
এ দিনই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ দিয়ে তাঁর এক দিনের ক্রিকেটজীবনের উপর মোটামুটি ইতি টেনে দিয়েছেন নির্বাচকেরা। কপিলের কথা শুনে স্পষ্ট, সচিনকেও আর এক দিনের ক্রিকেটে দেখতে চান না ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক। কপিল বলেছেন, “বিশ্বকাপের পরই সচিনের এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত ছিল। ২২-২৩ বছর ধরে ও দেশের সেবা করে চলেছে। ওর চেয়ে ভাল ক্রিকেটার আর কেউ নেই। সম্ভবত সচিন আমাদের চেয়েও খেলাটাকে বেশি ভালবাসে। এমনকী মনে হয় ও নিজের চেয়েও ক্রিকেটকে বেশি ভালবাসে।”
ত্রিদেশীয় সিরিজে তেন্ডুলকর
রান
গড়
স্ট্রাইক রেট
বিশ্বকাপের পরই সচিনের এক দিনের ক্রিকেট
থেকে অবসর নেওয়া উচিত ছিল... মনে হয়
ও নিজের চেয়েও ক্রিকেটকে বেশি ভালবাসে
বুঝতে হবে ফিল্ডিংটা বোলিং আর ব্যাটিং
করার মাঝে সময় কাটানোর জিনিস নয়।
এক দিকে কপিলের সোজা সাপ্টা মন্তব্য। অন্য দিকে ধোনির পাশে দাঁড়িয়ে চ্যাপেলও চাপে ফেলে দিচ্ছেন সচিনকে। চ্যাপেলের কথায়, “আমাদের ক্রিকেটারদের কাছে বার্তাটা খুব পরিষ্কার। যদি তুমি আন্তর্জাতিক ক্রিকেটার হতে চাও, তা হলে তোমাকে ভাল ফিল্ডার হতেই হবে।”
ফিল্ডিংয়ের গলদ ঢাকতে গেলে কাউকে অসাধারণ বোলার বা ব্যাটসম্যান হতে হবে, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। “আপনি শেন ওয়ার্ন বা মুরলীধরন হলে ঠিক আছে। বা আপনি যদি দারুণ ফর্মে থাকা সচিন তেন্ডুলকর হন, তা হলেও চলে যাবে। কিন্তু সেটা যদি না হয়, তা হলেই সমস্যা। আপনাকে বুঝে নিতে হবে যে, ফিল্ডিংটা বোলিং আর ব্যাটিং করার মাঝে সময় কাটানোর কোনও জিনিস নয়,” বলেছেন চ্যাপেল।
একে সাসপেন্ড হওয়ার জন্য মঙ্গলবারের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবেন না ধোনি। তাঁর জায়গায় সহবাগেরই নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, বসবেন কে? রোটেশন নীতি মেনে গম্ভীর? নাকি, চোট পাওয়া, রান না পাওয়া সচিন? সব মিলিয়ে ত্রিদেশীয় সিরিজে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামার আগে তীব্র সঙ্কটের মুখে ভারত।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.