কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে স্কুল গেটে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। শনিবার দুপুর ১১টা থেকে কয়েকশো অভিভাবক রায়গঞ্জ ব্লকের রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠ স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান। পাশাপাশি, স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পরে স্মারকলিপিও দেওয়া হয়। প্রায় ২ ঘন্টা আন্দোলন চলার পরে কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। অভিভাবকদের ওই আন্দোলনে সামিল হন স্থানীয় কংগ্রেস নেতারাও। স্কুল গেটে তালা মেরে দেওয়ায় বহু শিক্ষকই স্কুলে ঢুকতে পারেননি। স্কুলের প্রধান শিক্ষক তরুণ নায়েক জানান, অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩ হাজার পড়ুয়া রয়েছে। শিক্ষক রয়েছেন ২৬ জন। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের শিক্ষকদের একাংশ দেরি করে স্কুলে যাচ্ছেন। নিয়মিত ক্লাস হচ্ছে না। এ ছাড়াও, বহু শিক্ষক সময়মতো স্কুলে হাজির হলেও ক্লাসে যাচ্ছেন না। স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে গিয়েছে।
অভিভাবক মলয় সরকার বলেন, “কয়েক মাস পরে স্কুলের পরিচালন সমিতির নির্বাচন হওয়ার কথা। পরিচালন সমিতি দখল না করা পর্যন্ত তৃণমূল নেতারা কংগ্রেস পরিচালিত স্কুলের পরিচালন সমিতির বৈঠক করতে দেবেন না বলে কর্তৃপক্ষকে হুমকি দিয়েছেন। সরকারি নিয়মে স্কুল পরিচালনা করা না হলে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হবে।”
উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অসীম ঘোষ বলেন, “আসন্ন পরিচালন সমিতির নির্বাচনে কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরে অভিভাবকদের একাংশকে সামনে রেখে মিথ্যা অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে।” অন্যদিকে, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দের দাবি, “অভিভাবকরা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে নেমেছেন। তৃণমূল নেতাদের দাদাগিরি প্রকাশ্যে চলে আসায় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
|