পরপর দুটো ম্যাচ হারা অস্ট্রেলীয় কোচ মিকি আর্থার ক্রিকেটারদের প্রায় হুমকির মেজাজে বলে দিয়েছেন, ভারতের বিরুদ্ধে রবিবার জিতে আগের হারের প্রায়শ্চিত্ত না করতে পারলে তার ফল পাবেন তাঁরা। বিশেষ করে রিকি পন্টিংয়ের দিকে আঙুল তুলেছেন আর্থার। “রিকি-কে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। টানা ক্রিকেটের মধ্যে আছে বলে হয়তো। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এটার সঙ্গে মানিয়ে নিতেই হবে। শুক্রবার যা হল সেটা মেনে নেওয়া যায় না। আমি পন্টিংকে সব সময় আমার দলে দেখতে চাই কিন্তু পারফর্ম না করতে পারলে অস্ট্রেলিয়া টিমে থাকা যায় না।” বলেছেন আর্থার। আর পন্টিং নিজে বলেছেন, “আমার মনে হয় এখনও জাতীয় দলে থাকার যোগ্যতা আমার আছে। তবে নির্বাচকেরা এটা নিয়ে কী ভাবছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ।” |
চার ম্যাচ থেকে ন’উইকেট নিয়ে চলতি ত্রিদেশীয় সিরিজে সফলতম ভারতীয় বোলার তিনি। তবুও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে একটুও আত্মতুষ্ট নন বিনয় কুমার। ভারতীয় পেসার বরং জানিয়েছেন, তাঁকে আরও ধারাবাহিক ভাবে ভাল বল করতে হবে। “প্রতিটা ম্যাচে আমি দশ রান করে কম দিতে পারতাম। তা ছাড়া আরও কয়েকটা বিষয় নিয়ে আমাকে খাটতে হবে,” এ দিন বলেছেন বিনয়। কোন কোন জায়গা নিয়ে আরও খাটতে হবে? বিনয়ের ব্যাখ্যা, “নতুন ব্যাটসম্যান ক্রিজে থাকলে আমি তাকে তিন বা চার রান করতে দিচ্ছি। আমার উচিত নিজেকে নিয়ন্ত্রণ করে ডট বল করা।” ভারতের দায়িত্ব ছাড়তে চলা বোলিং কোচ এরিক সিমন্স জানিয়েছেন, ভারতীয় বোলারদের মধ্যে বিনয়ই সবচেয়ে পরিশ্রমী। |
যা নিয়ে বিনয় বলেছেন, “আমি নিজেকে সাধারণ ভাবে দেখতে পছন্দ করি। বোলিং, ফিল্ডিং বা ব্যাটিং যে কোনও বিভাগেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।”
রবিবার গাব্বায় বীরেন্দ্র সহবাগের বাইরে থাকা প্রায় নিশ্চিত। তবে জাহির খান প্রথম এগারোয় ফিরতে পারেন। পায়ের পেশির চোট প্রায় সারিয়ে উঠেছেন জাহির। গাব্বার বাউন্সি পিচে তাঁকে খেলানোর সম্ভাবনা থাকছে। ফেব্রুয়ারি ২০০৮-এ যে মাঠে ওয়ান ডে অভিষেক ঘটেছিল, রবিবার সেই গাব্বায় খেলার সুযোগ পেতে পারেন মনোজ তিওয়ারিও। সহবাগের পিঠের চোটের সুশ্রূষা চলছে। এ দিন প্র্যাক্টিসের শেষের দিকে তিনি হাল্কা ব্যাটিং প্র্যাক্টিস করলেও পুরো ছন্দে ছিলেন না। রবিবার সহবাগ খেলবেন কি না সেই সিদ্ধান্ত ম্যাচের আগে নেওয়া হবে বলে এ দিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিনয় কুমার। সহবাগ না থাকলে গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নামবেন সচিন তেন্ডুলকর। |