প্রিঅলিম্পিক হকি: ভারত ১৫ সিঙ্গাপুর ১
ত্তর মিনিটে ১৫ গোল। আরও ছ’-সাতটি সুযোগ নষ্ট। গোটা ম্যাচে ছ’টি পেনাল্টি কর্নার আদায়। ৫৬ বার সার্কল পেনিট্রেশন।
তা-ও অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর খুশি নন ভারতের হকি কোচ মাইকেল নবস। তাঁর কথায়, “৫৬ বার ওদের সার্কেলে ঢুকেও মাত্র ১৫ গোল! শতাংশের হিসাবে খুব কম। ছ’টা পেনাল্টি কর্নার পেয়ে গোল মাত্র একটাতে। আরও ১০টি গোল হওয়া উচিত ছিল।” ১৯৩২ লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৪-১ হারিয়েছিল ভারত। সাম্প্রতিক কালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৭ এশিয়া কাপে ২০-০ জয়। সেই রেকর্ড ছুঁতে না পারলেও সিঙ্গাপুরকে হারানোর আগের রেকর্ড (১২-০) এ দিন ভেঙে দিলেন চান্দি-সন্দীপরা।
প্রথম ১০ মিনিটে ভারত চারটি সহজ সুযোগ হাতছাড়া করে। তা সত্ত্বেও ভারত বিরতির আগেই ৬-০ এগিয়ে যায়। ১০ মিনিটে প্রথম গোলটির পর থেকেই ছন্দে ফেরেন যুবরাজ-শিবেন্দ্ররা। গুরবিন্দর সিংহ চান্দির সৌজন্যে শুরু গোলের বন্যা। যার শেষ অন্তিম মিনিটে বীরেন্দ্র লাকরার গোলে। ততক্ষণে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেছেন ম্যাচের সেরা চান্দি। বাকি গোল গুলি করেছেন দানিশ মুজতবা (২), সুনীল (২), শিবেন্দ্র সিংহ (২), সর্দার সিংহ, উথাপ্পা, তুষার খান্ডেকর, সন্দীপ ও যুবরাজ বাল্মীকি।
গোল নম্বর ১৪। গোলদাতা সুনীল। ছবি-এএফপি
প্রথমার্ধে চারটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। বিরতির পর আবার প্রথম পেনাল্টি কর্নার থেকেই গোল পেয়ে যান ড্র্যাগ-ফ্লিক বিশেষজ্ঞ সন্দীপ সিংহ। দ্বিতীয়ার্ধে ৬-১ হওয়ার পর আরও তেড়েফুঁড়ে উঠেছিলেন সুনীল-সর্দাররা। বারবার তাঁদের স্কিলে হার মানছিলেন সিঙ্গাপুরের ডিফেন্ডাররা।
বিরতির পরই ৬-১ করেন সিঙ্গাপুরের আব্দুল লতিফ। যখন পুরো ভারতীয় দল উঠে গিয়েছিল বিপক্ষ সার্কেলে। সন্দীপের ভুলে বল পেয়ে গিয়েছিলেন লতিফ। জায়গায় ছিলেন না গোলকিপার ভরত ছেত্রীও। ভরতের বক্তব্য, “শুধু সন্দীপ নয়, গোলটা খাওয়ায় আমারও ভুল ছিল। প্রথম ১৫ মিনিট আমাদের ট্র্যাপিং ঠিকঠাক হয়নি। সিঙ্গাপুর তো একদমই রক্ষণাত্মক খেলেনি। বরং যখনই ওরা উঠে এসেছে, আমাদের ডিফেন্সে চাপ বেড়েছে। সোজা কথায়, আজকের ১৫ গোল ভুলে পরের ম্যাচের দিকে তাকাতে হবে।” ভারত রবিবার খেলবে ইতালির সঙ্গে যারা এ দিন কানাডার কাছে ন’গোল খেয়েছে।
অন্য দিকে মেয়েদের হকির শুরুটা তত ভাল হল না ভারতের পক্ষে। ইউক্রেনের বিরুদ্ধে মারিনা ভিনোরাদোভার গোলে পিছিয়ে পড়েও ভারত ১-১ ড্র করল সৌন্দর্য্যা ইয়েন্দালার গোলে। রবিবার ভারতের মেয়েরা খেলবে কানাডার সঙ্গে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.