এক ঝলকে...
পৃথিবী
ত্রিপোলি তেল আভিভ ইসলামাবাদ পাটায়া দামাস্কাস
• ১৭ ফেব্রুয়ারি, ২০১১। উত্তর লিবিয়ার বেনগাজি শহরে আন্দোলন শুরু হয়েছিল সেই দিন। ক্রমে আন্দোলন ছড়িয়ে পড়ে, পরিণামে ২০ অক্টোবর নিহত হন একনায়ক মুয়াম্মর গদ্দাফি, অবসান ঘটে তাঁর চার দশকব্যাপী স্বৈরশাসনের। পালাবদলের সেই সূচনার বর্ষপূর্তি হল শুক্রবার। পরিস্থিতি এখনও অস্থির, তাই অন্তর্বর্তী সরকার কোনও অনুষ্ঠান রাখেননি। কিন্তু গদ্দাফি-বিরোধীরা উৎসাহে উত্তাল হয়ে দিনটি উদযাপন করেছেন। সত্তর লক্ষ জাতীয় পতাকা উড়েছে। কিন্তু বন্দুকের গুলি ছুড়ে আনন্দ প্রকাশের প্রচলিত রীতি এই দিন বিশেষ দেখাই যায়নি।

• আমেরিকা যদি ইরানের ক্ষেত্রে কোনও চরম পদক্ষেপ নেয়, ফল মোটেই ভাল হবে না। না, হুমকি নয়, বরং একটু আক্ষেপের সুরেই বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সরকারি প্রতিক্রিয়া স্বভাবতই সাবধানী। দুই পক্ষই তাদের কাছে যথেষ্ট মূল্যবান।

• ব্যাঙ্ককের বিস্ফোরণে সন্দেহভাজন যারা, তাদের খোঁজ মিলতে শুরু করেছে। পাটায়ায় বিভিন্ন হোটেলে তারা বাস করেছে, এমনকী পার্টিতেও যোগ দিয়েছে। ইজরায়েলকে টার্গেট করে এই বিস্ফোরণ, সুতরাং পশ্চিম দুনিয়ার বিশেষ চাপ রয়েছে তাদের দ্রুত খোঁজ পাওয়ার জন্য।

• সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদকে সনির্বন্ধ অনুরোধ, হিংসা বন্ধ করার জন্য। এ বার অনুরোধ অবশ্য খানিকটা অপ্রত্যাশিত জায়গা থেকে। চিনের দূত জানিয়েছেন, অনেক হয়েছে, আর নয়। রাষ্ট্রীয় দমন বন্ধ হোক।

• বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্য, অতি-জাতীয়তাবাদী ‘ইসরায়েল বেতেইনু’ দলের সদস্য, তদুপরি এম আই টি’র পিএইচ ডি। ইজরায়েলের জলসম্পদ মন্ত্রী উজি ল্যান্ডাও রেখেঢেকে কথা বলেন না। সাফ জানিয়ে দিয়েছেন তিনি, রাষ্ট্রপুঞ্জে প্যালেস্তাইনের সদস্যপদের দাবিকে সমর্থন করে ভারত ভুল করেছে। এখন তিনি দিল্লির সেই ভুল ভাঙানোর চেষ্টা করবেন। সাবধান, মনমোহন সিংহ!
অলিম্পিয়া ও আথেন্স
কঠোর আর্থিক নীতি নিয়ে গ্রিস এমনিতেই উত্তাল হয়ে আছে। রাজধানী আথেন্স-এ নিয়মিত জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ হচ্ছে। লুকাস পাপাডেমস-এর নতুন জোট সরকারও টালমাটাল। তারই মধ্যে অলিম্পিকের জন্মস্থান, প্রাচীন গ্রিসের অন্যতম প্রধান কেন্দ্র অলিম্পিয়ার মিউজিয়মে ডাকাতি হল। মুখোশধারী দুই দুষ্কৃতী মিউজিয়মের মহিলা নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে শোকেসের কাচ ভেঙে নিয়ে গেল ষাটটিরও বেশি প্রাচীন জিনিস। তার বেশির ভাগই ব্রোঞ্জ আর মার্টির তৈরি মূর্তি। স্থানীয় মেয়র বলেছেন, যে ক্ষতি হয়েছে, তার পরিমাণ টাকার অঙ্কে হিসেবই করা যায় না। এটা এমনিই ডাকাতি, নাকি বেহাল দেশের বীতশ্রদ্ধ নাগরিকদের প্রতিবাদের আরও এক ধরন, তা এখনও বোঝা বাকি। তবে, রাজনৈতিক অস্থিরতার সময় তস্করবৃত্তিও বাড়ে। গোটা দুনিয়ার ইতিহাস তার সাক্ষী।

বার্লিন
জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফ্ফ পদত্যাগ করলেন। তাঁর বিরুদ্ধে উঠেছিল আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগের অভিঘাতেই পদত্যাগপত্র। জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্র ছিলেন তিনি। যে সময়ে মার্কেল এক জন জরুরি বন্ধু হারালেন, তাঁর নিজের পক্ষেও সেটা সহজ সময় নয়। সরকারি আর্থিক নীতির প্রতিবাদে মার্কেলের সেন্টার-রাইট সরকারও এই মুহূর্তে কোণঠাসা। খুবই সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি শাসন করছেন, এমনকী পরবর্তী প্রেসিডেন্ট বাছাই-এর জন্যও হয়তো তাঁকে বিরোধীদের দ্বারস্থ হতে হবে।

কারাকাস
‘তোমার শুয়োরের মতো লেজ, শুয়োরের মতো কান, তুমি শুয়োরের মতো ঘোঁতঘোঁত করো, তুমি একটা খুব নিচু স্তরের শুয়োর।’ ডাক্তারির ছাত্রদের এক সভায় দাঁড়িয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেস। ১৯৯৮ থেকে টানা নির্বাচনে জিতে আসছেন এই অমিতবাক রাষ্ট্রনায়ক। এ বারেও তাঁর জয়ের সম্ভাবনা উজ্জ্বল। কিন্তু প্রধান বিরোধী প্রার্থী এনরিকে কাপ্রিলেস বুদ্ধিমান ব্যক্তি। তিনি একটা মধ্যপন্থী অবস্থান নিয়ে প্রচার করছেন। ফলে বাম মনোভাবাপন্ন ভোটদাতাদের একটা অংশ চাভেসের শিবির থেকে তাঁর দিকে সরে যেতে পারেন, এ আশঙ্কা প্রবল। তাতেই চাভেসের মুখের আগল ছুটে গেছে। প্রতিদ্বন্দ্বীকে কেবল সাম্রাজ্যবাদের দালাল বলে তাঁর মন উঠছে না।

ওয়াশিংটন
পে-রোল ট্যাক্স-এর হার কম থাকলে সাধারণ মানুষের কী সুবিধে, প্রেসিডেন্টের তা নিয়ে বলার কথা ছিল। অর্থনীতির খটোমটোতে যাওয়ার আগে ওবামা বললেন, ‘জনস্বার্থে’ একটি জরুরি ঘোষণা করার আছে: আজকে কিন্তু ‘ওই ব্যাপারটা’ ভুলে যাবেন না, আজ ভ্যালেন্টাইনস ডে! বললেন, পরামর্শটা অভিজ্ঞতা থেকেই দিচ্ছি। টুইটারে স্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রেসিডেন্ট।

শেষ পাত
এয়ারপোর্টের কর্মীদের ধর্মঘট, আর তার ধাক্কায় প্রায় তিনশো উড়ান বাতিল। বাক্যটি পড়েই যদি চোখের সামনে দমদম এয়ারপোর্টের ছবি ভেসে ওঠে, তবে তিষ্ঠ ক্ষণকাল। ঘটনাটি ঘটেছে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে। ইউরোপের তৃতীয় বৃহত্তম এয়ারপোর্ট, সারা দিনে প্রায় ১৩০০ বিমান ওঠানামা করে এখানে। মাইনে মনপসন্দ না হওয়ায় বিমানবন্দরের এক ইউনিয়নের সমর্থক ২০০ কর্মী দু’দফায় মোট ২১ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। বিশ্বায়নের একেবারে আগ্মার্কা বিজ্ঞাপন পশ্চিমবঙ্গের শ্রমিকদের কাছ থেকে আন্দোলনের সহজপাঠ নিলেন জার্মানির শ্রমিকরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.