নির্বাচনী বিধিভঙ্গে কমিশনের নোটিস এ বার ইস্পাতমন্ত্রীকে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বেণীপ্রসাদ বর্মাকে সংখ্যালঘু সংরক্ষণ বিতর্কে নোটিস পাঠাল নির্বাচন কমিশন ।
ফারুকাবাদে জনসভায় নির্বাচনী আচরণবিধি ভাঙার যে অভিযোগ ওই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে উঠেছে, আগামী সোমবারের মধ্যে তার জবাব চেয়েছে নির্বাচন কমিশন। কমিশন নোটিস পাঠানোর দিনই ঘনিষ্ঠ মহলে নিজের সাফাই দেওয়ার চেষ্টা শুরু করেছেন কংগ্রেসের ওই নেতা। ওই বিতর্কিত মন্তব্য মুখ ফসকে বার হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি।
বিজেপি অবশ্য এই সব কথা ‘লোকদেখানো’ বলে অভিযোগ করে নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ করার জন্য স্মারকলিপি জমা দিয়েছে। বিজেপির বক্তব্য, বেণীপ্রসাদের সে দিনের কথাতেই পরিষ্কার ছিল, তিনি ওই মন্তব্যের
|
বেণীপ্রসাদ বর্মা |
ফলাফল কী হতে পারে জানতেন। এমনকী নির্বাচন কমিশন যে তাঁকে আগামী দিনে নোটিস পাঠাতে পারে, তা-ও তিনি জনসভাতেই জানিয়েছিলেন। বিজেপির অভিযোগ, হাইকম্যান্ডের সবুজ সংকেত পেয়েই নির্বাচনী আচরণবিধি ভাঙার ‘সাহস’ দেখাচ্ছেন কংগ্রেসের নেতারা।
বিষয়টি নিয়ে আজ প্রকাশ্যে মন্তব্য করতে চাননি কোনও কংগ্রেস নেতাই। তবে দল মনে করছে, বিষয়টি নিয়ে যত বিতর্ক বাড়বে তাতে দলের ভাল। কারণ কংগ্রেস ক্ষমতায় এলে উত্তরপ্রদেশে পিছিয়ে পড়া মুসলিমদের জন্য সংরক্ষণ বাড়বে এই বার্তা মুসলিম সমাজের কাছে যত পৌঁছবে, তত সংখ্যালঘু ভোট বাড়ার সম্ভাবনা দেখছে দলীয় নেতৃত্ব। দল আশা করছে, আগামী পর্বের নির্বাচনগুলিতে মুসলিম ভোটের মেরুকরণ কংগ্রেসের পক্ষেই হবে।
এর আগে স্ত্রী লুইসের কেন্দ্র ফারুকাবাদে মুসলিম সংরক্ষণের পক্ষে বলতে গিয়ে বিপাকে পড়ে গিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ। নির্বাচন কমিশনের কাছে দুঃখপ্রকাশ করার পরে বিতর্কের অবসান হয়। কিন্তু গত বুধবার সেই ফারুকাবাদেই মুসলিম সংরক্ষণের প্রশ্নে একই সওয়াল করেন বেণীপ্রসাদ। এক কাঠি এগিয়ে তিনি বলেন, এ জন্য নির্বাচন কমিশন তাঁকে নোটিস পাঠাতে চাইলে পাঠাতে পারে। আজ সেই মন্তব্যের সূত্র ধরে নির্বাচন কমিশন জানিয়েছে, মন্ত্রী সব জেনেবুঝে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সোমবার বিকাল পাঁচটার মধ্যে জানাতে হবে বেণীপ্রসাদকে। কমিশন নোটিস পাঠাতে পারে বলে শোনার পর থেকেই অবশ্য সুর পাল্টে ফেলেছেন বেণীপ্রসাদ। আজ লখনউতে তিনি বলেন, “দিনে চার-পাঁচটি জনসভা করছি। কোথায় কী বলছি, তা সর্বক্ষণ মাথায় থাকে না। তবে আমি নির্বাচন কমিশনকে সম্মান করেই চলি।” |