ভদ্রা কুমার। ছবি: সুজিত মাহাতো। |
ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে হেনস্থা করা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই মহিলারই এক আত্মীয়ের বিরুদ্ধে।.ঘটনাটি পুরুলিয়ার কোটশিলা থানার চেক্যা গ্রামের।.ভদ্রা কুমার নামের ওই মহিলা সম্প্রতি পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, “পড়শি রেখা কুমার আমাদের আত্মীয়। তাঁর স্বামী গোপী কুমার আমাকে ডাইনি অপবাদ দিয়ে খুন করার হুমকি দিয়েছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেখাদেবীর শ্বশুরবাড়ি ঝালদা ২ ব্লকের ডুরকু গ্রামে। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বেশিরভাগ সময়ে তিনি চেক্যা গ্রামে বাপের বাড়িতেই থাকেন। রেখার স্বামী গোপীর ধারণা হয়, ভদ্রা কুমার ডাইনি। সে তুকতাক করায় ভদ্রা সুস্থ হচ্ছেন না। বছর চল্লিশের ভদ্রাদেবী বলেন, “৯ ফেব্রুয়ারি গোপী আমার বাড়িতে এসে আমাকে ডাইনি বলে অপবাদ দেয়। তারপরে রেখার অসুখ সারিয়ে দিতে বলে। না সারাতে পারলে আমাকে খুন করার হুমকি দেয়।”.তিনি জানান ঘটনার কথা, গ্রামের মোড়লদের জানিয়েও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তিনি সম্প্রতি কোটশিলা থানায় গোপী-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যতম অভিযুক্ত রেখার দাদা যজ্ঞেশ্বর কুমার বলেন, “বোনের অসুখ না সারায় গোপীর ধারণা হয়েছিল ভদ্রাদেবী ডাইনি। তাই সে ওই কাণ্ড ঘটিয়েছে। আমরা নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে নেব।”
|
বোমা ফেটে জখম হল এক কিশোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মাড়গ্রামের দিঘুলি গ্রামের কিশোর বিভাস মণ্ডল মাঠে গিয়েছিল। মাঠে পড়ে থাকা একটি বোমাকে সে বল ভেবে খেলতে যায়। হঠাৎ বোমা ফেটে তার ডান হাতের দু’টি আঙুল উড়ে যায়। কালুহা হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র বিভাষকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসক সৌরভ মাজি জানান, ওই কিশোরের হাতের আঙুলের অবস্থাও খারাপ।
|
উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে শুক্রবার পুঞ্চায় পথ অবরোধ হয়। এর জেরে পুঞ্চা-পুরুলিয়া রাস্তায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার পুঞ্চার বাগদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বাসিন্দারা পথ অবরোধ করেন। অবরোধকারীদের দাবি, ২৪ ঘণ্টা পরিষেবার দাবিতে পথ অবরোধ করা হয়। সিএমওএইচ নিশিকান্ত হালদার বলেন, “প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” |