|
|
|
|
সন্দেশখালিতে কলেজে চুরি, প্রহরীকে মারধর |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
কলেজে ১০ লক্ষ টাকা রয়েছে খবর পেয়ে হামলা চালিয়ে মাত্র কয়েক হাজার টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির কালীনগর কলেজে। দুষ্কৃতীরা কলেজের নৈশপ্রহরীর গলায় ভোজালি ধরে তাঁকে মারধরও করেছে বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কলেজের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ১২ টা নাগাদ এক দল সশস্ত্র দুষ্কৃতী কালীনগর কলেজে যায়। দরজা খোলার জন্য নৈশপ্রহরী বকস সানাকে হুমকি দেয় দরজা খোলার জন্য। তিনি রাজি না হওয়ায় দুষ্কৃতীরা দরজা ভেঙে কলেজে ঢুকে তাঁর গলায় ভোজালি ধরে তাঁকে মারধর করে কোথায় ১০ লক্ষ টাকা আছে জানতে চায়। নৈশপ্রহরীর মোবাইল ফোন কেড়ে নিয়ে তার সিমকার্ড ও ব্যাটারি ফেলে দেয়। এর পরে দড়ি দিয়ে তাঁর হাত-পা বেঁধে অফিসঘরের তালা ভেঙে সেখানে ঢোকে। অফিসঘরে একটি সিন্দুক রাখা ছিল। শাবল দিয়ে সেটি ভেঙে সেখানে রাখা কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়। টাকার খোঁজে তারা অন্য আলমারিগুলিও ভেঙে ফেলে। কিন্তু কোথাও টাকা না পেয়ে তারা কাগজপত্র তছনছ করে পালিয়ে যায়।
কলেজ সূত্রে জানা যায়, মহিলা হস্টেল তৈরির জন্য ইউজিসি থেকে আর্থিক সাহায্য পাওয়া গিয়েছে। কতটা কাজ হয়েছে তা দেখার জন্য সম্প্রতি ইউজিসি-র এক প্রতিনিধি দল এসেছিল। তাতেই এলাকায় রটে যায় ওই সংস্থার পক্ষে থেকে কলেজকে ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা সম্ভবত সেই খবর পেয়েই এসেছিল। কলেজের অধ্যক্ষ আশিস খাস্চগীর বলেন, “বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা তোলা হয়। দুষ্কৃতীরা হয়তো ভেবেছিল ১০ লক্ষ টাকা তোলা হয়েছে। তার খোঁজেই তারা হামলা চালায়। সিন্দুকে রাখা টাকা ছাড়া আর কিছু খোয়া যায়নি।’’ |
|
|
|
|
|