আজ প্রি অলিম্পিকে ভারতের যুদ্ধ শুরু
নিবার থেকেই শুরু হচ্ছে মাইকেল নবস ও ভরত ছেত্রীর বড় পরীক্ষা।
চার বছর আগে গ্রেট ব্রিটেনের কাছে প্লে-অফে হেরে বেজিং অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। আর চার বছর পর সহজ গ্রুপে পড়েও অলিম্পিকে যোগ্যতা অর্জন না করতে পারলে লজ্জার শেষ থাকবে না ভারতের।
যতই ফেভারিট দল হোক না, কেন কোচ মাইকেল নবস ও অধিনায়ক ভরত ছেত্রী বিপক্ষদের হাল্কা ভাবে নিচ্ছেন না। সিঙ্গাপুরের বিরুদ্ধে নামার আগে নবস আজ বলেই দিলেন “কোনও দলকে হালকা ভাবে নেওয়া উচিত নয়। কারণ একবার পিছিয়ে পড়লে সামলানো কঠিন। আমাদের দল পুরোপুরি ফিট। কোনও চোট আঘাত নেই। এবং দলের খেলোয়াড়রা সকলেই লন্ডন অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য মরিয়া। আজকের অনুশীলনে আমরা ম্যাচ সিচুয়েশনের উপর বেশি জোর দিয়েছি।”
অলিম্পিয়ান অজিতপাল সিংহ থেকে অশোককুমার, জাফর ইকবাল থেকে অজিতপাল সিংহ সকলেরই এক কথা “অলিম্পিকে যোগ্যতা অর্জনের এমন সুবর্ণ সুযোগ ভরত ছেত্রীরা আর পাবে না। এই সুযোগের সদ্ব্যবহার ভারতীয় দল করবে বলেই আমাদের আশা।” এই সব কথাবার্তাই কিছুটা চাপে রাখছে ভারতীয় দলের নতুন কোচ ও অধিনায়ককে।
ভারতের প্রতিদ্বন্দ্বী সিঙ্গাপুর দলটা এসেছে তাদের অনূর্ধ্ব-২১ দল নিয়ে। যুক্তরাষ্ট্র শেষ মিনিটে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় এফআইএইচ তাড়াহুড়ো করে এদের নিয়েছে। সিঙ্গাপুর দলের সকলেই স্কুল ছাত্র। সামনেই ছিল তাদের পরীক্ষা। কিন্তু প্রিঅলিম্পিক খেলার সুযোগ পাওয়ার জন্য সিঙ্গাপুর সরকার পরীক্ষা পিছিয়ে দিয়েছে। দলের কোচ সলমন ইউসুফ কাসুজী বললেন “আসলে পরীক্ষার পর আমাদের সফরে যাবার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু এমন সুবর্ণ সুযোগ আমরা ছাড়তে চাইনি। আমাদের দলটি অনভিজ্ঞ। তেমন কোনও অনুশীলন না করেই এখানে এসেছি। সুতরাং ছয় দলের মধ্যে নিজেরা পঞ্চম স্থানে থাকতে পারলেও খুশি হব। এখানকার অভিজ্ঞতাটা ছেলেদের ভীষণ কাজে লাগবে।”
শনিবার ধ্যানচাঁদ স্টেডিয়ামের ফ্লাডলাইটে ভারত মুখোমুখি সিঙ্গাপুরের। গ্রুপে ভারতের সব ম্যাচই শুরু রাত আটটায়। ভারতীয় মেয়েদেরও প্রি অলিম্পিকের লড়াই শুরু শনিবার ছটায়। প্রতিপক্ষ ইউক্রেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.