টুকরো খবর
বিতর্কের মধ্যে ভাইচুংরা পরের পর্বে
গড়াপেটার অভিযোগে তোলপাড় আই লিগ দ্বিতীয় ডিভিশন। শুক্রবার শিলচরে ইউনাইটেড সিকিমের কাছে ০-২ হারার পরই আর হিমা কোচ সুব্রত ভট্টাচার্যের অভিযোগ, “যা ভেবেছিলাম, তা-ই হল। আমার টিম এই রকম দু’টো গোল খাওয়ার টিম নয়।” সিকিম ম্যানেজার অরুণাভ ভট্টাচার্যর পাল্টা দাবি, “ওরা লিখিত ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেব। ওদের ম্যানেজারই ক্ষমা চাইবেন বলেছেন।” কটকে আবার গড়াপেটার আশঙ্কা করছেন কলকাতার কালীঘাট মিলন সঙ্ঘের কর্তা, অজিত বন্দ্যোপাধ্যায়। যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা। সিকিমের সাফল্যে বড় ভূমিকা ভাইচুংয়ের। প্রথম গোল করে। এ দিন তাঁর খেলা নিয়েও প্রশ্ন তুলেছেন সুব্রত, “সকালে শিলচরে পৌঁছে ঘণ্টা দেড়েকের মধ্যেই কমিটির কাছে খেলার অনুমতি পেল ভাইচুং। এই জন্যই ভারতীয় ফুটবলের উন্নতি হচ্ছে না।” গড়াপেটার আশঙ্কায় ম্যাচ শুরুর আগে ফুটবলারদের ভাইচুংয়ের ঘরে যেতে মানা করেন আর হিমা কোচ। কিন্তু সুব্রতর অভিযোগ, “বারণ সত্ত্বেও ফুটবলাররা ভাইচুংয়ের সঙ্গে দেখা করতে যায়। তখনই বুঝি, গোলমাল হতে চলেছে।” এ দিকে, কটকে কোয়ার্টজ এফসি-কে ৯-০ হারাল কালীঘাট মিলন সঙ্ঘ। হ্যাটট্রিক পাহুন বিশ্বাস ও ওয়াহিবের। বাকি তিন গোল তন্ময় কুণ্ডু, অসীম ঘোষ ও মাইকেল টায়োর। এর পরেও অবশ্য মূল পর্বে যাওয়া নিশ্চিত নয় কালীঘাটের (১৩)। সেসা (১৪), রয়্যাল ওয়াহিংডো (১৪) শেষ ম্যাচে জিতলে তারাই পরের পর্বে যাবে। এখানেই সন্দেহ কালীঘাট কর্তাদের।

ওয়ার্ল্ড মাস্টারে শিলিগুড়ির ৩
ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্সে সুযোগ পেয়েছেন শিলিগুড়ির তিন জন। মাস্টার অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার তরফে রাজ্য সংস্থাকে চিঠি দিয়ে সম্প্রতি জানানো হয়েছে। ওই তিন জন হলেন, বিদ্যুৎ বসাক, বিপ্লব বসাক ও অঞ্জন বন্দ্যোপাধ্যায়। ৩-৮ এপ্রিল ফিনল্যান্ডের যাভাস্কাইলায় প্রতিযোগিতা হবে। এর আগে থাইল্যান্ডে আন্তর্জাতিক মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ট্রিপল জাম্প এবং লং জাম্পে তৃতীয় এবং চতুর্থ হন বিদ্যুৎ এবং বিপ্লববাবু। ওই সাফল্যই ৫০ কিলোগ্রামের বেশি বিভাগে তাঁদের সুযোগ করে দিয়েছে। রাজ্য স্তরে অঞ্জনবাবুর উল্লেখযোগ্য পারফরম্যান্স থাকায় ৪৫ কিলোগ্রামের বেশি বিভাগে হাই জ্যাম্পে তিনিও ডাক পেয়েছেন। শিলিগুড়ির বাসিন্দা না-হলেও অঞ্জনবাবু মাস্টার অ্যাথলেটিক্সের শিলিগুড়ি শাখার হয়েই প্রতিযোগিতায় অংশ নেন। রাজ্য মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন তরফে প্রতিযোগীদের চিঠি দিয়ে সুযোগ পাওয়ার বিষয়টি জানিয়েছে। রাজ্য সংস্থার তরফে জানানো হয়েছে, বাংলা দলে পাঁচ জন সুযোগ পেয়েছেন। শিলিগুড়ির ওই তিন জন ছাড়া রয়েছেন বিমল কুমার পাল এবং রিতা মৈত্র। বিমলবাবু ৬৫ কিলোর বেশি বিভাগে ৬০মিটার, ২০০ মিটার দৌড় এবং লং জাম্পে অংশ নেবেন। রিতা মৈত্র ৬৫ কিলোর বেশি বিভাগে ডিসকাস এবং জ্যাভলিন থ্রোতে অংশ নেবেন।

অভিযুক্ত কানেরিয়া
স্পট-ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন কাউন্টি ক্রিকেটার আদালতে জানিয়েছেন, গড়াপেটার প্রস্তাব তাঁকে দেন পাক স্পিনার দানিশ কানেরিয়া। এসেক্সে কানেরিয়ার সতীর্থ বোলার মার্ভিন ওয়েস্টফিল্ড স্বীকার করেন, ২০০৯-এ ডারবানের বিরুদ্ধে ম্যাচের এক ওভারে ১২ রান দেওয়ার জন্য তিনি ছ’হাজার পাউন্ড নেন। সেই ওভারে অবশ্য ১০ রান ওঠে। ২০১০-এ যে ঘটনায় দোষী সন্দেহে কানেরিয়াকে গ্রেফতার করা হলেও পরে তাঁকে বিনা অভিযোগে ছেড়ে দেওয়া হয়। ওয়েস্টফিল্ডকে এ দিন চার মাসের কারাদণ্ড দিল লন্ডন আদালত।

ম্যাঞ্চেস্টারের জয়ে বর্ণবিদ্বেষী বিতর্ক
ইউরোপা লিগে দুই ম্যাঞ্চেস্টারের জয়ের মধ্যে বর্ণবিদ্বেষের কালো ছায়াও ঢুকে পড়ল। বৃহস্পতিবার নেদারল্যান্ডসে আয়াখস আমস্টারডামকে ২-০ গোলে হারাল অ্যালেক্স ফার্গুসনের দল। পর্তুগালে এফ সি পোর্তোকে ২-১ গোলে হারাল মানচিনি-র দল। ম্যাঞ্চেস্টার সিটির ইয়াইয়া তোরে ও মারিও বালোতেলির উদ্দেশে বর্ণবিদ্বেষী চিৎকার করা হয় বলে অভিযোগ। ম্যান ইউয়ের জয়ে দু’টো গোল করেন ইয়ং এবং হার্নান্দেজ। ম্যান সিটি ০-১ পিছিয়ে থেকে ২-১ জিতল। একটি গোল আগুয়েরোর, একটা আত্মঘাতী গোল পোর্তোর আলভারো পেরিরার।

লেসলি ক্লডিয়াস অসুস্থ
কিংবদন্তি হকি তারকা লেসলি ক্লডিয়াস অসুস্থ। তাঁকে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে শুক্রবার দেখতে যান আর এক অলিম্পিয়ান গুরবক্স সিংহ। তিনি বলেন, “উনি আগের থেকে অনেক ভাল। শিগগিরই ছেড়ে দেওয়া হতে পারে।” সরকারি তরফে ক্লডিয়াসকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

মিডিয়া ফুটবলে
কলকাতা জার্নালিস্টস ক্লাব ও সারজি অ্যাগ্রো ফুডস আয়োজিত মিডিয়া ফুটবলে শেষ চারে গেল সংবাদ প্রতিদিন। এ দিন উত্তরবঙ্গ সংবাদকে তারা হারায় ২-০ গোলে। আজ শনিবার সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী আনন্দবাজার পত্রিকা। অন্য সেমিফাইনালে সিজেসি খেলবে সিএসজেসি বনাম একদিনের বিজয়ীর সঙ্গে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.