এ বার ওভারে দুই বাউন্সার চাইল সৌরভের কমিটি
চার দিন নয়, এ বার থেকে রঞ্জি কোয়ার্টার ফাইনাল স্তর থেকেই টেস্টের মতো পাঁচ দিনের। টি-টোয়েন্টির যুগে পাঁচ দিনের ধ্রুপদী টেস্ট ক্রিকেটকে বাঁচাতে এই প্রস্তাব দিচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ডের টেকনিক্যাল কমিটি। এক দিকে সহারা পুণে ওয়ারিয়র্সের টিম গড়ার পুরো দায়িত্ব তাঁর উপর, এরই মধ্যে মুম্বইয়ে বোর্ডের টেকনিক্যাল কমিটির বৈঠকে বেশ কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত নিল সৌরভের কমিটি। পাঁচ দিনের ক্রিকেটকে বাঁচানোই শুধু নয়, শর্ট পিচ বল মোকাবিলায় ভারতীয়রা যাতে বিদেশে গিয়ে অসুবিধেয় না পড়েন, তা মাথায় রেখে ওভার পিছু এক বাউন্সারেরও নিয়মও ঘরোয়া ক্রিকেটে বদলে দেওয়া হচ্ছে। এখন থেকে ওভারপিছু দুটি বাউন্সার দিতে পারবেন বোলাররা। আর তা চালু হবে আসন্ন বিজয় হাজারে ট্রফি থেকে।
দেশের মাঠে টেস্ট ক্রিকেট ফ্লাডলাইটে খেলার প্রস্তাবও দিয়েছে সৌরভের কমিটি। রঞ্জি ট্রফির লিগ ম্যাচ হোম-অ্যাওয়ে ভিত্তিতে না খেলে নিরপেক্ষ কেন্দ্রে খেলার যে প্রস্তাবের কথা উঠেছিল, তা মানছেন না সৌরভ। পরিষ্কার বলছেন, “এরকম কোনও প্রস্তাব আমরা দিইনি। বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কিন্তু আমি মনে করি হোম আর অ্যাওয়ে পদ্ধতিই থাকা উচিত।” সভা শেষে সৌরভকে প্রশ্ন করা হয়, অস্ট্রেলিয়ায় চলতি ত্রিদেশীয় সিরিজে রোটেশন নীতি তিনি সমর্থন করছেন কি না? সৌরভের উত্তর, “আমার মনে হয় এটা ভাল পদ্ধতি। সবাই সুযোগটা পাওয়া ভাল ব্যাপার। সবার বিশ্রাম পাওয়াও জরুরি। তাতে সব ক্রিকেটারই ফাইনালের কাছাকাছি সময়ে তাজা থাকবে।” একই সঙ্গে বাংলার মনোজ তিওয়ারির হয়েও ব্যাট কলেন তিনি। বললেন, “রোটেশন সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। শেষ ইনিংসে সেঞ্চুরি করেছে মনোজ। তার পর কেন মনোজ সুযোগ পাচ্ছে না, বোঝা কঠিন।”
বৈঠক থেকে বেরোচ্ছেন সৌরভ। শুক্রবার। ছবি: পিটিআই
সৌরভ মনে করিয়ে দিচ্ছেন, বিদেশে টানা আটটা টেস্টে হারের কারণ পর্যালোচনা করা জরুরি। “ওয়ান ডে-তে ভারত ভাল টিম, কারণ অধিনায়ক খুব ভাল। কিন্তু ওয়ান ডে-তে যা-ই হোক, টেস্টে টানা আটটা হার কেন, সেটা ভারতকে সেটা দেখতে হবে।”
ঘরোয়া ক্রিকেটের খোলনলচে বদলে দেওয়ার ইচ্ছের কথা আগেও বলেছিলেন। এ বার সেটা বাস্তবায়িত করার রাস্তায় হাঁটলেন বোর্ডের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়। মুম্বইয়ে টেকনিক্যাল কমিটির সভায় রঞ্জিতে ‘হোম ও অ্যাওয়ে’ পদ্ধতি রেখে দিলেও সৌরভের কমিটির প্রস্তাব, ম্যাচ রেফারি যদি মনে করেন কোথাও হোম ম্যাচে আন্ডারপ্রিপেয়ার্ড উইকেট হয়েছে, তা হলে হোম টিমের দুই পয়েন্ট কাটা যাবে। সরাসরি জয়ের ক্ষেত্রে আগের মতোই পাঁচ পয়েন্ট, প্রথম ইনিংসে এগিয়ে থেকে জিতলে তিন পয়েন্ট। দশ উইকেটে বা ইনিংসে জিতলে একটি বোনাস পয়েন্ট পাওয়া যাবে। বৃষ্টি বা আবহাওয়ার কারণে ম্যাচ ভেস্তে গেলে দু’দলই পাবে এক পয়েন্ট।
পুরো ঘরোয়া ক্রিকেট মরসুমের সূচিই নতুন করে ঢেলে সাজার প্রস্তাব দিয়েছে সৌরভের কমিটি। প্রস্তাবে বলা হয়েছে রঞ্জির পরিবর্তে মরসুম শুরু হবে দলীপ ট্রফি দিয়ে। তার পরে হবে রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, দেওধর ট্রফি ও ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ।
সভায় সৌরভ ছাড়াও ছিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান শ্রীকান্ত, প্রাক্তন টেস্ট ক্রিকেটার রজার বিনি এবং দেশের পাঁচটি অঞ্চলের প্রতিনিধি। পূর্বাঞ্চল থেকে ছিলেন প্রাক্তন স্পিনার অরূপ ভট্টাচার্য।

প্রস্তাবনামা
১) সব ধরনের ক্রিকেটে ওভার পিছু শর্ট পিচ বলের সংখ্যা একের বদলে দুই।
২) কোয়ার্টার ফাইনাল থেকে রঞ্জি পাঁচ দিনের।
৩) হোম ম্যাচে আন্ডারপ্রিপেয়ার্ড উইকেট করলে দুই পয়েন্ট কাটা যাবে।
৪) কোকাবুরা বলে দলীপ ট্রফি খেলা হবে।
৫) ঘরোয়া ক্রিকেট মরসুমে রঞ্জির আগে দলীপ ট্রফি।
৬) আগের মতোই রঞ্জিতে থাকবে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ নিয়ম।
৭) দেশের মাঠে টেস্ট ক্রিকেটে ফ্লাডলাইটের ব্যবহার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.