চলতি অস্ট্রেলিয়া সফরে তৈরি হতে থাকা হাজারো বিপর্যয়ের মধ্যে আরও একটা অবাঞ্ছিত বিতর্ক তাড়া করতে শুরু করেছিল ভারতীয় শিবিরকে। শুক্রবার যার মধুরেণ সমাপয়েৎ ঘটল। পুরনো মধুর সম্পর্কে আবার ফেরত গেলেন সচিন তেন্ডুলকর আর গৌতম গম্ভীর।
অ্যাডিলেড ওভালে সফরে প্রথম বড় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর গম্ভীরের মন্তব্য থেকে মন কষাকষি শুরু। জিতে উঠে ম্যান অব ম্যাচ গম্ভীর আচমকা মিডিয়াকে বলে দেন, “এটাই সেরা দল। এ দলটাকেই রাখা উচিত। বড় বড় নাম আসল কথা নয়। আসল হল কার্যক্ষমতা।” সচিন সেই ম্যাচে খেলেননি। রোটেশন পদ্ধতিতে সহবাগ খেলেন। সচিন তখন জানতেনও না গম্ভীর কী বলেছেন। ভারতে রাতের দিকে এ নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। বিশেষ করে মরাঠি চ্যানেলগুলো মুম্বই সরগরম করে দেয় এই বক্তব্যে যে, গম্ভীর নিজেকে কী মনে করছেন! এর ফলে তো তিনি বোঝাতে চাইছেন, সহবাগ-গম্ভীরেরই খেলা উচিত। সচিনের নয়।
ভারতে বিতর্ক শুরু হয়ে যাওয়ার পরের দিনই গোটা অস্ট্রেলিয়া জুড়ে সংবাদমাধ্যম জল্পনা শুরু করে দেয়, খোদ ভারতীয় দলেই তেন্ডুলকরের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। অ্যাডিলেড থেকে ব্রিসবেন যাওয়ার পথে টিম প্রথম বোঝে এ নিয়ে হাওয়া খুব গরম। দ্রুত আসরে নামেন কোচ ডানকান ফ্লেচার। সচিন ততক্ষণে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন। গম্ভীরও বুঝে যান তাঁর এ ভাবে বলাটা ঠিক হয়নি। লোকে মন্তব্যের অন্য ব্যাখ্যা করছে। আর সেই ব্যাখ্যার জন্য তাদের দোষ দেওয়া যায় না। বিতর্ক-পরবর্তী অ্যাডিলেডে ‘টাই’ ম্যাচে সচিন মাত্র ১৫ করে আউট হয়ে যাওয়ায় পরিবেশের গুমোট ভাব আরও বৃদ্ধি পায়।
এ সময় অবতীর্ণ হন কোচ ফ্লেচার। তিনি দু’জনের সঙ্গে আলাদা করে কথা বলেন। এর পর বৃহস্পতিবারে পুল সেশনে দু’জনকে একসঙ্গে অনেকক্ষণ আড্ডা মারতে দেখা যায়। তখন থেকেই পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। শুক্রবারও অনুশীলনে তাঁরা অনেকটা সময় একসঙ্গে কাটান।
এত দিনে পরিষ্কার হয়ে গিয়েছে, রোটেশন পদ্ধতিটা ধোনির নয়, ভারতীয় বোর্ড নির্দেশিত। বোর্ড বলে দিয়েছে, ২০১৫ বিশ্বকাপে সম্ভাব্যদের কারও মধ্যে রোটেশন করার দরকার নেই। ওটা হবে তিন বয়স্কর মধ্যে। সচিন-সহবাগ-গম্ভীর। পারতপক্ষে তিরিশোর্ধ এরা একসঙ্গে খেলবে না।
রোটেশন পদ্ধতি অনুযায়ী রবিবার ব্রিসবেন ম্যাচে বসার কথা ফর্মে থাকা গম্ভীরের। অস্ট্রেলিয়ায় ফোন করে জানা গেল, বসবেন বোধহয় সহবাগ। চোট পুরো সারেনি। সেক্ষেত্রে ওপেনিং জুটি আবার সচিন আর গম্ভীর। গাব্বা উইকেটে তাঁদের নিশ্চয়ই বেশিক্ষণ কথা বলতে দেখা যাবে। |