গুলি ছুড়ে দোকানে ডাকাতি ব্যান্ডেলে |
শুক্রবার রাত ৯টা নাগাদ এক দল দুষ্কৃতী হামলা চালাল ব্যান্ডেলের বিক্রমনগরের একটি সোনার দোকানে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়নাগাটি লুঠ করে। মোটর বাইকে চেপে জনা ছয়েক দুষ্কৃতী এসেছিল বলে জানিয়েছে পুলিশ। জিটি রোড ধরে পালানোর সময়ে তারা শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। চুঁচুড়া থানার পুলিশ এলাকায় আসে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।
|
হরিপালের বিশিষ্ট সমাজসেবী হরানাথ ভট্টাচার্যের স্মরণে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করে তাঁর নামাঙ্কিত স্মৃতিরক্ষা কমিটি। প্রভাতফেরি বেরোয়। স্থানীয় কৈলাস পাঠাগারে হরানাথ ভট্টাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেন বিধায়ক বেচারাম মান্না। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন স্বাধীনতা সংগ্রামী জয়গোপাল রক্ষিত এবং স্মৃতিরক্ষা কমিটির সভাপতি বলাই রায়চোধুরী।
|
বোমাতঙ্ক-কাণ্ডে জামিন নাকচ যুবকের |
জামিন হল না স্ত্রী-মেয়েকে ফেরানোর জন্য বোমাতঙ্ক ছড়িয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আটকে দেওয়া যুবকের। শুক্রবার হুগলির চন্দননগর আদালতে তোলা হলে ভারপ্রাপ্ত এসিজেএম পূর্বা কুণ্ডু জামিনের আবেদন খারিজ করে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন। বুধবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে বচসা হয় ওই যুবকের। তার জেরে মেয়েকে নিয়ে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ির ট্রেনে চড়ে বসেন স্ত্রী। এর পরেই রেলপুলিশে ফোন করে ট্রেনে বোমা থাকার কথা বলেন যুবক। |