|
|
|
|
|
|
|
আপনার সাহায্যে ২... |
|
গাঁজায় কখনও বুদ্ধি বাড়ে না |
বলছেন ডা. অমিতাভ মুখোপাধ্যায়
|
• গাঁজা খেলে মন ফুরফুরে হয়ে থাকে খানিক ক্ষণ। ফলে যদি ভাবেন অশান্তি হলেই গাঁজা খাবেন, বিরাট ভুল করবেন। কারণ, অশান্তির কারণটা কিন্তু থেকেই যাবে। সে বারবার খোঁচাবে। তাকে ভুলতে ধীরে ধীরে পুরোপুরি নেশার খপ্পরে পড়ে যাবেন।
• গাঁজা হল আরও গভীর গাড্ডায় গড়িয়ে পড়ার সিঁড়ি। দেখা গেছে চরস, হাসিস, ব্রাউন সুগারের নেশা যাঁরা করেন, তাঁদের নেশার সূত্রপাত হয়েছিল গাঁজা দিয়ে।
• নিয়মিত গাঁজা খেলে অ্যাংজাইটি-ডিপ্রেশনের আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় ৫ গুণ এবং স্কিজোফ্রেনিয়া নামে জটিল মানসিক অসুখে ভোগার আশঙ্কা ৪ গুণ বেড়ে যায়।
• সিগারেটের যাবতীয় কুফল এতেও আছে। উপরি পাওনা বন্ধ্যত্বের আশঙ্কা।
• গাঁজা খেলে বুদ্ধি বাড়ে, এ সম্পূর্ণ ভুল ধারণা। সাময়িক ভাবে অনুভূতি তীক্ষ্ণ হয়। তার লোভে নিয়মিত খেয়ে গেলে মনোযোগ তলানিতে ঠেকে।
• নিয়মিত খেলে কিছু দিনের মধ্যেই পুরো জবুথবু হয়ে যাওয়ার আশঙ্কা।
• কারণ জানা না গেলেও, গাঁজা খেলে যে ওজন বাড়তে পারে না, তা আজ প্রমাণিত। তবে তার জন্য খেতে হবে, সপ্তাহে ৩-৪ দিন একাধিক বার। এই পরিমাণ গাঁজা খেলে খুব অল্প দিনের মধ্যেই নেশার সাগরে ভেসে সব কিছু খুইয়ে বসবেন। সাবধান! |
|
যোগাযোগ - ৯৮৩০০৪৯৮৪০
|
|
|
|
|
|