টুকরো খবর
জট কাটাতে ২০শে তিস্তা নিয়ে বৈঠক
ইসলামপুর মহকুমায় তিস্তা সেচ প্রকল্পের জন্য জমি সংক্রান্ত জট খুলতে এবার উদ্যোগী হলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। বৃহস্পতিবার তিস্তা সেচ প্রকল্পের এক আধিকারিককে সঙ্গে নিয়ে ইসলামপুর মহকুমার গুঞ্জরিয়া, গোয়ালপোখর-সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। মহকুমার চোপড়ার হাপতিয়াগছ, ইসলামপুরে গুঞ্জরিয়া, গোয়ালপোখর থানার বেশ কিছু এলাকায় জমির সমস্যা রয়েছে। তাতে আটকে পড়েছে তিস্তা সেচ প্রকল্পের কাজ। জমির সমস্যা নিয়ে জট খুলতে আগামী ২০ ফেব্রুয়ারী প্রশাসনিক স্তরের বৈঠক ডেকেছেন তিনি। গ্রন্থাগার মন্ত্রী জানান, জমির সমস্যায় ইসলামপুর মহকুমার বেশ কিছু এলাকায় এখনও তিস্তা প্রকল্পের কাজ থামকে রয়েছে। সেচ মন্ত্রী মানস ভুঁইয়ার কাছে তা জানতে পেরে এ দিন তিনি মহকুমার বিভিন্ন এলাকাগুলি ঘুরে সমস্যা খতিয়ে দেখেন। বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। তিনি বলেন, “এই মহকুমায় তিস্তা সেচ প্রকল্পের জন্য রাখা জমির একাংশ বেদখল হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। এক মাসের মধ্যে সমস্যা সমাধান সম্ভব হবে বলে আশা করছি।” ২০ ফেব্রুয়ারির বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন প্রশাসনিক স্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। ইসলামপুর মহকুমায় তিস্তা সেচ প্রকল্পের জমির সমস্যা মিটলে কৃষক উপকৃত হবেন।

তিরস্কৃত ২৬টি স্কুল
জেলার ২৬ টি স্কুলে এখনও মিড ডে মিল চালু না করায় কর্তৃপক্ষকে ভর্ৎসনা করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার মালদহে জেলার বিভিন্ন স্কুলের প্রাধান শিক্ষকদের নিয়ে মিড ডে মিল বিষয়ে এক কর্মশালায় প্রশাসনের তরফে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে মিড ডে মিল চালু করার নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক থেকে মাধ্যমিক স্কুল পড়ুয়াদের পুষ্টিকর মিড-ডে-মিল সুনিশ্চিত করতে জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে ওই কমর্শালা করে জেলাপ্রশাসন। কর্মশালায় জেলার ৫১ টি প্রাথমিক, ৬১ টি জুনিয়ার হাই, ৯ টি হাইস্কুলকে মিড-ডে-মিল রান্না করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্যাস ওভেন দেওয়া হয়। জেলাশাসক শ্রীমতি অর্চনা বলেন, “জেলার বেশিরভাগ স্কুলে মিড ডে মিল চালু হয়ে গিয়েছে। ২৬ টি হাইস্কুলে এখনও মিড-ডে-মিল চালু করা যায় নি। ১৫ দিনের মধ্যে ওই স্কুল কতৃপর্ক্ষকে মিড-ডে-মিল চালু করার নিদের্শ দেওয়া হয়েছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কর্মশালায় জেলার ৫১০ টি হাই স্কুলের প্রধান শিক্ষক ও ১৮৭৬ টি প্রথমিক স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা হাজির ছিলেন।

কোচবিহারের মেয়ে উদ্ধার কলকাতায়
কোচবিহার থেকে অপহৃত এক বালিকা উদ্ধার হয়েছে কলকাতায়। বালিকার নাম সান্ত্বনা পাল। বয়স ১৪ বছর। কোচবিহারের ঘেগিরঘাট এলাকার বাসিন্দা সান্ত্বনা গত ৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি থেকে সে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হেফাজতে রয়েছে। ৫ তারিখ শিয়ালদহ স্টেশনের জিআরপি তাকে উদ্ধার করে ওই সংস্থার হাতে তুলে দিয়েছিল। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। মেয়েটির পরিজনদের থানায় নিয়ে গিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.