|
|
|
|
‘পুরসভা, হাসপাতাল নিয়ে ভাবছে না সরকার’ |
গৌতমের ঘোষণায় ক্ষোভ ফালাকাটাতে |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
বিরোধী দলে থাকালাকীন ফালাকাটাকে পুরসভা করার দাবিতে সরব হয় তৃণমূল। ক্ষমতায় বসার পর রাজ্যের কয়েকটি হাসপাতালের পাশাপাশি ফালাকাটায় সুপার স্পেশালিটি হাসপাতাল করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব সাফ জানিয়ে দিয়েছেন, ফালাকাটায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে না। পাশাপাশি, ফালাকাটাকে পুরসভা ঘোষণা করার বিষয়েও রাজ্য সরকার কোনও ভাবনাচিন্তা করছে না বলে জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তাঁর অভিযোগ, আগের বাম সরকার নির্বাচনের আগে ফালাকাটার বাসিন্দাদের ভোট পেতে পুরসভা নিয়ে মিথ্যা ঘোষণা করেছে। গৌতমবাবু বলেন, “ফালাকাটাকে পুরসভা ঘোষণার বিষয়ে কোনও রকম প্রস্তাব নেই। তা নিয়ে সরকার চিন্তাভাবনাও করছে না। আগের সরকার ভোটের রাজনীতি করতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে।” ফালাকাটা হাসপাতালের মানোন্নয়ন করা হবে। সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির ব্যাপারে কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই ঘোষণার জেরে ফালাকাটায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। বাম আমলে এলাকাবাসীর আস্থা অর্জন করতে স্থানীয় তৃণমূল এবং কংগ্রেস পুরসভার দাবি তুলে সরব হয়। ফালাকাটা গ্রামীণ হাসপাতালে পরিষেবা মিলছে না বলে হাসপাতালের মান উন্নয়নের জন্য বহু বার পৃথক ভাবে আন্দোলন হয়। রাজ্যের তৎকালীন বনমন্ত্রী যোগেশ বর্মন নিজের এলাকার পরিষেবা নিয়ে মাথা ঘামাচ্ছেন না বলেও তৃণমূলের তরফে অভিযোগ করা হয়। ফালাকাটাকে পুরসভা ঘোষণা কতটা জরুরি সে বিষয়েও তৃণমূল বিধানসভা ভোটের আগে প্রচার চালায়। বিধানসভা ভোটের কয়েকমাস আগে তৎকালীন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য ফালাকাটাকে পুরসভার মর্যাদা দিতে ক্যাবিনেটে বৈঠকে বিল পাশ হয়েছে বলে জানান। ওই ঘোষণায় খুশি হয়ে বাসিন্দারা ফালাকাটায় অশোকবাবুকে নাগরিক সংবর্ধনা দেন। ফালাকাটা ১ এবং ২ নম্বর এবং পারঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতকে পুরসভার আওতায় আনা হবে বলেও জানানো হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ অস্বীকার করে প্রাক্তন পুরমন্ত্রী বলেন, “২০ টি এলাকার শহরের অনুধাবন করে মন্ত্রিসভার বৈঠকে পুরসভার যে বিল পাশ হয় তার মধ্যে ফালাকাটা রয়েছে। রাজ্যপাল ওই বিলে সই করে দিলেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় বিধিভঙ্গের ভয়ে সেই ঘোষণা হয়নি। এখন যিনি এ কথা বলছেন তিনি একটু কষ্ট করে কলকাতা গিয়ে দেখুন না ফাইল আছে কি না। তাঁর তো আবার কলকাতায় দফতর নেই!” রাজ্যে নতুন সরকার ক্ষমতায় বসার পরে কয়েকমাস কাটলেও তৃণমূল পুরসভা ঘোষণার দাবিতে সরব হয়েছে। সে সময় রাজ্যের মন্ত্রী গৌতম দেব ফালাকাটায় গিয়ে পুরসভা ঘোষণা করার বিষয়টি উড়িয়ে দেওয়ায় ঘরে বাইরে চাপের মুখে পড়েছে তৃণমূল নেতৃত্ব। ফালাকাটার তৃণমূল নেতা সুরেশ লালা বলেন, “ফালাকাটাকে পুরসভা করার দাবি আমাদের আজও রয়েছে। মন্ত্রী কী বলছেন তা জানি না। না শুনে কোনও মন্তব্য করব না।” মন্ত্রীর মন্তব্যে প্রচন্ড ক্ষুব্ধ কংগ্রেস দলের নেতারা। ব্লক কংগ্রেস সভাপতি স্বপন বসু বলেন, “গ্রাম পঞ্চায়েতের সীমিত ক্ষমতায় এত বড় এলাকার পরিষেবা দেওয়া সম্ভব নয়। সিপিএম ভাঁওতা দিলেও কেন এখন কেন রাজ্য সরকার ফালাকাটাতে পুরসভা করছে না তা স্পষ্ট করে বলতে পারছি না।” তিনি সাফ জানান, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই মন্তব্য মানা যায় না। কিছুদিনের মধ্যে হাসপাতাল, পুরসভা ও মহকুমার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করা হবে। ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষিতীশ রায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী এক কথা বলছেন আর তাঁর মন্ত্রী অন্য কথা বলছেন। মানুষ কাকে বিশ্বাস করবেন বুঝতে পারছেন না। পুরসভার জন্য আমরা প্রস্তাব পাঠাই এটা অস্বীকার করলে চলবে না। পুরসভার জন্য তারাই তো আন্দোলন করেছিলেন।” সিপিএম দলের জলপাইগুড়ি জেলা নেতা নিতাইকৃষ্ণ পাল বলেন, “তৃণমূল-সহ বাকি বিরোধীরা পুরসভার দাবি তুলতেন। বাম আমলে আমাদের সরকার ফালাকাটা পুরসভা করার সিদ্ধান্ত নেয়। এখন মন্ত্রী মিথ্যা অভিযোগ করছেন, পাশাপাশি ফালাকাটাবাসীর স্বপ্নপূরণ হবে না বলে জানিয়ে দিচ্ছেন। এটা মানুষ মেনে নেবে না।” |
|
|
|
|
|