টুকরো খবর
পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ১৬
পাশ কাটাতে গিয়ে পরস্পরের ধাক্কায় রাস্তার উপর উল্টে গেল একটি যাত্রীবাহী বাস ও একটি একটি গাড়ি। গাড়ির এক আরোহীর মৃত্যু হয়। জখম হন ওই গাড়ির চার আরোহী ও বাসের জনা বারো যাত্রী। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া সদর থানার বিশপুরিয়া মোড়ে, বাঁকুড়া-খাতড়া রাস্তার উপরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অচ্যুত বন্দ্যোপাধ্যায় (৪০)। খাতড়া থানার বলরামপুরে তাঁর বাড়ি। ওই গাড়ির জখম চারজনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত বাসযাত্রীদের প্রাথমিক চিকিৎসা করার পরে ছেড়ে দেওয়া হয়।
বাঁকুড়া-খাতড়া রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। ছবি: অভিজিৎ সিংহ।
দুর্ঘটনার পরে বাসিন্দারা প্রায় এক ঘণ্টা ওই রাস্তা অবরোধ করেন। পুলিশ সূত্রে খবর, খাতড়া থেকে দু’টি গাড়ি বাঁকুড়ার দিকে আসছিল। বাসটি ওই গাড়িটিকে অতিক্রম করার সময় দুটির গাড়িুর মধ্যে ধাক্কা লাগে। দু’টি গাড়িই উল্টে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অচ্যুতবাবুর মৃত্যু হয়। আহত চারজনের মধ্যে এক বালিক ও দুই মহিলা তাঁর আত্মীয় বলে পুলিশের অনুমান। ওই গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক। বাসের চালক পালিয়েছে।

অগ্নিকাণ্ড বাসস্ট্যান্ডে
ছবি: সমীর দত্ত
অগ্নিকাণ্ডে পুড়ে গেল চারটি খাবার হোটেল ও দোকান। বুধবার রাতে মানবাজার বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের অভিযোগ, লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রাতেই দমকলকর্মীরা গিয়ে আগুন নেভান। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান, কোনও হোটেলের রান্নাঘর থেকে আগুন ছড়িয়েছে। আগুনে পুড়েছে যাত্রী প্রতীক্ষালয়ের পাশে থাকা খাবার হোটেল ও দোকান। একটি হোটেলের মালিক শ্যামল ঘটক বলেন, “দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। রাত সাড়ে এগারোটা নাগাদ খবর পাই বাসস্ট্যান্ডে আমাদের দোকানে নাকি আগুন লেগেছে। এসে দেখি সব শেষ।” বাসকর্মীদের আশঙ্কা, রাতে বাসস্ট্যান্ডে অনেক গাড়ি থাকে। তাই আগুন ছড়ালে আরও বিপদ বাড়তে পারত।

পঞ্চায়েত কর্মীকে ‘মার’
পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে এক চতুর্থ শ্রেণির কর্মীকে মারধর করার অভিযোগ উঠল। ছাতনার ঘোষেরগ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুরের ঘটনা। এরপরে কর্মীরা পঞ্চায়েত অফিস বন্ধ করে বিডিও-র কাছে গিয়ে অভিযোগ জানান। পঞ্চায়েতের প্রধান চন্দনা মণ্ডল বলেন, “ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় মাঝে মধ্যে পঞ্চায়েত অফিসে এসে কর্মীদের হুমকি দিত। এ দিন এক কর্মীকে মারধর করেছে। বিডিও ও পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজ করা হচ্ছে।

বৃত্তি প্রদান
বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সংখ্যালঘু ছাত্র-ছাত্রী, বেকার যুবক-যুবতিদের বৃত্তি ও ঋণ প্রদান করা হল। বৃহস্পতিবার পুরুলিয়ায় জে কে কলেজের এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল-সহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এদিন দুই জেলার ২৮৭১৯ জনকে মোট ৩ কোটি ৭৯ লক্ষ টাকা বৃত্তি ও ঋণ দেওয়া হয়। নিগমের চেয়ারম্যান জানান, চলতি বছরের মধ্যে রাজ্যের ১৬ লক্ষ পড়ুয়া ও বেকার যুবক যুবতীদের বৃত্তি ও ঋণ হিসাবে মোট ৪১৫ কোটি টাকা দেওয়া হবে।

চোলাই অভিযান
পুলিশ ও আবগারি দফতর বৃহস্পতিবার বান্দোয়ানের চিলা গ্রামে একটি চোলাই তৈরির ঠেকে হানা দিয়ে ১০০ লিটার মদ বাজেয়াপ্ত করল। মদ তৈরির উপকরণও মিলেছে। কেউ গ্রেফতার হয়নি। তাদের খোঁজ চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.