এসএফআই এবং টিএমসিপি সমর্থকদের মধ্যে মারামারিতে দু’পক্ষের অন্তত ১২ জন জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি কলেজে। ঘটনার জেরে রাত পর্যন্ত অধ্যক্ষের ঘরে অবস্থান বিক্ষোভ করে এসএফআই সমর্থকরা। টিএমসিপি সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে তারা। টিএমসিপি-র কলেজ ইউনিটের সভাপতি পীযূষকান্তি হালদারের অভিযোগ, “স্মারকলিপি দিয়ে বেরিয়ে আসার পরেই ওরা আমাদের উপর চড়াও হয়। আমাদের ৫ জন আহত হয়।” অভিযোগ অস্বীকার করে এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সম্পাদক রামপ্রসাদ হালদারের পাল্টা দাবি, “প্রাণীবিদ্যার ছাত্ররা কিছু দাবি নিয়ে অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান করছিল। ওই দলে থাকা আমাদের এক সমর্থককে টিএমসিপি-র ছেলেরা কটুক্তি করে। প্রতিবাদ করায় আমাদের ৭-৮ জন ছেলেকে ওরা বেধড়ক মারে। কয়েকজনকে রায়দিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।” অধ্যক্ষ আলি রেজা মোল্লা বলেন, “বিষয়টি নিয়ে শনিবার পরিচালন সমিতির সভায় আলোচনা হবে।”
|
গরু পাচার ও এক বিএসএফ জওয়ানকে খুন করার অভিযোগে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর বাজার থেকে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ২০টি গরু। এই নিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করা হল। প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি ভোরে স্বরূপনগরের গাবর্ডা সীমান্তে গরু পাচারে বাধা দিলে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন বিএসএফের ১৫২ নম্বর ব্যাটালিয়নের জওয়ান সরতাজ সিং ও জিন্দার পাল সিং। গত ৭ জানুয়ারি কলকাতার হাসপাতালে মারা যান সরতাজ সিং। ওই ঘটনার পর পুলিশ এবং বিএসএফ সীমান্তের গ্রামগুলিতে যৌথ তল্লাশিতে নামে। গ্রেফতার করা হয় ৭ দুষ্কৃতীকে। গত মঙ্গলবার ও বুধবার স্বরূপনগর ও বাদুড়িয়া থানার সীমান্ত লাগোয়া গ্রাম থেকে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়।
|
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু হলএক যুবকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম সফিকুল গাজি (৩০)। ঘটনাটি ঘটেছে বসিরহাটের গয়ড়া গ্রামে। মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় সফিকুলকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে তিনি মারা যান। শ্বশুরবাড়ির লোকজনের দাবি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন সফিকুল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে মিনাখাঁর ছআনি গ্রাম থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান সফিকুল। সফিকুলের মৃত্যুর খবর পেয়ে বুধবার বিকেলে বসিরহাট থানায় যান সফিকুলের আত্মীস্বজন। তাঁদের দাবি, এই মৃত্যুর পিছনে রহস্য রয়েছে। থানায় এ ব্যাপারে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিবহণ সমস্যা নিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসন, পুলিশ কর্তা ও বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পরিবহণ সংক্রান্ত সমস্যাগুলি তিনি উপস্থিত বিধায়কদের জেলাশাসককে লিখিত আকারে জমা দিতে বলেছেন। পুরো ব্যাপারটি পর্যালোচনা করে পরিবহণ কাঠামোর উন্নয়নের চেষ্টা করা হবে বলে মন্ত্রী আশ্বাসও দিয়েছেন। ম্যাজিক ভ্যান ও অটোর দৌরাত্ম্য নিয়ে অভিযোগ প্রসঙ্গে মদনবাবু বলেন, “অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” এ দিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নারায়ণ স্বরূপ নিগম, পুলিশ সুপার লক্ষ্মীনারায়ণ মিনা এবং জেলা পরিবহন দফতরের কর্তারা।
|
হেরোইন-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আক্রম লস্কর। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘুটিয়ারশরিফ এলাকায় অভিযান চালিয়ে আক্রমকে ধরে পুলিশ। আটক করা হয়েছে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের হেরোইন। |