টুকরো খবর
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সংঘর্ষ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি ও এসএফআই সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধল বৃহস্পতিবার। এসএফআইয়ের অভিযোগ, পরিকল্পনা-মাফিক বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে টিএমসিপি। আর টিএমসিপি-র অভিযোগ, এসএফআইয়ের দুই বাইরের নেতা ইউনিয়ন অফিসে আপত্তিকর অবস্থায় বসেছিল। তার প্রতিবাদ করতে গেলে এসএফআই সমর্থকরাই মারধর করে। দু’পক্ষই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের বেশি দেরি নেই। দু’তিন মাসের মধ্যেই নির্বাচন হওয়ার কথা। দুই ছাত্র সংগঠনই সংসদ দখলে মরিয়া। তারা ইতিমধ্যেই জোরকদমে প্রচারও শুরু করেছে। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডার অভিযোগ, “বিশ্ববিদ্যালয়ে আমাদের মজবুত সংগঠন। সামনের নির্বাচনেও তৃণমূল ছাত্র পরিষদ কল্কে পাবে না বুঝেই ক্লাসে ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের ভয় দেখাচ্ছে, সংগঠনের সদস্যদের নানা ভাবে হেনস্থা করছে। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক অনিমেষ পালকে বেধড়ক মারধর করে। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।” আর টিএমসিপি-র পশ্চিম মেদিনীপুর জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরির দাবি, “ইউনিয়ন ঘরে বহিরাগত দুই এসএফআই নেতা আপত্তিজনক অবস্থায় বসেছিল। প্রতিবাদ করায় আমাদের সংগঠনের ছাত্রদের উপরে হামলা চালায় এসএফআই-ই।” সৌগত অবশ্য ‘এ-সবই ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ দিনের বিষয়টি থানায় জানিয়েছেন।

কেলেঘাই প্রকল্প শুরু হচ্ছে আজ
কেলেঘাই-কপালেশ্বরী-বাগুই নদী সংস্কারের কাজ আজ শুক্রবার শুরু হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এই নদী সংস্কার-প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে ভগবানপুরের কাঁটাখালিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। প্রায় সাড়ে ছ’শো কোটি টাকার এই সংস্কার-প্রকল্প ঘিরে আশায় বুক বেঁধেছেন দুই মেদিনীপুরের বন্যাপ্রবণ সবং, পটাশপুর, ময়না, চণ্ডীপুর, পিংলা, ভগবানপুর, নারায়ণগড়, খড়্গপুর গ্রামীণ এলাকার কয়েক লক্ষ বাসিন্দা। দুই মেদিনীপুরের বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি মেনে এই নদী সংস্কার-কাজে উদ্যোগী হয়েছিলেন সবংয়ের বিধায়ক রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। নদী সংস্কার-প্রকল্প রূপায়ণে কেন্দ্রীয় সরকার ৭৫ শতাংশ ও রাজ্য ২৫ শতাংশ ব্যয়ভার বহন করবে। প্রথম পর্যায়ে কেন্দ্রীয় সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও সেচ দফতর সূত্রের খবর।

খুলল বুকিং কাউন্টার
নন্দীগ্রামে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা রেলের দূরপাল্লার আসন সংরক্ষণ কেন্দ্রটি ফের চালু হল বৃহস্পতিবার। ওই আসন সংরক্ষণ কেন্দ্রের কর্মীকে নিগ্রহ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে গত ১১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যায় নন্দীগ্রাম বিডিও অফিস সংলগ্ন রেলের আসন সংরক্ষণ কেন্দ্রটি। বুকিং কেন্দ্রের নিরাপত্তা বাড়ানোর জন্য রেল দফতর থেকে স্থানীয় প্রশাসন ও পুলিশকে অনুরোধ জানানো হয়েছিল। কর্মী পরিবর্তন করে বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে ফের বুকিং কেন্দ্রটি চালু করল রেল। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর বিভাগের চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর অনুপম পালোধি বলেন, “ওই বুকিং কাউন্টারের কর্মীর প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসন।”

৬ দুষ্কৃতী গ্রেফতার
শিল্পশহরে আসা ট্রাকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ জনের একটি দুষ্কৃতীদলকে পাকড়াও করল পুলিশ। বুধবার মধ্যরাতে হলদিয়ায় ৪১ নম্বর জাতীয় সড়ক-সংলগ্ন দেভোগ থেকে পুলিশ ওই ডাকাতদলকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ট্রাক আটকে চালক ও খালাসিকে মারধর করে মাঝেমধ্যেই টাকা-সহ আমদানি-রপ্তানিকৃত সামগ্রী লুঠপাট করে কিছু দুষ্কৃতী। পুলিশের দাবি, এ দিনও গাঁধীনগরের শেখ লালন, তপন দোলুই, রানিচকের শেখ রেজাউল, অনুপ প্রামাণিক, চিরঞ্জীবপুরের বিশু মিশ্র, গাঁধীকলোনির চিন্ময় ভৌমিক জড়ো হয়ে ট্রাক দাঁড় করাচ্ছিল। ভবানীপুর থানার ওসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে পুলিশ গিয়ে ধারালো অস্ত্র-সহ তাদের গ্রেফতার করে।

আলোচনাচক্র
দফতরের মন্ত্রী সাধন পাণ্ডের পূর্ব মেদিনীপুর সফরের পরে কর্মী ও পরিকাঠামোগত খামতি সত্ত্বেও জেলায় নজরদারি বাড়িয়েছে ক্রেতাসুরক্ষা দফতর। বৃহস্পতিবার মহিষাদলে ক্রেতাসুরক্ষা বিষয়ে একটি আলোচনাচক্রে এই দাবিই করলেন জেলার লিগ্যাল মেট্রোলজির অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার প্রভঞ্জন বেরা। চলতি বছরে ৭৬টি অভিযোগের ৭৫ ভাগই সমাধান হয়েছে বলেও দফতরের দাবি। মহিষাদল সতীশ সামন্ত সভাগৃহে আলোচনাচক্রের উদ্বোধন করেন হলদিয়ার অতিরিক্ত জেলাশাসক সুমন হাওলাদার।

চাকরি-প্রার্থীদের বিক্ষোভ
শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে ফের বিক্ষোভ দেখাল পিটিটিআই-পাশ পড়ুয়াদের সংগঠন। বুধবার দুপুরে একশোর বেশি বি-এড ও পিটিটিআই পাশ চাকরিপ্রার্থী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে তাঁরা সংসদ চেয়ারম্যানকে স্মারকলিপিও দেন।

নতুন ভবন উদ্বোধন
রামনগর-১ ব্লকের তালগাছাড়ি-১ অঞ্চলের উত্তরপূর্ব গ্রামসভায় বুধবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ভবনের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস। উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই সার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.