সপ্তাহখানেক ধরে এলাকায় বিচরণের পরে বৃহস্পতিবার সকালে দামোদর পেরিয়ে বাঁকুড়ায় ঢুকে পড়ল দাঁতাল। তবে তার আগে বুধবার রাতেও অন্ডালের বেশ কিছু দোকানপাট তছনছ করে সেটি।
বুধবার রাত ১০টা নাগাদ থানা রোড ধরে অন্ডাল নর্থ বাজারের দিকে যাচ্ছিল হাতিটি। পথে একটি মুদি দোকানের দরজা ভেঙে বের করে নেয় ভূষির বস্তা। ধীরেসুস্থে ভূষি খেয়ে আবার হাঁটতে শুরু করে। সাড়ে ১০টা নাগাদ বাড়ির দরজায় টোকার শব্দ শোনেন দেবু দত্ত ও তাঁর পরিবারের লোকজন। চোর এসেছে মনে করে তাঁরা দরজা ফাঁক করতেই দেখেন, হাতির পা। তাড়িঘড়ি দরজা বন্ধ করে দেন তাঁরা। সেখান থেকে অন্ডাল থানার দিকে রওনা হয় দাঁতাল। থানার কাছেই তিনটি গাড়ির কাচ ভাঙে সে। তার পরে আবার নর্থ বাজারে গিয়ে রাজেন্দ্র কেশরীর চাল দোকানে ধাক্কা মারে। সেখান থেকে এক বস্তা চাল বের করে মিনিট পনেরো ধরে খায়। তার পরে জনতার তাড়া খেয়ে সিঙ্গারন নদী পেরিয়ে ঢুকে যায় জঙ্গলে। |
এ দিন সকালে জনতা, পুলিশ ও বনকর্মীরা ওই জঙ্গলের কাছে হাতিটিকে তাড়া করে। বাস্কা ও মদনপুরের মাঝামাঝি জায়গায় গিয়ে দামোদরে নেমে পড়ে দাঁতাল। তার পরে নদ পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বন দফতরের তরফে জানানো হয়, হাতিটি বাঁকুড়ায় চলে গেলেও যে কোনও জায়গা দিয়ে আবার ঢুকে পড়তে পারে। সে দিকে নজর রাখা হচ্ছে। |