টুকরো খবর
প্রতিশ্রুতিতে ‘সহবাস’, ধৃত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতিবেশী এক তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে খানাকুলের গোপালনগর গ্রাম থেকে শেখ সঈফুদ্দিন নামে ওই যুবককে ধরা হয়েছে। বৃহস্পতিবার আরামবাগ আদালতের বিচারক তাঁকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত আট মাস ধরে ওই তরুণীর সঙ্গে মেলামেশা চলছিল সঈফুদ্দিনের। দিন পনেরো আগে তরুণীর পরিবার জানতে পারেন, মেয়েটি অন্তঃসত্ত্বা। গ্রাম্য সালিশিতে ওই যুবককে বলা হয়, মেয়েটিকে বিয়ে করতে। তখনকার মতো রাজি হলেও রাতে বাড়ি থেকে পালিয়ে যান সঈফুদ্দিন। গত সোমবার থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা। যুবকের দাবি, তাঁকে পরিকল্পনামাফিক ফাঁসানো হয়েছে।

বীরশিবপুরে আলাপন মেলা
নিজস্ব চিত্র
আলাপন কালচারাল ইউনিটের উদ্যোগে চতুর্দশ বর্ষ আলাপন মেলা শুরু হয়েছে হাওড়া উলুবেড়িয়ার বীরশিবপুর স্টেশন মাঠের কাছে। রবিবার ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় প্রতিদিন থাকছে অঙ্কন, রবীন্দ্রনৃত্য, আধুনিক নৃত্য, তবলা লহরা ইত্যাদি প্রতিযোগিতা। মেলার উদ্যোক্তা প্রবীরকুমার হালদার জানান, প্রদীপ প্রজ্জ্বলন, অতিথি বরণ ও উদ্বোধনী নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মেলা উদ্বোধন করেন বিধায়ক পুলক রায়। মেলা প্রাঙ্গণ জুড়ে খেলনা, মাটির জিনিসের পসরা ছাড়াও নাগরদোলা, ম্যাজিক শো ইত্যাদিরও ব্যবস্থা রয়েছে।

কোতরং বইমেলা
কোতরং সাধারণ পাঠাগার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় বর্ষ কোতরং বইমেলা। গত ৭ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন বিশিষ্ট ছড়াকার তথা কবি ও সাহিত্যিক ভবানীপ্রসাদ মজুমদার। উপস্থিত ছিলেন সাহিত্যিক অজিত সিংহরায়, বিধায়ক অনুপ ঘোষাল, কোতরং আদর্শ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শঙ্কর মুখোপাধ্যায়, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা ইলোরা গুহ প্রমুখ। মেলার সম্পাদক প্রদীপ দাশ জানান, নাচ, গান, নাটক-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। গুণিজনদের সম্বর্ধনা দেওয়া হয়। এ ছাড়াও নাচ, ক্যুইজ, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ছিল। বক্তব্য রাখতে গিয়ে বর্তমান প্রজন্মের বই পড়ার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন বিশিষ্টজনেরা। সার্ধ শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধার্ঘ জানানো হয় স্বামী বিবেকানন্দকে। তাঁকে নিয়ে আলোচনাচক্রেরও আয়োজন করা হয়েছিল বলে জানান উদ্যোক্তারা।

উত্তরপাড়ায় শিশুমেলা
হুগলির শঙ্খশুভ্র ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং উত্তরপাড়া-কোতরং পুরসভা ও সেখানকার সংগঠন ‘অবকাশ’-এর সহযোগিতায় সম্প্রতি উত্তরপাড়া শিশুমেলা অনুষ্ঠিত হল। দু’দিনের ওই অনুষ্ঠান হয় উত্তরপাড়া খেয়াঘাট-সংলগ্ন ইউসিসি মাঠে। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন পুরসভার ভাইস-চেয়ারম্যান পিনাকী ধামালি। শিশু সাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায় ফানুস ওড়ান। শঙ্খশুভ্র ওয়েলফেয়ারের সম্পাদক শম্পা সরকার জানান, ৪-১৪ বছর বয়সী বাচ্চাদের নিয়ে মেলা হয়েছিল। তাদের নিয়ে হাতের কাজ, নাটক-সহ বিভিন্ন কর্মশালা হয়। এ ছাড়াও, ছিল হরেক রকম মজার খেলা। অনুষ্ঠান মঞ্চে শিশুরা নাচ, গান, আবৃত্তি, নাটক পরিবেশন করে। ম্যাজিক, মূকাভিনয় প্রদর্শিত হয়। ছিল ছবি আঁকার কর্মশালা। সেখানে উপস্থিত ছিলেন প্রচ্ছদ শিল্পী সুব্রত মাঝি, শিল্পী শান্তিময় ভৌমিক, মলয়কান্তি সাহা প্রমুখ।

মশাটে বইমেলা
নিজস্ব চিত্র
হুগলি সম্পদ-এর পরিচালনায় তৃতীয় বর্ষ মশাট বইমেলা গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। মশাট বাজার এলাকার একটি প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন সাহিত্যিক শক্তিপদ রাজগুরু। অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। মেলার সম্পাদক সঞ্জীব চক্রবর্তী জানান, মেলায় ২২টি বইয়ের স্টল রয়েছে। এ ছাড়াও, অন্যান্য ৮টি স্টল রয়েছে। থাকছে হরেক রকম খাবারের পসরা। প্রতিদিনই সন্ধ্যা থেকে উপছে পড়ছে বইপ্রেমীদের ভিড়। পাশাপাশি, নাচ, গান, আবৃত্তি, নাটক-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। থাকছে বিভিন্ন বিষয়ে আলোচনাচক্র। পরিবেশিত হয় ক্যুইজ, বসে আঁকো প্রতিযোগিতা। মেলা শেষ ১৯ ফেব্রুয়ারি।

শয্যাসামগ্রী বিতরণ গঙ্গাধরপুরে
৩০ জানুয়ারি সোমবার ৬৫০ জন দুঃস্থ বালক-বালিকাদের মধ্যে শয্যাসামগ্রী (বেডকিট) বিতরণ অনুষ্ঠান হয়ে গেল পাঁচলার গঙ্গাধরপুরে। গঙ্গাধরপুর বিএড কলেজ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই বিতরণী অনুষ্ঠানে মাদুর, বালিশ, তোষক প্রভৃতি দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন বিধায়ক সন্তোষকুমার দাস।

দু’টি অপমৃত্যু
দু’টি ভিন্ন ঘটনায় আরামবাগ মহকুমায় দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় বৃহস্পতিবার সকালে গোঘাটের চাতরা গ্রামের বাসিন্দা রাজীব দত্ত (২৫) নামে এক যুবকের ঝুলন্ত দেহ তাঁর ঘর থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হন। অন্য দিকে, গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় খানাকুলের দেবশ্রী সাহাকে (৩৫) আরামবাগ হাসপাতালে আনা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদে তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন। দু’টি দেহই ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

বধূর মৃত্যু
বৃহস্পতিবার পুড়শুড়ার জঙ্গলপাড়ায় এক বধূর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুলিশ জানায়, মৃতার নাম শ্যামলী মাজি (২৬)। তিনি বিষপান করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.