খেলার টুকরো খবর

সিমলাগড়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন হাদ্দেপাড়া
হুগলির সিমলাগড়ের চাঁপাহাটী পল্লিশ্রী সমিতির উদ্যোগে আয়োজিত নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হাদ্দেপাড়া বিবেকানন্দ ক্লাব। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রয়াত কালীপদ পালের স্মৃতির উদ্দেশে সম্প্রতি ওই প্রতিযোগিতায় সিমলাগড়-ভিটাসিন পঞ্চায়েত এলাকার খেলোয়াড়দের নিয়ে গঠিত ১২টি দল যোগ দেয়। ৫ ফেব্রুয়ারি ফাইনালে হাদ্দেপাড়া বিবেকানন্দ ক্লাব গোয়ারা কালীমাতা সঙ্ঘকে হারায়। প্রথমে ব্যাট করতে নেমে গোয়ারা নির্ধারিত ১৬ ওভারে ৮৬ রান করে। হাদ্দেপাড় ৯ ওভার বাকি থাকতেই ওই রান তুলে নেয়। তাদের পক্ষে বাপ্পা রায় সর্বোচ্চ ৩৪ রান করেন। তিনি ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ম্যান অফ দ্য সিরিজ জয়ী দলের সুজয় মণ্ডল।

বনগাঁয় টেবল-টেনিস
সতেরো বছর বন্ধ থাকার পর স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষের হাত ধরে বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় ফের আয়োজন করা হল টেবল টেনিস প্রতিযোগিতার। গত শনিবার ও রবিবার ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্থানীয় উজ্জ্বল সঙ্ঘে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বনগাঁ এসডিপিও জয়ন্ত মুখোপাধ্যায়। মহকুমা বিভিন্ন এলাকা থেকে ১৬ জন অংশগ্রহণ করেন। নকআউটের ভিত্তিতে খেলা হয়। ফাইনালে উজ্জ্বল সঙ্ঘের সৌহার্দ্য মজুমদার ওই ক্লাবেরই পার্থপ্রতিম মণ্ডলকে স্ট্রেট সেটে পরাজিত করেন। খেলার ফল ২১-৮, ২১-১৩ ও ২৩-২১। অলোক দত্ত তৃতীয় স্থান পয়েছেন। তিনি হারিয়েছেন অনিলাভ সান্যালকে। প্রতিযোগিতাকে ঘিরে সাধারণ মানুষের যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। উপস্থিত ছিলেন টেবল টেনিস উপ সমিতির আহ্বায়ক মানবেন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, উদ্যোক্তা সংস্থার সম্পাদক সুনীল সরকার প্রমুখ। মানবেন্দ্রবাবু বলেন, “১৯৯৫ সালে শেষবার মহকুমা টেবল টেনিস প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। এ বার থেকে প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ক্রিকেটে জয়ী ঘটকপুকুরের ক্লাব
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে উত্তর ২৪ পরগনার ন্যাজাটে ১৬ দলের এক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঘটকপুকুরের ‘বাগান আইট নতুন সূর্য’। ফাইনালে তারা ৫৯ রানে হারিয়ে দেয় ন্যাজাটের ‘বেঙ্গল টাইগার’কে। ১৫ ওভার ৫ বলে ১২৭ রান করে ঘটকপুকুরের সকলে আউট হয়ে যান। জিততে নেমে মাত্র ১১ ওভার ৫ বলে ৬৮ রান করে ন্যাজাটের দলের সকলে আউট হয়ে যান। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পারভেজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন ন্যাজাটের অনুপ দাস। ১৫টি উইকেট নিয়ে সেরা বোলারের সম্মান পান মিণ্টু দাস। সেরা ফিল্ডার ও সেরা উইকেটকিপারের সম্মান পেয়েছেন যথাক্রমে শুভঙ্কর মাইতি ও অমিত দাস। মাঠে উপস্থিত ছিলেন বাংলা দলের ক্রিকেটার সৌরাশিষ লাহিড়ী, মনোজ সাউ প্রমুখ।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মবার্ষিকীতে বনগাঁর পূবর্পাড়া যুবকবৃন্দের পক্ষ থেকে গত শনিবার ও রবিবার দু’দিনের এক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতায় ছিল পঞ্চশোর্ধ্ব পুরুষদের হাঁটা। এ ছাড়া ছিল বসে আঁকো, নৃত্য প্রভৃতি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.