এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে প্রায় আড়াই ঘন্টা বন্ধ রইল কালনা-বর্ধমান রোডের আইমাপাড়া মোড়। অভিযোগ, মৃত যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশের কাছ থেকে ‘খুনি’র গ্রেফতারের আশ্বাস পাওয়ার পর অবরোধ তোলেন তাঁরা।
বৃহস্পতিবার কালনা ১ ব্লকের আটঘোরিয়া সিমলা পঞ্চায়েতের আইমাপাড়া গ্রামের একটি আলুর জমিতে এক যুবকের মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ জানায়, মৃত যুবকের নাম দেবাশিষ সাহা (২৮)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিষের কৌটো, একটি সাইকেল ও বিভিন্ন ওষুধে ঠাসা একটি ব্যাগ উদ্ধার করেছে। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে বাড়ি থেকে ছয় কিলোমিটার দূরে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে দেবাশিষকে। |
আইমাপাড়া মোড়ে বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বাবা মধুসূদন সাহা পেশায় চাষি। তাঁর দুই ছেলের মধ্যে দেবাশিষ ছোট। সে ওষুধ বিক্রির পেশায় যুক্ত ছিল। বর্ধমান শহর থেকে পাইকারি হারে ওষুধ কিনে এনে তা গ্রামের হাতুড়ে ডাক্তারদের কাছে সে বিক্রি করত। তাঁর এক কাকা পরেশ সাহা বলেন, “বুধবার বিকেলে ভাইপো এলাকার গুপ্তিপাড়া মোড়ে, মেদগাছি সহ নানা জায়গায় ওষুধ বিক্রি করেছে। কিন্তু এরপরে সে বাড়ি ফেরেনি। রাতে বারবার মোবাইলে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও অন্য প্রান্ত থেকে কোনও উত্তর মেলেনি।” আইমাপাড়া গ্রাম থেকে দু’কিলোমিটার দূরে টাকপুকুর এলাকায় এদিন সকালে একটি পুকুর সংস্কারের কাজে যাবার পথে কয়েকজন কাছেই কোনও জায়গা থেকে মোবাইল বাজার শব্দ শুনতে পান। মোবাইলটি খুঁজতে গেলে মৃতদেহটি চোখে পড়ে। এর পরে ওই মোবাইলে ‘কললিস্ট’ দেখে ফোন করেন তাঁরা। দেবাশিষবাবুর বাড়ির লোকজন ফোন ধরেন। ঘটনাস্থলে এসে দেহটি শনাক্ত করেন তাঁরা। তাঁদের দাবি, দেবাশিষবাবু ‘হাসি মুখে’ই বাড়ি থেকে বেরিয়েছিলেন। কোনওভাবেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন না। এর পরেই স্থানীয় বাসিন্দারা ওই মোড় অবরোধ করেন।পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক খুনের মামলা দায়ের করা হয়েছে। |