সব কিছু ঠিক থাকলে আগামী ২ মাসের মধ্যে পুরসভার সঙ্গে যৌথ উদ্যোগে শিলিগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার কাজ শুরু করবে দুর্গাপুর মিশন হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার শিলিগুড়ি পুরসভায় প্রস্তাবিত ওই প্রকল্প নিয়ে দুই পক্ষের চুক্তি সইয়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। চুক্তির খসড়াও এ দিন চূড়ান্ত হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবও এ ব্যাপারে বিশেষ উদ্যোগী। শিলিগুড়ি পুরসভার সঙ্গে যৌথ উদ্যোগে ১২৫ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যার অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার সুবিধা যুক্ত ওই হাসপাতাল গড়ে উঠবে। জমি দেবে পুরসভা, নির্মাণ খরচ বহন করবে মিশন হাসপাতাল কর্তৃপক্ষ। উভয়পক্ষের মধ্যে চুক্তিপত্র সই হলেই কাজ শুরু হবে বলে জানান তাঁরা। ২ বছরের মধ্যে কাজ শেষ করে হাসপাতাল চালু করা হবে। শিলিগুড়ি শহরে ডন বসকো স্কুল লাগোয়া পুরসভার ২.১০ একর জমিতে ওই প্রকল্প গড়ে উঠবে। পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “মিশন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যৌথ ভাবে শহরে ওই সুপার স্পেশালিটি হাসপাতাল গড়তে আমরা উদ্যোগী। |
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এখানে পুরকর্মী, শহরের বিপিএল, নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণির বাসিন্দাদের চিকিৎসার জন্য বিশেষ সুযোগ মিলবে। পাশাপাশি পুরসভার আয়ও হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ওই কাজ হবে।” এ দিন পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় খুশি দুর্গাপুর মিশন হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু। তিনি নিজেও হৃদ-শল্য বিশেষজ্ঞ। তিনি বলেন, “আন্তর্জাতিক মানের ওই হাসপাতাল আমরা গড়ে তুলতে চাই। উত্তরবঙ্গের ছয় জেলা তো বটেই লাগোয়া ভুটান, নেপাল, উত্তরপূর্ব ভারতের বাসিন্দারা এখান থেকে উন্নত চিকিৎসা পরিষেবা নিতে পারবেন। চিকিৎসা পরিষেবার খরচ সমস্ত স্তরের বাসিন্দাদের নাগালের মধ্যেই থাকবে।” মিশন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নকল হৃদযন্ত্র বসানো থেকে হাটু, কোমর প্রতিস্থাপন, মস্তিষ্কে টিউমার অস্ত্রোপচার, কসমেটিক সার্জারি-সহ বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা মিলবে। থাকবে ট্রমা সেন্টার। বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা মিলবে। চিকিৎসক সত্যজিৎবাবু জানান, হৃদযন্ত্রে অস্ত্রোপচার করার জন্য সাধারণত ১ লক্ষ ২০ হাজার টাকার মতো লাগে। এই হাসপাতাল গড়ে উঠলে ১৫ বছর বয়সের নিচে ছেলেমেয়েদের হৃদযন্ত্রে অস্ত্রোপচার এখানে মাত্র ৩০ হাজার টাকায় তাঁরা করবেন। সামাজিক দায়িত্ব পালনের কথা মাথায় রেখেই এ ধরনের উদ্যোগ নেবে মিশন হাসপাতাল কর্তৃপক্ষ। শিলিগুড়িতে ওই হাসপাতাল ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে বহির্বিভাগের সুবিধা থাকবে। দুর্গাপুর মিশন হাসপাতালে তাঁরা শীঘ্রই অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তুলছেন। ইংল্যান্ডের রয়্যাল মার্স ডিন এবং মিলানের একটি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে ওই কেন্দ্রটি চলবে। প্রস্তাবিত প্রকল্প যেখানে গড়ে উঠবে ওই জায়গায় পুরসভা অতীতে বাজার নির্মাণ করতে চেয়েছিল। সেই মতো নির্মাণ কাজও কিছুটা হয়েছিল। এ বার প্রকল্প বদলে সেখানে সাত তলা হাসপাতাল ভবণ গড়ে উঠবে। জমি লিজ হিসাবে মিশন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিতে এ দিন চুক্তির শর্ত নিয়ে আলোচনার পর বিষয়গুলি চূড়ান্ত করা হয়। |