ঘাটবেড়ার উন্নয়ন নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মাওবাদী অধ্যুষিত বলরামপুরের ঘাটবেড়া কেরোয়া পঞ্চায়েত এলাকায় গিয়ে উন্নয়ন বিষয়ক বৈঠক করলেন জেলাশাসক। সঙ্গে ছিলেন প্রশাসনের পদস্থ কর্তারা এবং ১৩টি দফতরের আধিকারিকেরা। প্রসঙ্গত, জানুয়ারি মাসে জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত বাঘমুণ্ডির অযোধ্যা পঞ্চায়েতে বৈঠক করেছিলেন জেলাশাসক। বুধবার ঘাটবেড়ার কুমারডি গ্রামে শিবমন্দির লাগোয়া মাঠে বৈঠকে পঞ্চায়েত প্রধান, উন্নয়ন সমিতিগুলির সচিব, পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রশাসনিক কর্তারা। কী ভাবে কৃষি, সেচ, একশো দিনের কাজে আরও গতি আনা যায় সেই বিষয়ে পঞ্চায়েত ও বাসিন্দাদের মতানত শোনেন আধিকারিকেরা। জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “প্রথম দিকে জঙ্গলমহলের অনুন্নত এলাকায় এই ধরনের বৈঠক করা হচ্ছে। পরে জেলার সর্বত্রই এই বৈঠক হবে। |
বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
১০০ দিন কাজের প্রকল্পে দুর্নীতি, ইন্দিরা আবাস, বার্ধক্য ভাতার তালিকায় দলবাজির অভিযোগ তুলে সিপিএম পরিচালিত পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাল তৃণমূল। পঞ্চায়েত প্রধানকেও বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখা হয়। বুধবার এই বিক্ষোভ হয় খাতড়া ব্লকের দহলা গ্রাম পঞ্চায়েতে। পরে প্রধানের কাছে ১৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও দেওয়া হয়। তৃণমূলের দহলা অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় রায়ের অভিযোগ, “১০০ দিন কাজের প্রকল্পে দুর্নীতি হয়েছে। ইন্দিরা আবাস, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার তালিকা তৈরি করা হয়েছে রাজনৈতিক রঙ দেখে।” দুর্নীতি ও দলবাজির অভিযোগ অবশ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দহলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের তৃপেন্দু রায়। তাঁর দাবি, “স্বচ্ছভাবে প্রকল্পে কাজ হয়েছে। রাজনৈতিক কারণে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” |
‘খুন’, ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
ঝাড়খণ্ড দিশম পার্টির নেতা অভিরাম বেসরাকে ‘খুনে’র ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে ধরেছে পুলিশ। ধৃতদের নাম রবিলাল সোরেন ও মহেশ্বর হেমব্রম। মঙ্গলবার রাতে সাঁতুড়ির দুমদুমি গ্রামের বাড়ি থেকে তাঁদের ধরা হয়। বুধবার ধৃতদের রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ৪ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, ৩০ জানুয়ারি সাঁতুড়ির কাপাসডাঙা গ্রামের কাছে ‘খুন’ হয়েছিলেন জে ডি পি র রাজ্য সভাপতি অভিরামবাবু। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “পারিবারিক ও ব্যক্তিগত কারণের জন্য ওই খুনের ঘটনা ঘটেছিল।” |
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তপন বাগদি (৩২)। পাত্রসায়র থানার মিশ্রপুকুর গ্রামে তাঁর বাড়ি। পেশায় দিন মজুর ওই যুবক মঙ্গলবার রাতে বাড়িতে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে তাঁর পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন। বুধবার সকালে পুলিশ বাড়ি থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কী কারণে ওই যুবক আত্মঘাতী হয়েছেন তা অবশ্য পুলিশ জানতে পারেনি। |
শিক্ষক প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
জেলা সর্বশিক্ষা মিশনের সহায়তায় মানবাজারে ৭ ফেব্রুয়ারি থেকে শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। অঙ্ক ও ইংরাজি বিষয় নিয়ে তিন দফায় ৩১ মার্চ অবধি প্রশিক্ষণ পর্ব চলবে মানবাজার এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ইরা সুবুদ্ধি জানিয়েছেন। |
নিম্ন মানের উপকরণ দিয়ে নির্মাণের কাজ করানো হচ্ছে এই মর্মে বুধবার বরাবাজারের বিডিও-র কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের অভিযোগ, “বিশকুদরা গ্রামের রাস্তায় একটি যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ হচ্ছে।” বিডিও দেবজিত বসু বলেন, “অভিযোগ হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।” |