বেজিং অলিম্পিকে খেলতে পারেনি ভারতীয় হকি দল। লন্ডনে পারবে তো?
গোটা দেশ তাকিয়ে এখন ভরত ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় হকি দলের উপর। কালিম্পংয়ের ভয়ডরহীন ছেলে কিন্তু লক্ষ্যে স্থির। জাতীয় দলের গোলকিপার বলেই দিলেন “যে ভাবে আমরা প্রস্তুতি নিয়েছি তাতে লন্ডন অলিম্পিকে ভারত হকিতে যোগ্যতা অর্জন করলে না পারলে আমি নিজেই অবাক হব।”
তিন দিন পরে শনিবারই দিল্লিতে ঘরের মাঠে ভারতীয় হকি দল অভিযান শুরু করছে। যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্টে ভরতদের প্রথম লড়াই সিঙ্গাপুরের বিরুদ্ধে। গ্রুপে আর আছে ইতালি, পোল্যান্ড, ফ্রান্স ও কানাডা। অনেক বছর বাদে অলিম্পিকে বাংলা থেকে ভারতীয় হকি দলকে অধিনায়কত্ব করতে চলা ভরত ছেত্রী বলছিলেন “লন্ডনের টিকিট পাওয়ার ব্যাপারে আমি এতটা বেশি আশাবাদী অনেকগুলো কারণে। প্রথমত, আমাদের এই দলের আঠারোজন প্লেয়ারই যে কোনও পজিশনে খেলতে পারে। দ্বিতীয়ত, প্রত্যেক পজিশনে একাধিক বিকল্প প্লেয়ার রয়েছে। রিজার্ভ বেঞ্চ প্রথম দলের মতোই শক্তিশালী। তৃতীয়ত, এ বার ডিফেন্সকে শক্তপোক্ত করতে কোচ দিলীপ তির্কের মতো অভিজ্ঞ প্লেয়ারের সাহায্য পাওয়ায় আমরা আরও আত্মবিশ্বাসী।”
অনেকেই মনে করছেন ভারতের গ্রুপ সহজ। কিন্তু সেটা মানতে রাজি নন ভারতীয় দলের অধিনায়ক। ভরতের কথায় “বিশ্ব হকিতে এখন কোনও দলই এলেবেলে নয়। আমাদের গ্রুপে যেমন ফ্রান্স ও কানাডা খুব ভাল দল। বাকিদেরও আমরা হালকা ভাবে নিচ্ছি না। মোদ্দা কথা, সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য।” |