আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের ১৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে আরামবাগের রবীন্দ্রভবনে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বেলুড় মঠের সহ-সম্পাদক স্বামী সুবীরানন্দ। বিকেল ৩টে নাগাদ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী প্রজ্ঞাত্মানন্দের বৈদিক স্তোত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ, সিক্ষাবিদ হাসান ইমাম, আরামবাগের পুরপ্রধান গোপাল কচ প্রমুখ। স্থানীয় বিবেকানন্দ মূক-বধির বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী ভক্তিপ্রিয়ানন্দ। অনুষ্ঠান শুরুর আগে স্থানীয় বিবেকানন্দ মোড়ে স্বামীজির মূর্তিতে মালা দেন সন্ন্যাসীরা। |
বোমাতঙ্কে থমকে গেল কাঞ্চনকন্যা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এস-৩ নম্বর কামরায় একটি বেওয়ারিশ ব্যাগকে ঘিরে বুধবার রাতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। রেল পুলিশ সূত্রের খবর, রাত ১০টা নাগাদ হাওড়া-বর্ধমান কর্ড শাখার চন্দনপুর স্টেশনে ট্রেন থামিয়ে আতঙ্কিত যাত্রীদের নামিয়ে আনা হয়। বম্ব স্কোয়াড কুকুর নিয়ে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালায়। |
ডানলপে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সাহাগঞ্জ |
অবিলম্বে উৎপাদন চালু এবং বকেয়া বেতনের দাবিতে বুধবার হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। এ দিন সকাল থেকে কয়েকশো শ্রমিক কারখানার জিটি রোড-সংলগ্ন গেটের সামনে জড়ো হন। কারখানার মালিক পবন রুইয়ার বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা। শ্রমিকদের বক্তব্য, রুইয়ার উপরে তাঁরা আস্থা হারিয়েছেন। চোখের সামনে কারখানা ধূলিসাৎ করে শ্রমিকদের পথে বসিয়েছেন বর্তমান কর্তৃপক্ষ। শ্রমিকদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এ দিন তিনি চাল, ডাল এবং বিস্কুট তুলে দেন শ্রমিক পরিবারের হাতে। এর আগেও একাধিকবার এখানকার শ্রমিকদের খাদ্যদ্রব্য দিয়েছিলেন তিনি। |
দুর্ঘটনায় মৃত্যু খেতমজুরের
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
লরির ধাক্কায় মৃত্যু হল এক খেতমজুরের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে আরামবাগের ভাটোর মোড়ে। মৃতের নাম দুর্গাপদ দলুই (৬০)। বাড়ি বাঁকুড়ার রায়পুর থানার মাঠঘাটা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে গ্রামের কয়েক জনের সঙ্গে বোরো ধান রোপণের কাজ করতে ভাটোরা মোড় গ্রামে আসেন ওই প্রৌঢ়। মঙ্গলবার রাতে স্থানীয় বাজার থেকে গ্রামে ফেরার পথে আরামবাগমুখী একটি লরি তাঁকে ধাক্কা মারে। স্থানীয় চাঁদুর দমকল কেন্দ্রের দমকলকর্মীরা তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করান। রাতেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়। লরিটি আটক করেছে পুলিশ। চালক পলাতক। |
জয়ী বালিপুর রেইহান স্পোর্টিং
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
খানাকুলের উদনা ক্রিকেট ক্লাবের পরিচালনায় ‘মরহুম শেখ নুরুল ইসলাম স্মৃতি চ্যালেঞ্জ কাপ’ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বালিপুর রেইহান স্পোর্টিং ক্লাব। গত সোমবার স্থানীয় মাঠে ফাইনালে তারা ৪ উইকেটে ডিহিবাগনান মিরপাড়া নিউ তরুণ সঙ্ঘকে হারায়। প্রতিযোগিতায় ৮টি দল সামিল হয়েছিল। ক্লাবটির বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এই খেলার আয়োজন। এ ছাড়াও এ দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিধান প্রদান করা হয়। প্রাক্তন খেলোয়াড় ও বিশিষ্ট সমাজসেবী এবং প্রবীণদের সংবর্ধনা দেওয়া হয়। রবিবার অনুষ্ঠানের প্রথম দিন নিখরচায় চক্ষু পরীক্ষা শিবির এবং জাদু প্রদর্শনী। |
ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব পুড়শুড়ায়
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে পুড়শুড়া থানা এবং স্থানীয় মসিনান শক্তি সঙ্ঘের উদ্যোগে চলছে ‘ক্রীড়া ও সাংস্কৃতিক মিলন উৎসব’। উৎসবের বিভিন্ন দিনে চক্ষু পরীক্ষা শিবির, পুরুষ ও মহিলাদের পৃথক ফুটবল প্রতিযোগিতা এবং কবিতা পাঠ, গান, আঁকা-সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এ ছাড়াও ছিল প্রাণায়াম শিবির এবং সব্জি ও পুষ্প প্রদর্শনী। উৎসব শুরু হয় গত ৬ ফেব্রুয়ারি। আজ, বৃহস্পতিবার শেষ দিন। |
ধাক্কা পুলিশকে
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর |
ট্র্যাফিক আইন না মানায় বাইক দাঁড় করাতে বলেন ট্র্যাফিক কনস্টেবল। তাঁকেই বাইকের ধাক্কা মারেন শম্ভু চক্রবর্তী নামে এক যুবক। বুধবার সন্ধ্যায় চন্দননগরের জ্যোতির মোড়ে জিটি রোডে এই ঘটনায় ধরা পড়েছেন মহাডাঙ্গা কলোনির বাসিন্দা শম্ভু। পুলিশের অভিযোগ, কনস্টেবলকে ধাক্কা মেরে তর্ক জোড়েন শম্ভু। ওই পথ দিয়ে যাচ্ছিল থানার একটি গাড়ি। তাঁরা ধরে ফেলেন মারমুখী যুবককে। |