সেনসেক্স ফের ১৮ হাজারের ঘরে
ছ’মাস বাদে ফের ১৮ হাজারের ঘরে ফিরল সেনসেক্স।
শেয়ার বাজার সূত্রের ইঙ্গিত, মূল্যবৃদ্ধি স্বস্তিজনক স্তরে নেমে আসার জেরেই বুধবার ৩৫৪ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে সেনসেক্স পেরিয়ে গেল ১৮ হাজারের চৌকাঠ। দিনের শেষে তা দাঁড়ায় ১৮,২০২.৪১ পয়েন্টে। এই নিয়ে পরপর তিন দিনই ঊর্ধ্বমুখী সেনসেক্স। সেনসেক্সের অন্তর্গত ৩০টি সংস্থার মধ্যে এ দিন ২৭টির দরই বেড়েছে।
বিশ্ব জুড়ে, বিশেষ করে ইউরোপে মন্দার মেঘ ছায়া ফেলা সত্ত্বেও ভারতের বাজারের এই উত্থানের পিছনে বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে রয়েছে:
বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির ভারতের বাজারে ফিরে আসা। ইংরেজি নববর্ষের শুরু থেকেই তারা এ দেশে নতুন করে বিনিয়োগ করতে শুরু করেছে। এ বছরে গত ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ঢেলেছে ২০,৮৯০ কোটি টাকা ঢেলেছে বলে বাজার সূত্রের খবর।
গ্রিসের সঙ্কট নিয়ে অচলাবস্থা কাটার আশা। প্রসঙ্গত, দেশ জুড়ে বিক্ষোভ সত্ত্বেও সে দেশের পার্লামেন্ট ব্যয়সঙ্কোচ নিয়ে একমত হয়েছে।
খাদ্যপণ্যের দাম কমে আসা এবং সার্বিক মূল্যবৃদ্ধির হার জানুয়ারিতে ৬.৫৫ শতাংশে নেমে আসা। এর প্রভাব মূলত পড়েছে ব্যাঙ্কিং ও গাড়ি সংস্থার শেয়ারের উপর। এই দুই ক্ষেত্রের শেয়ার দরই এ দিন ছিল ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি বেড়েছে টাটা মোটরসের দর। ৭.৪ শতাংশ বেড়ে তা ছুঁয়েছে ২৮৭.৮৫ টাকা।
মূল্যবৃদ্ধি কমার জেরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও কম সুদের জমানায় ফিরে আসবে বলে শিল্প ও শেয়ার বাজার মহলে আশা। আগামী মাসেই ঋণনীতির পর্যালোচনায় শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোর সুপারিশ করলে উৎপাদন শিল্পও চাঙ্গা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) সূচক নিফ্টিও এ দিন ১১৫.৯০ পয়েন্ট বেড়ে ৫৫০০ পয়েন্টে পৌঁছে যায়।
তবে বিশেষজ্ঞরা এখনও শেয়ার বাজারে সাবধানে পা ফেলারই পক্ষপাতী। টরাস মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর আর কে গুপ্ত বলেন, “সম্ভবত আগামী সপ্তাহেই শেয়ার বাজারে একটি সংশোধন আসন্ন। তবে সংস্থাগুলির ভাল আর্থিক ফলাফল বাজারকে উপরে উঠতেও সাহায্য করবে।”
এ দিকে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম এ দিন গত ছ’মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। ইরান থেকে তেল জোগান নিয়ে অনিশ্চয়তার জেরেই তা ব্যারেলে প্রায় ১২০ ডলার ছুঁয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.